ETV Bharat / sports

'ফেভারিট' ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে হারিয়ে 2019 বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ।

'ফেভারিট' ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া
author img

By

Published : Jun 25, 2019, 11:26 PM IST

Updated : Jun 26, 2019, 12:45 AM IST

লন্ডন, 25 জুন : ইংল্যান্ডকে হারিয়ে 2019 বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া । আজ লর্ডসে গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড 64 রানে হারায় চাপে পড়ল ফেভারিটরা । 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ স্থানে অজ়িরা । অন্যদিকে 7 ম্যাচে 8 পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান ।

টসে জিতে আজ অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক । ব্যাট করতে নেমে অজ়ি অধিনায়ক অ্যারন ফিঞ্চের দুরন্ত শতরান ও ওয়ার্নারের অর্ধ শতরানে এক সময় মনে হয়েছিল তিনশোর গণ্ডি টপকে যাবে অস্ট্রেলিয়া । ওয়ার্নার ব্যক্তিগত 53 রানে ড্রেসিংরুমে ফেরেন । 116 বলে 100 রান করেন অ্যারন ফিঞ্চ । কিন্তু স্লগ ওভারে ইংল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 285 রানে আটকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ।

285 তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের । বেন স্টোকস ছাড়া কেউই তেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি । 115 বলে 89 রান করেন তিনি । অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট নেন জেসন বেহরেন্ডফ । চার উইকেট নেন মিচেল স্টার্ক ।

লন্ডন, 25 জুন : ইংল্যান্ডকে হারিয়ে 2019 বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া । আজ লর্ডসে গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড 64 রানে হারায় চাপে পড়ল ফেভারিটরা । 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ স্থানে অজ়িরা । অন্যদিকে 7 ম্যাচে 8 পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান ।

টসে জিতে আজ অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক । ব্যাট করতে নেমে অজ়ি অধিনায়ক অ্যারন ফিঞ্চের দুরন্ত শতরান ও ওয়ার্নারের অর্ধ শতরানে এক সময় মনে হয়েছিল তিনশোর গণ্ডি টপকে যাবে অস্ট্রেলিয়া । ওয়ার্নার ব্যক্তিগত 53 রানে ড্রেসিংরুমে ফেরেন । 116 বলে 100 রান করেন অ্যারন ফিঞ্চ । কিন্তু স্লগ ওভারে ইংল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 285 রানে আটকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ।

285 তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের । বেন স্টোকস ছাড়া কেউই তেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি । 115 বলে 89 রান করেন তিনি । অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট নেন জেসন বেহরেন্ডফ । চার উইকেট নেন মিচেল স্টার্ক ।


New Delhi, Jun 25 (ANI): MoS Health and Family Welfare, Ashwini Choubey on Acute Encephalitis Syndrome outbreak in Bihar said, "We are keeping an eye on the situation. The team of doctors from Centre and Bihar government is working continuously. The number of deaths has come down. The government is working towards spreading awareness AES." The death toll due to AES epidemic has reached 131 in Bihar's Muzaffarpur district. AES is a viral disease that causes flu-like symptoms such as high fever, vomiting and in extreme cases brain dysfunction.
Last Updated : Jun 26, 2019, 12:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.