ম্যানচেস্টার, 26 জুন : মেন ইন ব্লু -কে এবার দেখা যেতে পারে কমলা জার্সিতে । বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নতুন রঙ-এর জার্সি পরতে পারে বিরাট-বাহিনী । ICC-র সাম্প্রতিক নিয়মের পরিপ্রেক্ষিতেই এমনটা হতে পারে ।
বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চিরাচরিত নীলের সঙ্গ ছেড়ে ভারতীয় দলকে দেখা যেতে পারে কমলা জার্সিতে । ICC-র নিয়ম অনুযায়ী TV-তে সম্প্রচারিত কোনও ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দল কখনই একই রঙের জার্সি পরে খেলতে পারবে না । সেই জন্যেই এমন সিদ্ধান্ত । ICC-র তরফে জানানো হয়েছে ভারতের কিট প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই পুরোনো T-২০ জার্সির আদলে কমলা রঙের একটি জার্সি তৈরি করেছে ।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সির রঙও নীল । বহুদিনের নীলের শেড পরিবর্তন করে ইংল্যান্ড এবার নিজেদের জার্সির যে রঙ বেছেছে, তা ভারতীয় দলের জার্সির সঙ্গে মিলে গেছে । সেই ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতেই ওই ম্যাচের জন্য জার্সি বদলের সিদ্ধান্ত । আয়োজক দেশ হওয়ায় ইংল্যান্ডকে নিজেদের পছন্দের জার্সি পরার অধিকার দেওয়া হয়েছে । অতএব অতিথি দেশ ভারতকে বেছে নিতে হবে অন্য রঙ ।
রোহিত-বিরাটরা আগামী ৩০ জুনের ম্যাচে কোন জার্সিতে নামবে তা এখনও নিশ্চিত নয় । তবে শোনা যাচ্ছে, কমলা জার্সি পরে খেললেও তাতে থাকবে নীল রঙের ছোঁয়া । সোশাল মিডিয়ায় এই জল্পনার উপর ভিত্তি করে ঘুরছে নানা ছবি । তবে জার্সির আসল ডিজ়াইন এখনও সামনে আসেনি ।