ETV Bharat / sports

শুধু ছয়েই শতরান মর্গ্যানের

ছয় মেরেই 102 রান তোলেন তিনি । ভাঙলেন রোহিত শর্মা, ডিভিলিয়ার্স ও গেইলের রেকর্ড ।

morgan
author img

By

Published : Jun 18, 2019, 7:38 PM IST

ম্যানচেস্টার, 18 জুন : বিশ্বকাপে রেকর্ড করলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান । একটা ম্যাচে মারলেন 17টা ছয় । এর আগে একদিনের ক্রিকেটে এই রেকর্ডের অধিকারী ছিলেন রোহিত শর্মা, ডিভিলিয়ার্স ও ক্রিস গেইল । সবার দখলে ছিল 16টা করে ছয় মারার রেকর্ড ।

আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নামেন ইয়ন মর্গ্যান । মাত্র 71 বলে করেন 148 রান । তাঁর ইনিংস সাজানো ছিল 17টা ছয় ও 4টে চার দিয়ে । অর্থাৎ ছয় মেরেই 102 রান তোলেন তিনি । পাশাপাশি আজকের ম্যাচে বিশ্বকাপে কোনও দেশের হয়ে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড গড়ল ইংল্যান্ড । আজ ইংল্যান্ড মোট ছয় মেরেছে 25টি । এর আগে এই রেকর্ড ছিল উইন্ডিজ়ের দখলে । 2015 সালের বিশ্বকাপে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে 19টি ছয় মেরেছিল ।

আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইওন মর্গ্যান । তবে ওপেনিং জুটি বড় রান তুলতে ব্যর্থ হয় । মাত্র 44 রান তোলে জেমস ভিন্স ও জনি বেয়ারস্টো জুটি । এরপর ম্যাচের হাল ধরেন বেয়ারস্টো ও জো রুট । বেয়ারস্টো করেন 90 রান । রুট করেন 88 রান । নির্ধারিত 50 ওভারের শেষে ইংল্যান্ডের রান 397 ।

ম্যানচেস্টার, 18 জুন : বিশ্বকাপে রেকর্ড করলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান । একটা ম্যাচে মারলেন 17টা ছয় । এর আগে একদিনের ক্রিকেটে এই রেকর্ডের অধিকারী ছিলেন রোহিত শর্মা, ডিভিলিয়ার্স ও ক্রিস গেইল । সবার দখলে ছিল 16টা করে ছয় মারার রেকর্ড ।

আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নামেন ইয়ন মর্গ্যান । মাত্র 71 বলে করেন 148 রান । তাঁর ইনিংস সাজানো ছিল 17টা ছয় ও 4টে চার দিয়ে । অর্থাৎ ছয় মেরেই 102 রান তোলেন তিনি । পাশাপাশি আজকের ম্যাচে বিশ্বকাপে কোনও দেশের হয়ে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড গড়ল ইংল্যান্ড । আজ ইংল্যান্ড মোট ছয় মেরেছে 25টি । এর আগে এই রেকর্ড ছিল উইন্ডিজ়ের দখলে । 2015 সালের বিশ্বকাপে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে 19টি ছয় মেরেছিল ।

আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইওন মর্গ্যান । তবে ওপেনিং জুটি বড় রান তুলতে ব্যর্থ হয় । মাত্র 44 রান তোলে জেমস ভিন্স ও জনি বেয়ারস্টো জুটি । এরপর ম্যাচের হাল ধরেন বেয়ারস্টো ও জো রুট । বেয়ারস্টো করেন 90 রান । রুট করেন 88 রান । নির্ধারিত 50 ওভারের শেষে ইংল্যান্ডের রান 397 ।

New Delhi, June 18, ANI: Prior to the India-Pakistan match on Sunday, Ranveer Singh turned into a commentator and talked about the weather conditions and the vibe of the crowd in Manchester and now going on a picture sharing spree, Ranveer posted images of his meet and greet session with the players on Instagram. He also kept batsman KL Rahul in the loop and posted a picture of the two as they posed for a selfie. Cricket buff Ranveer made his commentary debut alongside former ace cricketers Sunil Gavaskar and Virender Sehwag for ICC Cricket World Cup 2019. Prepping for his upcoming film '83' based on the life of the legendary actor Kapil Dev, Ranveer is leaving no stone unturned. Kapil captained the Indian cricket team when they lifted the World Cup in 1983. Kabir Khan's directorial will hit the theatres next year on April 10.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.