ETV Bharat / sports

"বেশি আবেগ" দিয়ে আমরা পাকিস্তান ম্যাচ খেলি না : বিরাট - rohit sharma

বিরাট কোহলির বক্তব্য, "এই ম্যাচটি আবেগের থেকে বেশি পেশাদারিত্বের ।"

বিরাট কোহলি
author img

By

Published : Jun 17, 2019, 10:15 AM IST

ম্যানচেস্টার, 17 জুন : ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে প্রতিবারই বাড়তি উত্তেজনা তৈরি হয় । তা সে খেলোয়াড় হোক বা সমর্থক । প্রাক্তন খেলোয়াড়দের অভিমত, যে দলের খেলোয়াড়রা নিজেদের চাপমুক্ত রাখতে পারেন সেই দলই বাজিমাত করে । তা সত্ত্বেও প্রতিটি খেলোয়াড়ই মহারণের দিন বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হয় । যদিও সেই ধারণায় বিশ্বাসী নন বিরাট কোহলি । তাঁর বক্তব্য, "এই ম্যাচটি আবেগের থেকে বেশি পেশাদারিত্বের ।"

গতকাল ম্যানচেস্টারে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানকে 89 রানে হারায় ভারত । এই নিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা সাতটি ম্যাচে জিতল । ম্যাচের পর বিরাট বলেন, "আমার মনে হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে ওরা (পাকিস্তান) আমাদের উড়িয়ে দিয়েছিল । সেটা ছাড়া ওদের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি । কিন্তু আপনি যদি খুব বেশি আবেগ দিয়ে ম্যাচে খেলেন, তাহলে মাঠে সমস্যা হবে । "

বর্তমান যুগে বিরাটের নিজের টিমের মধ্যে পেশাদারিত্বের মনোভাব ঢুকিয়ে দিয়েছেন । বিরাট বলেন, "আমরা কখনও সমর্থকদের দিক থেকে ম্যাচটি দেখি না । ক্রিকেটার হিসেবে আমাদের পেশাদার হওয়া উচিত । আর মাঠে কী করা দরকার তা বোঝা উচিত ।"

ম্যানচেস্টার, 17 জুন : ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে প্রতিবারই বাড়তি উত্তেজনা তৈরি হয় । তা সে খেলোয়াড় হোক বা সমর্থক । প্রাক্তন খেলোয়াড়দের অভিমত, যে দলের খেলোয়াড়রা নিজেদের চাপমুক্ত রাখতে পারেন সেই দলই বাজিমাত করে । তা সত্ত্বেও প্রতিটি খেলোয়াড়ই মহারণের দিন বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হয় । যদিও সেই ধারণায় বিশ্বাসী নন বিরাট কোহলি । তাঁর বক্তব্য, "এই ম্যাচটি আবেগের থেকে বেশি পেশাদারিত্বের ।"

গতকাল ম্যানচেস্টারে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানকে 89 রানে হারায় ভারত । এই নিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা সাতটি ম্যাচে জিতল । ম্যাচের পর বিরাট বলেন, "আমার মনে হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে ওরা (পাকিস্তান) আমাদের উড়িয়ে দিয়েছিল । সেটা ছাড়া ওদের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি । কিন্তু আপনি যদি খুব বেশি আবেগ দিয়ে ম্যাচে খেলেন, তাহলে মাঠে সমস্যা হবে । "

বর্তমান যুগে বিরাটের নিজের টিমের মধ্যে পেশাদারিত্বের মনোভাব ঢুকিয়ে দিয়েছেন । বিরাট বলেন, "আমরা কখনও সমর্থকদের দিক থেকে ম্যাচটি দেখি না । ক্রিকেটার হিসেবে আমাদের পেশাদার হওয়া উচিত । আর মাঠে কী করা দরকার তা বোঝা উচিত ।"


Jammu (JandK), May 1 (ANI): It is true that dog is man's best friend. The trained dogs in Army are called 'The silent warriors' for a reason. They are the eyes and ears of Army units along the Line of Control. These dogs are specially trained to do five different kinds of duties- mine detectors, explosive detectors, tracker dogs, guard dogs and assault dogs. Many dogs have sacrificed their lives to save the lives of Army men. Strict routine is followed with balanced diet, regular medical check-up and vaccination. During many encounters and search operations in Jammu and Kashmir, these dogs have tracked IEDs planted by terrnorists and have saved many lives.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.