ETV Bharat / sports

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন - world cup

কাঁধের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন

ডেল স্টেইন
author img

By

Published : Jun 4, 2019, 5:11 PM IST

Updated : Jun 4, 2019, 7:11 PM IST

লন্ডন, 4 জুন : ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে। কাঁধের চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে প্রধান অস্ত্র ডেল স্টেইন। তাঁর পরিবর্তে দলে এলেন বাঁ হাতি পেসার বেউরান হেনড্রিকস।

কাঁধের সমস্যার জন্য বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে স্টেইনকে বাইরে রেখেই দল নামিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই হেরে যায় প্রোটিয়া শিবির।

তৃতীয় ম্যাচে সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। পর পর দুটো ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে প্রোটিয়ারা। সেই সঙ্গে স্টেইনের ছিটকে যাওয়া তাঁদের বিশ্বকাপ অভিযানে বড় ধাক্কা দিল।

দীর্ঘ দিন ধরে কাঁধের সমস্যায় ভুগছেন স্টেইন। 2016 সালে তাঁর কাঁধে অপারেশন হয়। এর পর তাঁর কাঁধের সমস্যা বার বার ফিরে এসেছে। দক্ষিণ আফ্রিকা শিবিরের আশঙ্কা কাঁধের চোটে ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে স্টেইনের।

লন্ডন, 4 জুন : ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে। কাঁধের চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে প্রধান অস্ত্র ডেল স্টেইন। তাঁর পরিবর্তে দলে এলেন বাঁ হাতি পেসার বেউরান হেনড্রিকস।

কাঁধের সমস্যার জন্য বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে স্টেইনকে বাইরে রেখেই দল নামিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই হেরে যায় প্রোটিয়া শিবির।

তৃতীয় ম্যাচে সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। পর পর দুটো ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে প্রোটিয়ারা। সেই সঙ্গে স্টেইনের ছিটকে যাওয়া তাঁদের বিশ্বকাপ অভিযানে বড় ধাক্কা দিল।

দীর্ঘ দিন ধরে কাঁধের সমস্যায় ভুগছেন স্টেইন। 2016 সালে তাঁর কাঁধে অপারেশন হয়। এর পর তাঁর কাঁধের সমস্যা বার বার ফিরে এসেছে। দক্ষিণ আফ্রিকা শিবিরের আশঙ্কা কাঁধের চোটে ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে স্টেইনের।

New Delhi, Jun 04 (ANI): A resident of Nehru camp, Govindpuri was beaten to death, allegedly after he slapped another man for urinating near his residence last night. Police said, "Leelu slapped Maan Singh for urinating near his residence and a scuffle broke out in which Leelu got injured and died." 2 persons have been arrested in connection with the case.

Last Updated : Jun 4, 2019, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.