ETV Bharat / sports

ধারাবাহিকতার অভাব কাটিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন ইংল্যান্ডের

বলা হচ্ছে এবারের ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ সবথেকে শক্তিশালী । তা তারা প্রথম ম্যাচে প্রমাণ করেছে । কিন্তু ধারাবাহিকতা রাখতে ব্যর্থ ইংল্যান্ড ।

2
author img

By

Published : May 31, 2019, 2:00 PM IST

Updated : May 31, 2019, 2:48 PM IST

লন্ডন, 31 মে : বারবার তিনবার । লক্ষ্যের কাছে গিয়েও শেষ হাসি হাসতে ব্যর্থ ইংল্যান্ড । ক্রিকেটের জন্ম তাদের দেশে । বিশ্বকাপের পথ চলাও তাদের দেশে । অথচ ক্রিকেট দেবতা কোনও এক অজ্ঞাত কারণে ইংল্যান্ডের প্রতি সদয় নন । তাই তিন তিনবার ফাইনালে উঠেও সিংহবাহিনী ব্যর্থ ।

icc
ফোটো সৌজন্যে ICC

20 বছর পর ফের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড । রাণির দেশে তাই স্লোগান উঠেছে "ওয়ার্ল্ড কাপ স্টেয়িং হোম" । এই স্লোগান ওঠার কারণ রয়েছে যথেষ্ট । সাম্প্রতিককালে ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে । পাঁচ দিনের খেলা হোক বা সীমিত ওভারের ম্যাচ ইংলিশ ক্রিকেটারদের পারফরম্যান্সে যেন সিংহ গর্জন । বলা হচ্ছে এবারের ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ সবথেকে শক্তিশালী । তা তারা প্রথম ম্যাচে প্রমাণ করেছে । পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা 350-রও বেশি রান তুলেছে । জেসন রয়, ইয়ন মরগ্যান, জনি বেয়ারস্টো, জস বাটলাররা দারুণ ফর্মে রয়েছেন । বড় ইনিংস গড়া বা বড় রান তাড়া করার ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছেন । তাই যেকোনও দলের কাছেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দুঃস্বপ্নের কারণ ।

বলা হয় সীমিত ওভারের সাফল্য লুকিয়ে থাকে অলরাউন্ড পারফরম্যান্সে । ব্যাটসম্যানদের সঙ্গে বেন স্টোকস, মইন আলি, টম কারান, জোফ্রে আর্চারদের মতো অলরাউন্ডারের উপস্থিতি ইংল্যান্ড দলের গভীরতা বাড়িয়েছে । ইংলিশ কন্ডিশনে দলের পেসারদের সঙ্গে মইন আলি ও আদিল রশিদের স্পিন বোলিং ইংল্যান্ডের বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়িয়েছে । ইয়ন মরগ্যানের টিম আপাতভাবে দুর্ভেদ্য মনে হলেও দুর্বলতাও রয়েছে । ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেটকে নিয়ে গড়া ইংল্যান্ডের পেস আক্রমণ অনভিজ্ঞ, যা চিন্তার কারণ হতে পারে । ব্যাটিং বিভাগে টপ অর্ডার দুরন্ত পারফরম্যান্স করলেও মিডল অর্ডারে সেই নির্ভরযোগ্যতা নেই । একইভাবে দারুণভাবে শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারে না ইংল্যান্ড । ফলে বড় টুর্নামেন্টে সাফল্যের হার কম । ঘরের মাঠে চেনা পরিবেশে খেলা । ফলে চ্যাম্পিয়ন হওয়ার জোরালো দাবিদার মনে করা হচ্ছে । প্রত্যাশার এই চাপ বুমেরাং হতে পারে । যদিও ইংল্যান্ডের কোচ থেকে অধিনায়ক সকলেই বলছেন তারা নিজেদের ছাপিয়ে যেতে চান । জনি বেয়ারস্টোরর বিধ্বংসী ফর্ম ইংল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছে । IPL-এ সানরাইজ়ার্সের হয়ে দুরন্ত ব্যাটিংয়ের পর দেশের হয়ে একইরকম ছন্দে রয়েছেন । ফলে কাপ ছোঁয়ার আশায় বুক বাঁধছে ইংল্যান্ডের ক্রিকেট ভক্তরা ।

লন্ডন, 31 মে : বারবার তিনবার । লক্ষ্যের কাছে গিয়েও শেষ হাসি হাসতে ব্যর্থ ইংল্যান্ড । ক্রিকেটের জন্ম তাদের দেশে । বিশ্বকাপের পথ চলাও তাদের দেশে । অথচ ক্রিকেট দেবতা কোনও এক অজ্ঞাত কারণে ইংল্যান্ডের প্রতি সদয় নন । তাই তিন তিনবার ফাইনালে উঠেও সিংহবাহিনী ব্যর্থ ।

icc
ফোটো সৌজন্যে ICC

20 বছর পর ফের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড । রাণির দেশে তাই স্লোগান উঠেছে "ওয়ার্ল্ড কাপ স্টেয়িং হোম" । এই স্লোগান ওঠার কারণ রয়েছে যথেষ্ট । সাম্প্রতিককালে ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে । পাঁচ দিনের খেলা হোক বা সীমিত ওভারের ম্যাচ ইংলিশ ক্রিকেটারদের পারফরম্যান্সে যেন সিংহ গর্জন । বলা হচ্ছে এবারের ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ সবথেকে শক্তিশালী । তা তারা প্রথম ম্যাচে প্রমাণ করেছে । পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা 350-রও বেশি রান তুলেছে । জেসন রয়, ইয়ন মরগ্যান, জনি বেয়ারস্টো, জস বাটলাররা দারুণ ফর্মে রয়েছেন । বড় ইনিংস গড়া বা বড় রান তাড়া করার ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছেন । তাই যেকোনও দলের কাছেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দুঃস্বপ্নের কারণ ।

