ম্যানচেস্টার, 18 জুন : বিশ্বকাপে রেকর্ড করলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান । একটা ম্যাচে মারলেন 17টা ছয় । এর আগে একদিনের ক্রিকেটে এই রেকর্ডের অধিকারী ছিলেন রোহিত শর্মা, ডিভিলিয়ার্স ও ক্রিস গেইল । সবার দখলে ছিল 16টা করে ছয় মারার রেকর্ড ।
আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নামেন ইয়ন মর্গ্যান । মাত্র 71 বলে করেন 148 রান । তাঁর ইনিংস সাজানো ছিল 17টা ছয় ও 4টে চার দিয়ে । অর্থাৎ ছয় মেরেই 102 রান তোলেন তিনি । পাশাপাশি আজকের ম্যাচে বিশ্বকাপে কোনও দেশের হয়ে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড গড়ল ইংল্যান্ড । আজ ইংল্যান্ড মোট ছয় মেরেছে 25টি । এর আগে এই রেকর্ড ছিল উইন্ডিজ়ের দখলে । 2015 সালের বিশ্বকাপে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে 19টি ছয় মেরেছিল ।
-
#EoinMorgan smashed 17 sixes in his sensational innings against Afghanistan today!
— Cricket World Cup (@cricketworldcup) June 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
DOWNLOAD THE #CWC19 APP TO WATCH HIS HITS NOW ⬇️
APPLE 👉 https://t.co/whJQyCahHr
ANDROID 👉 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/LGiXwPJDhX
">#EoinMorgan smashed 17 sixes in his sensational innings against Afghanistan today!
— Cricket World Cup (@cricketworldcup) June 18, 2019
DOWNLOAD THE #CWC19 APP TO WATCH HIS HITS NOW ⬇️
APPLE 👉 https://t.co/whJQyCahHr
ANDROID 👉 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/LGiXwPJDhX#EoinMorgan smashed 17 sixes in his sensational innings against Afghanistan today!
— Cricket World Cup (@cricketworldcup) June 18, 2019
DOWNLOAD THE #CWC19 APP TO WATCH HIS HITS NOW ⬇️
APPLE 👉 https://t.co/whJQyCahHr
ANDROID 👉 https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/LGiXwPJDhX
আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইওন মর্গ্যান । তবে ওপেনিং জুটি বড় রান তুলতে ব্যর্থ হয় । মাত্র 44 রান তোলে জেমস ভিন্স ও জনি বেয়ারস্টো জুটি । এরপর ম্যাচের হাল ধরেন বেয়ারস্টো ও জো রুট । বেয়ারস্টো করেন 90 রান । রুট করেন 88 রান । নির্ধারিত 50 ওভারের শেষে ইংল্যান্ডের রান 397 ।