ETV Bharat / sports

"বলিদান ব্যাজ" পরা যাবে না, কড়া নির্দেশ ICC-র - bcci

পোশাক ও কোনও সরঞ্জামে কোনও প্লেয়ার লোগো ব্যবহার করতে পারবে না । BCCI-কে জানায় ICC ।

a
author img

By

Published : Jun 7, 2019, 9:46 PM IST

Updated : Jun 7, 2019, 10:05 PM IST

মুম্বই, 7 জুন : ধোনির গ্লাভস ইশুতে BCCI-এর দাবি খারিজ করে দিল ICC । পোশাক ও সরঞ্জামে কোনও ক্রিকেটার কোনওরকম লোগো ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর ব্যাজে লাগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । এই চিহ্নকে সেনাবাহিনীর সদস্যরা বলে থাকেন ফ্লাইং ড্যাগার বা বলিদান । ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল । তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয় ।

ত্রিশূল লাগানো গ্লাভসের ছবি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নজরে পড়ে । বিশেষ করে সেটি নজরে আসে ফেলুকাওকে স্ট্যাম্প করার সময় । এরপর টুইটারে ধোনির এই পদক্ষেপ প্রশংসায় ভরে যায় ।

বিষয়টি নজরে আসার পরই হস্তক্ষেপ করে ICC। ভারতীয় বোর্ডকে তারা অনুরোধ জানায়, পরের ম্যাচগুলোতে যেন ধোনি এই প্রতীক সহ মাঠে না নামেন । বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সেই অনুরোধ মানতে চায়নি BCCI । তারা ধোনির পাশেই দাঁড়ায় । চিঠি দিয়ে নিজেদের অবস্থানও জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ।

কিন্তু সেই অনুরোধ বা আর্জি খারিজ করে দিল ICC । নিজেদের রুলবুকের কথা উল্লেখ করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানায়, এটা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ । তাই এই আর্জি মানা সম্ভব নয় ।

এই সংক্রান্ত আরও খবর : ধোনির গ্লাভস থেকে 'বলিদান ব্যাজ' সরানোর নির্দেশ ICC-র

এই সংক্রান্ত আরও খবর : "বলিদান" প্রতীক বিতর্কে ধোনির পাশে BCCI

মুম্বই, 7 জুন : ধোনির গ্লাভস ইশুতে BCCI-এর দাবি খারিজ করে দিল ICC । পোশাক ও সরঞ্জামে কোনও ক্রিকেটার কোনওরকম লোগো ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর ব্যাজে লাগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । এই চিহ্নকে সেনাবাহিনীর সদস্যরা বলে থাকেন ফ্লাইং ড্যাগার বা বলিদান । ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল । তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয় ।

ত্রিশূল লাগানো গ্লাভসের ছবি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নজরে পড়ে । বিশেষ করে সেটি নজরে আসে ফেলুকাওকে স্ট্যাম্প করার সময় । এরপর টুইটারে ধোনির এই পদক্ষেপ প্রশংসায় ভরে যায় ।

বিষয়টি নজরে আসার পরই হস্তক্ষেপ করে ICC। ভারতীয় বোর্ডকে তারা অনুরোধ জানায়, পরের ম্যাচগুলোতে যেন ধোনি এই প্রতীক সহ মাঠে না নামেন । বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সেই অনুরোধ মানতে চায়নি BCCI । তারা ধোনির পাশেই দাঁড়ায় । চিঠি দিয়ে নিজেদের অবস্থানও জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ।

কিন্তু সেই অনুরোধ বা আর্জি খারিজ করে দিল ICC । নিজেদের রুলবুকের কথা উল্লেখ করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানায়, এটা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ । তাই এই আর্জি মানা সম্ভব নয় ।

এই সংক্রান্ত আরও খবর : ধোনির গ্লাভস থেকে 'বলিদান ব্যাজ' সরানোর নির্দেশ ICC-র

এই সংক্রান্ত আরও খবর : "বলিদান" প্রতীক বিতর্কে ধোনির পাশে BCCI

Mumbai, June 07 (ANI): Committee of Administrators (CoA) chief Vinod Rai on Friday backed MS Dhoni on insignia row. He said that insignia worn by Dhoni doesn't has any religious, military, or commercial significance as per the rules of ICC. "So we're going to tell ICC it need not be removed," Rai said. "But in any case if they feel, we'll take permission like we took in case of camouflage caps, because we believe in confirming to norms of the game. If the ICC has a set of norms, we'll go with the norms," Rai added.
Last Updated : Jun 7, 2019, 10:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.