বলা হয় সীমিত ওভারের সাফল্য লুকিয়ে থাকে অলরাউন্ড পারফরম্যান্সে । ব্যাটসম্যানদের সঙ্গে বেন স্টোকস, মইন আলি, টম কারান, জোফ্রে আর্চারদের মতো অলরাউন্ডারের উপস্থিতি ইংল্যান্ড দলের গভীরতা বাড়িয়েছে । ইংলিশ কন্ডিশনে দলের পেসারদের সঙ্গে মইন আলি ও আদিল রশিদের স্পিন বোলিং ইংল্যান্ডের বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়িয়েছে । ইয়ন মরগ্যানের টিম আপাতভাবে দুর্ভেদ্য মনে হলেও দুর্বলতাও রয়েছে । ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেটকে নিয়ে গড়া ইংল্যান্ডের পেস আক্রমণ অনভিজ্ঞ, যা চিন্তার কারণ হতে পারে । ব্যাটিং বিভাগে টপ অর্ডার দুরন্ত পারফরম্যান্স করলেও মিডল অর্ডারে সেই নির্ভরযোগ্যতা নেই । একইভাবে দারুণভাবে শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারে না ইংল্যান্ড । ফলে বড় টুর্নামেন্টে সাফল্যের হার কম । ঘরের মাঠে চেনা পরিবেশে খেলা । ফলে চ্যাম্পিয়ন হওয়ার জোরালো দাবিদার মনে করা হচ্ছে । প্রত্যাশার এই চাপ বুমেরাং হতে পারে । যদিও ইংল্যান্ডের কোচ থেকে অধিনায়ক সকলেই বলছেন তারা নিজেদের ছাপিয়ে যেতে চান । জনি বেয়ারস্টোরর বিধ্বংসী ফর্ম ইংল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছে । IPL-এ সানরাইজ়ার্সের হয়ে দুরন্ত ব্যাটিংয়ের পর দেশের হয়ে একইরকম ছন্দে রয়েছেন । ফলে কাপ ছোঁয়ার আশায় বুক বাঁধছে ইংল্যান্ডের ক্রিকেট ভক্তরা ।

Intro:খেলা উপভোগ কর, সুনীল ছেত্রীর পরামর্শে স্বপ্নপূরণ সোসাইরাজের

কলকাতা,৩০ মেঃ আইডল সুনীল ছেত্রীর কাছ থেকে পরামর্শ পেয়ে আপ্লুত সোসাইরাজ। চেন্নাইয়ের তরুন স্ট্রাইকার ইগর স্টিমাচের ভারতীয় দলের শিবিরে রয়েছেন। সেখানেই সুনীল ছেত্রীর সঙ্গে প্রথমবার পরিচয় হয়েছে। ছোটবেলায় যার খেলা দেখে ফুটবলকে আঁকড়ে ধরেছিলেন সেই সুনীল ছেত্রীর সঙ্গে পরিচিত হওয়া সোসাইরাজের স্বপ্নপূরণ। “অন্য সকলের মত আমিও সুনীল ছেত্রীর খেলার ভক্ত। ওকে দেখেই অনুপ্রাণিত হয়েছি। তাই ওঁর সঙ্গে পরিচয় হওয়া আমার জীবনের অন্যতম প্রিয় স্মৃতি,” বলেছেন সোসাইরাজ। ভারতীয় দল এখন কিংস কাপের প্রস্তুতিতে ব্যস্ত। সেই শিবিরে রয়েছেন সোসাইরাজও। তরুন স্ট্রাইকারকে ভালো খেলার মূল্যবান পরামর্শ দিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। “আমাকে চাপ না নিয়ে খোলা মনে খেলা উপভোগ করার কথা বলেছে সুনীলভাই। প্রথমবার ভারতীয় দলের শিবিরে খেলতে আসা নিয়ে চিন্তা করার বদলে মাঠে সেরাটা দিতে বলেছেন,” ছোটবেলার আইডলের সঙ্গে প্রথম আলাপচারিতা এভাবেই বলেছেন সোসাইরাজ। আইএসএলে জামশেদপুর এফসির হয়ে চারটে গোল করা ছাড়াও পাঁচটি গোলে অ্যাসিস্ট করেছেন চেন্নাইয়ের স্ট্রাইকার।
কিংস কাপের জন্য ৩৭ জন ফুটবলারকে ডাকা হয়েছে। চুড়ান্ত দলে ২৩জন জায়গা পাবেন। প্রথমবার ভারতীয় শিবিরে যোগ দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে সোসাইরাজ বলেছেন,ভালো ভালো ফুটবলাররা এসেছেন। ফলে চুড়ান্ত দলে সুযোগ পাওয়ার লড়াইটা কঠিন। তাই সেরাটা নিংড়ে দেওয়া ছাড়া উপায় নেই।
২৪ বছর বয়সী স্ট্রাইকার বলছেন জাতীয় দলের শিবিরে অভিজ্ঞতা আগামী দিনে ভালো খেলতে সাহায্য করবে। দাদা রিজিন মাইকেলকে দেখে খেলা শুরু করেছিলেন। দাদাই অনুপ্রেরণা বলে জানিয়েছেন সোসাইরাজ।Body:SosairajConclusion:
Last Updated : May 31, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.