ETV Bharat / sports

ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে দেখা যেতে পারে ভারতকে

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নতুন রঙ-এর জার্সি পরতে পারে বিরাট-বাহিনী । ICC-র সাম্প্রতিক নিয়মের পরিপ্রেক্ষিতেই এমনটা হতে পারে ।

ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে দেখা যেতে পারে ভারতকে
author img

By

Published : Jun 26, 2019, 5:53 PM IST

ম্যানচেস্টার, 26 জুন : মেন ইন ব্লু -কে এবার দেখা যেতে পারে কমলা জার্সিতে । বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নতুন রঙ-এর জার্সি পরতে পারে বিরাট-বাহিনী । ICC-র সাম্প্রতিক নিয়মের পরিপ্রেক্ষিতেই এমনটা হতে পারে ।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চিরাচরিত নীলের সঙ্গ ছেড়ে ভারতীয় দলকে দেখা যেতে পারে কমলা জার্সিতে । ICC-র নিয়ম অনুযায়ী TV-তে সম্প্রচারিত কোনও ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দল কখনই একই রঙের জার্সি পরে খেলতে পারবে না । সেই জন্যেই এমন সিদ্ধান্ত । ICC-র তরফে জানানো হয়েছে ভারতের কিট প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই পুরোনো T-২০ জার্সির আদলে কমলা রঙের একটি জার্সি তৈরি করেছে ।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সির রঙও নীল । বহুদিনের নীলের শেড পরিবর্তন করে ইংল্যান্ড এবার নিজেদের জার্সির যে রঙ বেছেছে, তা ভারতীয় দলের জার্সির সঙ্গে মিলে গেছে । সেই ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতেই ওই ম্যাচের জন্য জার্সি বদলের সিদ্ধান্ত । আয়োজক দেশ হওয়ায় ইংল্যান্ডকে নিজেদের পছন্দের জার্সি পরার অধিকার দেওয়া হয়েছে । অতএব অতিথি দেশ ভারতকে বেছে নিতে হবে অন্য রঙ ।

রোহিত-বিরাটরা আগামী ৩০ জুনের ম্যাচে কোন জার্সিতে নামবে তা এখনও নিশ্চিত নয় । তবে শোনা যাচ্ছে, কমলা জার্সি পরে খেললেও তাতে থাকবে নীল রঙের ছোঁয়া । সোশাল মিডিয়ায় এই জল্পনার উপর ভিত্তি করে ঘুরছে নানা ছবি । তবে জার্সির আসল ডিজ়াইন এখনও সামনে আসেনি ।

ম্যানচেস্টার, 26 জুন : মেন ইন ব্লু -কে এবার দেখা যেতে পারে কমলা জার্সিতে । বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নতুন রঙ-এর জার্সি পরতে পারে বিরাট-বাহিনী । ICC-র সাম্প্রতিক নিয়মের পরিপ্রেক্ষিতেই এমনটা হতে পারে ।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চিরাচরিত নীলের সঙ্গ ছেড়ে ভারতীয় দলকে দেখা যেতে পারে কমলা জার্সিতে । ICC-র নিয়ম অনুযায়ী TV-তে সম্প্রচারিত কোনও ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দল কখনই একই রঙের জার্সি পরে খেলতে পারবে না । সেই জন্যেই এমন সিদ্ধান্ত । ICC-র তরফে জানানো হয়েছে ভারতের কিট প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই পুরোনো T-২০ জার্সির আদলে কমলা রঙের একটি জার্সি তৈরি করেছে ।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সির রঙও নীল । বহুদিনের নীলের শেড পরিবর্তন করে ইংল্যান্ড এবার নিজেদের জার্সির যে রঙ বেছেছে, তা ভারতীয় দলের জার্সির সঙ্গে মিলে গেছে । সেই ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতেই ওই ম্যাচের জন্য জার্সি বদলের সিদ্ধান্ত । আয়োজক দেশ হওয়ায় ইংল্যান্ডকে নিজেদের পছন্দের জার্সি পরার অধিকার দেওয়া হয়েছে । অতএব অতিথি দেশ ভারতকে বেছে নিতে হবে অন্য রঙ ।

রোহিত-বিরাটরা আগামী ৩০ জুনের ম্যাচে কোন জার্সিতে নামবে তা এখনও নিশ্চিত নয় । তবে শোনা যাচ্ছে, কমলা জার্সি পরে খেললেও তাতে থাকবে নীল রঙের ছোঁয়া । সোশাল মিডিয়ায় এই জল্পনার উপর ভিত্তি করে ঘুরছে নানা ছবি । তবে জার্সির আসল ডিজ়াইন এখনও সামনে আসেনি ।


Madurai (Tamil Nadu), Jun 26 (ANI): At least 3 students got injured after the balcony of a school collapsed in Tamil Nadu earlier today. The incident took place in Ayira Vysya Higher Secondary School in Madurai. Police is present at the spot for investigation. Injured students have been admitted to the hospital.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.