ETV Bharat / sports

গেইলের ইউ টার্ন, ভারতের ক্যারিবিয়ান সফরের পর অবসর

আজ এক সাংবাদিক সম্মেলনে গেইল জানান, বিশ্বকাপের পর অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাবে ভারত । সেই সিরিজ়ে ওয়ানডে এবং টেস্ট খেলে তবেই অবসর নেবেন ।

গেইলের ইউ টার্ন, ভারতের ক্যারিবিয়ান সফরের পর অবসর
author img

By

Published : Jun 26, 2019, 10:13 PM IST

লন্ডন, 26 জুন : অবসর ঘোষণা করেও ইউ টার্ন । বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন বলেছিলেন । তবে সেই বক্তব্য থেকে সরে এলেন ইউনিভার্স বস । ভারতের মুখোমুখি হওয়ার আগে এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছেন, বিশ্বকাপের পরেও ভারতের বিপক্ষে হোম সিরিজ়ে খেলতে চান তিনি ।

আজ এক সাংবাদিক সম্মেলনে গেইল জানান, বিশ্বকাপের পর অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাবে ভারত । সেই সিরিজ়ে ওয়ানডে এবং টেস্ট খেলে তবেই অবসর নেবেন গেইল । বলেন, "বিশ্বকাপের পরে আমার পরিকল্পনা... হয়তো ভারতের বিপক্ষে আর একটা টেস্ট খেলব । আর ওয়ানডে তো অবশ্যই খেলব । তবে T-২০ খেলব না ।"

তবে বিশ্বকাপের আগে গেইল বলেছিলেন, "বিশ্বকাপ দিয়েই 50 ওভারের ক্রিকেটকে বিদায় বলতে চাই । তরুণদের সুযোগ করে দিতে চাই । স্ট্যান্ডে বসে উৎসাহ দিয়ে যেতে চাই ।"

লন্ডন, 26 জুন : অবসর ঘোষণা করেও ইউ টার্ন । বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন বলেছিলেন । তবে সেই বক্তব্য থেকে সরে এলেন ইউনিভার্স বস । ভারতের মুখোমুখি হওয়ার আগে এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছেন, বিশ্বকাপের পরেও ভারতের বিপক্ষে হোম সিরিজ়ে খেলতে চান তিনি ।

আজ এক সাংবাদিক সম্মেলনে গেইল জানান, বিশ্বকাপের পর অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাবে ভারত । সেই সিরিজ়ে ওয়ানডে এবং টেস্ট খেলে তবেই অবসর নেবেন গেইল । বলেন, "বিশ্বকাপের পরে আমার পরিকল্পনা... হয়তো ভারতের বিপক্ষে আর একটা টেস্ট খেলব । আর ওয়ানডে তো অবশ্যই খেলব । তবে T-২০ খেলব না ।"

তবে বিশ্বকাপের আগে গেইল বলেছিলেন, "বিশ্বকাপ দিয়েই 50 ওভারের ক্রিকেটকে বিদায় বলতে চাই । তরুণদের সুযোগ করে দিতে চাই । স্ট্যান্ডে বসে উৎসাহ দিয়ে যেতে চাই ।"


New Delhi, June 26 (ANI): United States and India's
partnership is beginning to reach new heights, including our defence corporation and our common vision for free and open Indo-Pacific, said United States Secretary of State Mike Pompeo at a press conference in Delhi. He further added, "We can see each other (US and India) not just as bilateral partners, but something much bigger than that, so that we can help each other all around the world."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.