ETV Bharat / sports

ধোনি-রাহুলের জোড়া সেঞ্চুরি, বাংলাদেশকে হারাল ভারত - dhoni

প্রথমে ধোনি-রাহুল, পরে কুলদীপ চাহাল। জোড়া ফলায় বিদ্ধ বাংলাদেশ।

india
author img

By

Published : May 29, 2019, 8:58 AM IST

Updated : May 29, 2019, 9:11 AM IST

কার্ডিফ (ইংল্যান্ড), 29 মে : প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত। ধোনি ও রাহুলের জোড়া সেঞ্চুরি ও কুলদীপ-চাহালের স্পেলের উপর ভর করে কার্ডিফে বাংলাদেশকে 95 রানে হারাল বিরাট বাহিনী।

কার্ডিফে সোফিয়া গার্ডেনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজ়া। তবে ওপেনিং জুটি ব্যর্থ এই ম্যাচে। মাত্র 1 রানে ফিরে যান শিখর ধাওয়ান। 42 বলে 19 রান করেন রোহিত শর্মা। এরপর ম্যাচের রাশ ধরেন বিরাট কোহলি ও কেএল রাহুল। 47 রান করে সইফুদ্দিনের বলে বোল্ড হন ভারত অধিনায়ক। 108 রান করেন রাহুল। মহেন্দ্র সিং ধোনি করেন 113 রান। তবে ব্যর্থ হন বিজয় শংকর। নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে ভারত করে 359 রান।

  • India win by 95 runs!

    Kuldeep Yadav was the pick of the Indian bowlers, taking 3/47 as India's attack maintained control throughout the Bangladesh run chase. pic.twitter.com/obSXzkQppY

    — Cricket World Cup (@cricketworldcup) May 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম থেকেই দলের চার নম্বর নিয়ে সমস্যায় পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশের বিরুদ্ধে চার নম্বরে কেএল রাহুল রান পাওয়ায় অনেকটাই স্বস্তিতে ম্যানেজমেন্ট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশে। 73 রান করেন লিটন দাস। 90 রান করেন মুশফিকুর রহিম। তবে এই দু'জন বাদে বাংলাদেশের কেউ বড় রান করতে পারেননি। ভারতের হয়ে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নেন জসপ্রিত বুমরা । একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

প্রথমে ধোনি-রাহুলের জোড়া সেঞ্চুরি, পরে কুলদীপ-চাহালের জুটিতে ম্যাচের তিন বল বাকি থাকতেই অল আউট হয় বাংলাদেশ । 49.3 ওভারে বাংলাদেশ করে 264 রান। এর ফলে পাঁচ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে মনোবল অনেকটাই বেড়ে গেল ভারতের।

কার্ডিফ (ইংল্যান্ড), 29 মে : প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াল ভারত। ধোনি ও রাহুলের জোড়া সেঞ্চুরি ও কুলদীপ-চাহালের স্পেলের উপর ভর করে কার্ডিফে বাংলাদেশকে 95 রানে হারাল বিরাট বাহিনী।

কার্ডিফে সোফিয়া গার্ডেনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজ়া। তবে ওপেনিং জুটি ব্যর্থ এই ম্যাচে। মাত্র 1 রানে ফিরে যান শিখর ধাওয়ান। 42 বলে 19 রান করেন রোহিত শর্মা। এরপর ম্যাচের রাশ ধরেন বিরাট কোহলি ও কেএল রাহুল। 47 রান করে সইফুদ্দিনের বলে বোল্ড হন ভারত অধিনায়ক। 108 রান করেন রাহুল। মহেন্দ্র সিং ধোনি করেন 113 রান। তবে ব্যর্থ হন বিজয় শংকর। নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে ভারত করে 359 রান।

  • India win by 95 runs!

    Kuldeep Yadav was the pick of the Indian bowlers, taking 3/47 as India's attack maintained control throughout the Bangladesh run chase. pic.twitter.com/obSXzkQppY

    — Cricket World Cup (@cricketworldcup) May 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম থেকেই দলের চার নম্বর নিয়ে সমস্যায় পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশের বিরুদ্ধে চার নম্বরে কেএল রাহুল রান পাওয়ায় অনেকটাই স্বস্তিতে ম্যানেজমেন্ট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশে। 73 রান করেন লিটন দাস। 90 রান করেন মুশফিকুর রহিম। তবে এই দু'জন বাদে বাংলাদেশের কেউ বড় রান করতে পারেননি। ভারতের হয়ে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নেন জসপ্রিত বুমরা । একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

প্রথমে ধোনি-রাহুলের জোড়া সেঞ্চুরি, পরে কুলদীপ-চাহালের জুটিতে ম্যাচের তিন বল বাকি থাকতেই অল আউট হয় বাংলাদেশ । 49.3 ওভারে বাংলাদেশ করে 264 রান। এর ফলে পাঁচ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে মনোবল অনেকটাই বেড়ে গেল ভারতের।

New Delhi, May 29 (ANI): For those of you who thought iPod was dead, Apple has just introduced a fresh new model that has been added with useful features of the time. For the first time, the all-new Apple iPod Touch supports Group FaceTime and AR Experiences. It is equipped with the A10 fusion chip, new 256GB storage capability, and catalogue of more than 50 million songs, according to the official product listing. Gamers will be able to access Apple Arcade subscription service that offers exclusive games and the ability to download for offline play. The new Apple iPod Touch is available for order on the official site starting today at USD 199 for the base model with 32GB, USD 299 for the 128GB version, and USD 399 for the high-end 256GB variant.
Last Updated : May 29, 2019, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.