ETV Bharat / sports

আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা বেশি রেগে নেই : কেন উইলিয়ামসন - world cup

উইলিয়ামসন বলেন, "আমি আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা খুব বেশি রেগে নেই । এটা ঘটনা ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ রয়েছে, তা সম্ভবত বিশ্বের আর কোনও দেশে নেই ।

কেন উইলিয়ামসন
author img

By

Published : Jul 11, 2019, 1:43 AM IST

ম্যাঞ্চেস্টার, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের কাছে হেরে ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ভারতকে । দুই দিন ধরে চলা সেমিফাইনাল ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়ার অপ্রত্যাশিত হারে হতাশ ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী ।

গতকাল ম্যাচ শেষে সাংবাদিকরা কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্রশ্ন করেছিলেন, "ভারতের প্রায় 100 কোটি ক্রিকেটপ্রেমী হতাশ । তারা এখন শোকগ্রস্ত এবং সম্ভবত আপনার টিমের উপর রেগেও আছেন । এজন্য কি আপনি দায়ি নন ?"

জবাবে কেন উইলিয়ামসন বলেন, "আমি আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা খুব বেশি রেগে নেই । এটা ঘটনা ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ রয়েছে, তা সম্ভবত বিশ্বের আর কোনও দেশে নেই । আমরা ভাগ্যবান যে এমন একটা খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি যার পেছনে ভারতের মতো দেশ রয়েছে । আশা করব 150 কোটি ভারতীয়র সমর্থন আমরাও পাবো ।"

ম্যাঞ্চেস্টার, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের কাছে হেরে ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ভারতকে । দুই দিন ধরে চলা সেমিফাইনাল ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়ার অপ্রত্যাশিত হারে হতাশ ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী ।

গতকাল ম্যাচ শেষে সাংবাদিকরা কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্রশ্ন করেছিলেন, "ভারতের প্রায় 100 কোটি ক্রিকেটপ্রেমী হতাশ । তারা এখন শোকগ্রস্ত এবং সম্ভবত আপনার টিমের উপর রেগেও আছেন । এজন্য কি আপনি দায়ি নন ?"

জবাবে কেন উইলিয়ামসন বলেন, "আমি আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা খুব বেশি রেগে নেই । এটা ঘটনা ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ রয়েছে, তা সম্ভবত বিশ্বের আর কোনও দেশে নেই । আমরা ভাগ্যবান যে এমন একটা খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি যার পেছনে ভারতের মতো দেশ রয়েছে । আশা করব 150 কোটি ভারতীয়র সমর্থন আমরাও পাবো ।"

Bengaluru (Karnataka), July 10 (ANI): Former chief minister of Karnataka and Bharatiya Janata Party (BJP) leader BS Yeddyurappa along with other BJP leaders held protest outside Vidhana Soudha in Bengaluru on Wednesday. They are demanding resignation of current Chief Minister of Karnataka HD Kumaraswamy. The coalition government has been rocked by the resignations of 14 MLAs - 11 of Congress and three of JD(S). Rebel MLAs are staying at a hotel in Mumbai.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.