ETV Bharat / sports

তরুণ ক্রিকেটারদের এই বিষয়টি পছন্দ নয় যুবির - Yuvraj singh thought that young cricketers are more prone to show off in social media

তরুণ ক্রিকেটারদের লোক দেখানো ব্যাপারটা বেশি । অল্পদিনের মধ্যে বেশি জনপ্রিয়তা পাওয়ার লোভেই এমনটা করে থাকে বলে মনে করেন যুবরাজ সিং ।

yuvraj
yuvraj
author img

By

Published : Apr 27, 2020, 5:13 PM IST

মুম্বই, 27 এপ্রিল: ভারতীয় ক্রিকেট দলে প্রতিভার অভাব নেই । একের পর এক নতুন প্রতিভা উঠে আসছে । যাদের দেখে মনে হয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। ট্যালেন্ট নিয়ে কথা বলার জায়গা না থাকলেও বর্তমান সময়ের ক্রিকেটারদের একটি বিষয় না পসন্দ যুবরাজ সিংয়ের ।

জসপ্রীত বুমরার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাট সেশনে ছিলেন যুবি । সেখানে তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গ উঠতেই যুবরাজ বলেন, "ওরা যেটা নয় সোশাল মিডিয়ায় সেটাই তুলে ধরার চেষ্টা করে । এভাবে জনপ্রিয়তা বাড়ানোর প্রবল প্রচেষ্টা দেখা যায় ওদের মধ্যে । এমন অনেককেই দেখেছি যারা বাস্তব জীবনে ভীষণই ভদ্র । কিন্তু সোশাল মিডিয়ায় এসে তাদের রূপ পালটে যায় ।"

বছর 26-এর ভারতীয় স্পিডস্টারও যুবির এই কথায় সায় দিয়েছেন । বুমরা বলেন, "আমি দেখেছি তরুণ ক্রিকেটাররা সোশাল মিডিয়ার থেকে সবকিছুর বৈধতা চায় । যাতে লোকে তাদের খুব ভালো বলে মনে করে । অন্যের মতামতের উপর ভিত্তি করে নিজের ভাবনা পালটে ফেলা ঠিক নয় । তোমার নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা থাকা উচিত যে তুমি যেটা ভাবছ সেটাই সঠিক ।"

মুম্বই, 27 এপ্রিল: ভারতীয় ক্রিকেট দলে প্রতিভার অভাব নেই । একের পর এক নতুন প্রতিভা উঠে আসছে । যাদের দেখে মনে হয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। ট্যালেন্ট নিয়ে কথা বলার জায়গা না থাকলেও বর্তমান সময়ের ক্রিকেটারদের একটি বিষয় না পসন্দ যুবরাজ সিংয়ের ।

জসপ্রীত বুমরার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাট সেশনে ছিলেন যুবি । সেখানে তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গ উঠতেই যুবরাজ বলেন, "ওরা যেটা নয় সোশাল মিডিয়ায় সেটাই তুলে ধরার চেষ্টা করে । এভাবে জনপ্রিয়তা বাড়ানোর প্রবল প্রচেষ্টা দেখা যায় ওদের মধ্যে । এমন অনেককেই দেখেছি যারা বাস্তব জীবনে ভীষণই ভদ্র । কিন্তু সোশাল মিডিয়ায় এসে তাদের রূপ পালটে যায় ।"

বছর 26-এর ভারতীয় স্পিডস্টারও যুবির এই কথায় সায় দিয়েছেন । বুমরা বলেন, "আমি দেখেছি তরুণ ক্রিকেটাররা সোশাল মিডিয়ার থেকে সবকিছুর বৈধতা চায় । যাতে লোকে তাদের খুব ভালো বলে মনে করে । অন্যের মতামতের উপর ভিত্তি করে নিজের ভাবনা পালটে ফেলা ঠিক নয় । তোমার নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা থাকা উচিত যে তুমি যেটা ভাবছ সেটাই সঠিক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.