লন্ডন, 25 জুন : ইংল্যান্ডকে হারিয়ে 2019 বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া । আজ লর্ডসে গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড 64 রানে হারায় চাপে পড়ল ফেভারিটরা । 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ স্থানে অজ়িরা । অন্যদিকে 7 ম্যাচে 8 পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান ।
টসে জিতে আজ অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক । ব্যাট করতে নেমে অজ়ি অধিনায়ক অ্যারন ফিঞ্চের দুরন্ত শতরান ও ওয়ার্নারের অর্ধ শতরানে এক সময় মনে হয়েছিল তিনশোর গণ্ডি টপকে যাবে অস্ট্রেলিয়া । ওয়ার্নার ব্যক্তিগত 53 রানে ড্রেসিংরুমে ফেরেন । 116 বলে 100 রান করেন অ্যারন ফিঞ্চ । কিন্তু স্লগ ওভারে ইংল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 285 রানে আটকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ।
285 তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের । বেন স্টোকস ছাড়া কেউই তেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি । 115 বলে 89 রান করেন তিনি । অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট নেন জেসন বেহরেন্ডফ । চার উইকেট নেন মিচেল স্টার্ক ।