কলকাতা, 19 জুন : বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ঝটিতি সফরে কলকাতায় ঘুরে গেলেন সৌরভ গাঙ্গুলি । ব্যবসায়িক কারণ ও মায়ের অসুস্থতার জন্য কলকাতায় এলেন তিনি । এসে সাংবাদিকদের সামনে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের উত্তর দিলেন । এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে বলে মত সৌরভের ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শিখর ধাওয়ান । কিন্তু আঙুলে চোটের কারণে ফিল্ডিং করতে পারেননি । আজ তাঁর ছিটকে যাওয়ার খবর জানায় BCCI । যদিও ছিটকে যাওয়ার খবরে বিষ্মিত নন সৌরভ । বললেন, "আমি অবাক হইনি । আমি ইংল্যান্ডে ওকে দেখেছি । ওর যা চোট তা সারতে সময় লাগবে ।"
একই সঙ্গে বিরাট কোহলির ভালো পারফরম্যান্সের বিষয়ে আশা প্রকাশ করেন সৌরভ । বিজয় শংকরের বোলিংয়ের প্রশংসাও করেন । বলেন, "চোট আঘাত খেলার অঙ্গ । কারও নিয়ন্ত্রণ থাকে না । ভুবির অনুপস্থিতি দারুণভাবে ঢেকে দিয়েছে বিজয় শংকর । এই দলটি সেমিফাইনালে যাবে এবং তারপর দেখতে হবে কতটা সাফল্য পায় ।"
এখনও পর্যন্ত বিশ্বকাপে যতটুকু খেলা হয়েছে তার নিরিখে সৌরভ মনে করেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে ।