ETV Bharat / sports

'শুয়োরের মতো মোটা হচ্ছেন কেন ?' সরফরাজ়কে টিপ্পনি পাকিস্তান সমর্থকের - shoaib akhtar

শরীর নিয়ে ফের একবার টিপ্পনি শুনলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ় আহমেদ । তাঁকে এক সমর্থক বলেন, "আপনি শুয়োরের মতো মোটা হচ্ছেন কেন ?"

সরফরাজ়
author img

By

Published : Jun 22, 2019, 12:44 AM IST

দিল্লি, 22 জুন : খারাপ সময় পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ় আহমেদের । একে তো ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে । পারফরমেন্সও তথৈবচ । দুইয়ে মিলে বেশ চাপে সরফরাজ় । শোয়েব আখতার থেকে শুরু করে দেশের অন্য প্রাক্তন ক্রিকেটাররা সরফরাজ়ের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন । শোয়েব তো বলেই দিয়েছেন, "এইরকম বাজে অধিনায়ক পাকিস্তান আগে কখনও পায়নি ।" সেইসঙ্গে সরফরাজ়ের শরীর নিয়েও টিপ্পনি চলছে অনবরত ।

আরও খবর : স্বপ্নের ফর্মে শাকিব, জানেন বিশ্বকাপের সেরার তালিকায় কারা ?

সরফরাজ়কে অধিনায়ক করা নিয়ে বরাবরই আপত্তি ছিল প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব আখতারের । বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পর তিনি অধিনায়কত্বের পাশাপাশি সরফরাজ়ের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন । বলেছিলেন, "এরকম মোটা অধিনায়ক দেখিনি ।" এবার ভারতের বিরুদ্ধে হারের পর সরফরাজ়ের ফিটনেস নিয়ে টিপ্পনি কাটলেন এক পাকিস্তানি সমর্থক ।

আরও খবর : পাকিস্তান ক্রিকেট দলকে ব্যান করা হোক, দাখিল পিটিশন

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক সৈয়দ রাজ়া মেহদি । দেখা যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে ম্যানচেস্টারের একটি মলে ঢুকছিলেন সরফরাজ় । সেসময় এক ব্যক্তি তাঁকে বলেন, 'আপনি শুয়োরের মতো মোটা কেন হচ্ছেন ?' কথাটা শুনে একবার ফিরে তাকান পাকিস্তান অধিনায়ক । পরে কিছু না বলেই এগিয়ে যান ।

  • A shameful act by a Pakistani fan with captain Sarfaraz Ahmed, this is how we treat our National Heros. Highly condemnable!! 😡 pic.twitter.com/WzAj0RaFI7

    — Syed Raza Mehdi (@SyedRezaMehdi) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই পাকিস্তান সমর্থকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ়া । তাঁর কথায়, "খেলায় হার-জিত আছে । তবে, দেশের অধিনায়ককে এভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না ।"

দিল্লি, 22 জুন : খারাপ সময় পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ় আহমেদের । একে তো ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে । পারফরমেন্সও তথৈবচ । দুইয়ে মিলে বেশ চাপে সরফরাজ় । শোয়েব আখতার থেকে শুরু করে দেশের অন্য প্রাক্তন ক্রিকেটাররা সরফরাজ়ের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন । শোয়েব তো বলেই দিয়েছেন, "এইরকম বাজে অধিনায়ক পাকিস্তান আগে কখনও পায়নি ।" সেইসঙ্গে সরফরাজ়ের শরীর নিয়েও টিপ্পনি চলছে অনবরত ।

আরও খবর : স্বপ্নের ফর্মে শাকিব, জানেন বিশ্বকাপের সেরার তালিকায় কারা ?

সরফরাজ়কে অধিনায়ক করা নিয়ে বরাবরই আপত্তি ছিল প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব আখতারের । বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পর তিনি অধিনায়কত্বের পাশাপাশি সরফরাজ়ের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন । বলেছিলেন, "এরকম মোটা অধিনায়ক দেখিনি ।" এবার ভারতের বিরুদ্ধে হারের পর সরফরাজ়ের ফিটনেস নিয়ে টিপ্পনি কাটলেন এক পাকিস্তানি সমর্থক ।

আরও খবর : পাকিস্তান ক্রিকেট দলকে ব্যান করা হোক, দাখিল পিটিশন

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক সৈয়দ রাজ়া মেহদি । দেখা যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে ম্যানচেস্টারের একটি মলে ঢুকছিলেন সরফরাজ় । সেসময় এক ব্যক্তি তাঁকে বলেন, 'আপনি শুয়োরের মতো মোটা কেন হচ্ছেন ?' কথাটা শুনে একবার ফিরে তাকান পাকিস্তান অধিনায়ক । পরে কিছু না বলেই এগিয়ে যান ।

  • A shameful act by a Pakistani fan with captain Sarfaraz Ahmed, this is how we treat our National Heros. Highly condemnable!! 😡 pic.twitter.com/WzAj0RaFI7

    — Syed Raza Mehdi (@SyedRezaMehdi) June 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই পাকিস্তান সমর্থকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ়া । তাঁর কথায়, "খেলায় হার-জিত আছে । তবে, দেশের অধিনায়ককে এভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না ।"


Southampton (UK), Jun 21, ANI: Afghanistan cricket team captain, Gulbadin Naib during a press conference today, said that he feels proud that his team is among the top ten teams now and is happy that the team is still growing. On being asked that how disappointing it is for the team to not performing that well in this World Cup this far he said, "World Cup is a high ranking tournament and every team is not easy to play with but we do have a good chance to beat Sri Lanka. We are trying to put our best efforts. In the previous match with England, we did make 50 over's but due to bad luck we lost the match." When asked how the team is focusing on the game, the player chose not to comment.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.