ETV Bharat / sports

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে ভারত, মত সৌরভের - world cup 2019

শিখর ধাওয়ানের চোটে অবাক নই । সাংবাদিকদের জানালেন সৌরভ ।

Sourav
author img

By

Published : Jun 19, 2019, 10:02 PM IST

Updated : Jun 19, 2019, 11:08 PM IST

কলকাতা, 19 জুন : বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ঝটিতি সফরে কলকাতায় ঘুরে গেলেন সৌরভ গাঙ্গুলি । ব্যবসায়িক কারণ ও মায়ের অসুস্থতার জন্য কলকাতায় এলেন তিনি । এসে সাংবাদিকদের সামনে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের উত্তর দিলেন । এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে বলে মত সৌরভের ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শিখর ধাওয়ান । কিন্তু আঙুলে চোটের কারণে ফিল্ডিং করতে পারেননি । আজ তাঁর ছিটকে যাওয়ার খবর জানায় BCCI । যদিও ছিটকে যাওয়ার খবরে বিষ্মিত নন সৌরভ । বললেন, "আমি অবাক হইনি । আমি ইংল্যান্ডে ওকে দেখেছি । ওর যা চোট তা সারতে সময় লাগবে ।"

শুনুন সৌরভ গাঙ্গুলির বক্তব্য

একই সঙ্গে বিরাট কোহলির ভালো পারফরম্যান্সের বিষয়ে আশা প্রকাশ করেন সৌরভ । বিজয় শংকরের বোলিংয়ের প্রশংসাও করেন । বলেন, "চোট আঘাত খেলার অঙ্গ । কারও নিয়ন্ত্রণ থাকে না । ভুবির অনুপস্থিতি দারুণভাবে ঢেকে দিয়েছে বিজয় শংকর । এই দলটি সেমিফাইনালে যাবে এবং তারপর দেখতে হবে কতটা সাফল্য পায় ।"

এখনও পর্যন্ত বিশ্বকাপে যতটুকু খেলা হয়েছে তার নিরিখে সৌরভ মনে করেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে ।

কলকাতা, 19 জুন : বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ঝটিতি সফরে কলকাতায় ঘুরে গেলেন সৌরভ গাঙ্গুলি । ব্যবসায়িক কারণ ও মায়ের অসুস্থতার জন্য কলকাতায় এলেন তিনি । এসে সাংবাদিকদের সামনে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের উত্তর দিলেন । এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে বলে মত সৌরভের ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শিখর ধাওয়ান । কিন্তু আঙুলে চোটের কারণে ফিল্ডিং করতে পারেননি । আজ তাঁর ছিটকে যাওয়ার খবর জানায় BCCI । যদিও ছিটকে যাওয়ার খবরে বিষ্মিত নন সৌরভ । বললেন, "আমি অবাক হইনি । আমি ইংল্যান্ডে ওকে দেখেছি । ওর যা চোট তা সারতে সময় লাগবে ।"

শুনুন সৌরভ গাঙ্গুলির বক্তব্য

একই সঙ্গে বিরাট কোহলির ভালো পারফরম্যান্সের বিষয়ে আশা প্রকাশ করেন সৌরভ । বিজয় শংকরের বোলিংয়ের প্রশংসাও করেন । বলেন, "চোট আঘাত খেলার অঙ্গ । কারও নিয়ন্ত্রণ থাকে না । ভুবির অনুপস্থিতি দারুণভাবে ঢেকে দিয়েছে বিজয় শংকর । এই দলটি সেমিফাইনালে যাবে এবং তারপর দেখতে হবে কতটা সাফল্য পায় ।"

এখনও পর্যন্ত বিশ্বকাপে যতটুকু খেলা হয়েছে তার নিরিখে সৌরভ মনে করেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে ।

Intro:ভারতই এখন পর্যন্ত সেরা,মত সৌরভের

কলকাতা,১৯ জুনঃ চোটের কারণে শিখর ধাওয়ানের ছিটকে যাওয়ার খবরে বিস্মিত নন সৌরভ গাঙ্গুলী। বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে প্রাক্তন ভারত অধিনায়ক ঝটিকা সফরে কলকাতা ঘুরে গেলেন। ব্যবসায়িক ব্যস্ততা ছিল। তাছাড়াও রয়েছে মায়ের অসুস্থতার খবর। সব মিলিয়ে সৌরভ গাঙ্গুলী নিজের শহরে। তারকা খচিত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সৌরভ জানান শিখর ধাওয়ানের চোটের কারণে ছিটকে যাওয়ায় অবাক হননি। তবে একই সঙ্গে বিরাট কোহলির ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু আঙুলের চোটে ফিল্ডিং করতে পারেননি। তারপর পাকিস্তান ম্যাচে ভারত জিতেছে। শিখর ধাওয়ানের অনুপস্থিতি দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে ঢেকেছেন কেএল রাহুল।
দলের গুরুত্বপূর্ন ক্রিকেটারের চোটের ধাক্কা কাটিয়ে উঠে জয়ের অভ্যাস বজায় রাখা ভারতীয় দলের গভীরতা প্রমাণ করে। তাঁর মতে,“ এটা নিশ্চিতভাবে বড় ধাক্কা। পাকিস্তানকে হেলায় হারিয়েছে। যা প্রমাণ করে দল ছন্দে রয়েছে। ”
এখনও পর্যন্ত বিশ্বকাপে যতটুকু খেলা হয়েছে তার নিরিখে সৌরভ মনে করেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে।
শুধু শিখর ধাওয়ান নন, চোটের তালিকায় ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিরুদ্ধে ১৬ টি বল করেই মাঠ ছেড়েছিলেন। তাঁর বদলে বল করতে এসে বিজয় শঙ্কর ভালো পারফরম্যান্স করেন।
“ চোট আঘাত খেলার অঙ্গ। কারও নিয়ন্ত্রণ থাকে না। ভুবির অনুপস্থিতি দারুনভাবে ঢেকে দিয়েছে বিজয় শঙ্কর। এই দলটি সেমিফাইনালে যাবে এবং তারপর দেখতে হবে কতটা সাফল্য পায়,”মন্তব্য সৌরভের।
ভারতীয় দল ২২ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে।Body:SouravConclusion:
Last Updated : Jun 19, 2019, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.