ETV Bharat / sports

কেরিয়ারের সেরা সময়ে ক্যানসার ধরা পরে, আক্ষেপ যুবির

author img

By

Published : May 17, 2020, 9:18 PM IST

যুবরাজ আরও টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন ৷ কিন্তু ক্যানসারের কারণে তা আর হয়ে ওঠেনি ৷ পিটারসনকে যুবি বলেন, যখন তিনি তাঁর কেরিয়ারের একেবারে শিখরে ছিলেন তখনই তাঁর ক্যানসার ধরা পড়ে ৷

image
যুবরাজ সিং

দিল্লি, 17 মে : নিজের মারণ রোগ নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ তাঁর মতে, ক্যানসারের কারণেই দ্রুত ক্রিকেট কেরিয়ার শেষ করতে হয় ৷ ক্যানসাররের বিরুদ্ধে তাঁর যুদ্ধের কথাও উঠে এল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে ৷

যুবির কথায় তিন আরও টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন ৷ কিন্তু ক্যানসাররের কারণে তা আর হয়ে ওঠেনি ৷ পিটারসনকে যুবি বলেন, যখন তিনি তাঁর কেরিয়ারের একেবারে শিখরে ছিলেন তখনই তাঁর ক্যানসার ধরা পরে ৷

2011 সালে বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট আইকনের ক্যানসার ধরা পরে ৷ যুবি বলে,‘‘এটা এমন একটা অনুভূতি যেটা তুমি শব্দে প্রকাশ করতে পারবে না ৷ যখন এটা ধরা পরে তখন আমি আমার কেরিয়ারের একেবার শিখরে ছিলাম ৷ আমরা বিশ্বকাপ জিতেছিলাম, সৌরভ গঙ্গোপাধ্যায় সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, আমি সেই সময় বেশি করে টেস্ট খেলার দিকে মনোনিবেশ করছি ৷ এমন সময় আমার ক্যানসার ধরা পরে ৷ আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম ৷ কিন্তু যদি কিছু ভালো থাকে আমি তখন যুবক ছিলাম ৷ আমার পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে ৷ তবে আমার মা দারুণভাবে আমাকে সাহস জুগিয়েছিলেন ৷ ’’

যুবরাজ আরও বলেন ,‘‘ আমি ফিরে এসেছিলাম ৷ প্রত্যেকে বলেছিল আমি ফিরতে পারব না ৷ কিন্তু আমি করে দেখিয়েছিলাম ৷ আমি লান্স আমস্ট্রংকে দেখে উজ্জীবিত হয়েছিলাম ৷

কেরিয়ারে ভারতের হয়ে 304টি ওয়ান-ডে ম্যাচ, 58টি টি-20 ম্যাচ ও 40টি টেস্ট খেলেছেন যুবি ৷ তাঁর ব্যাটিং ছাড়াও ফিল্ডিং ও বোলিংয়ের জন্যও ভারতীয় ক্রিকেটে নিজের খ্যাতি তৈরি করেছিলেন তিনি ৷ ভারতের হয়ে 2007 সালের টি-20 বিশ্বকাপ ও 2011 সালের ওয়ান-ডে বিশ্বকাপ জেতেন যুবি ৷ 2007 সালে টি-20 তে ছয় বলে ছটি ছয় মারার রেকর্ডও আছে তাঁর ৷ 2011 সালে ওয়ান-ডে বিশ্বকাপে ম্যান অফ দা টুর্নামেন্ট জেতেন তিনি ৷

দিল্লি, 17 মে : নিজের মারণ রোগ নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ তাঁর মতে, ক্যানসারের কারণেই দ্রুত ক্রিকেট কেরিয়ার শেষ করতে হয় ৷ ক্যানসাররের বিরুদ্ধে তাঁর যুদ্ধের কথাও উঠে এল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে ৷

যুবির কথায় তিন আরও টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন ৷ কিন্তু ক্যানসাররের কারণে তা আর হয়ে ওঠেনি ৷ পিটারসনকে যুবি বলেন, যখন তিনি তাঁর কেরিয়ারের একেবারে শিখরে ছিলেন তখনই তাঁর ক্যানসার ধরা পরে ৷

2011 সালে বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট আইকনের ক্যানসার ধরা পরে ৷ যুবি বলে,‘‘এটা এমন একটা অনুভূতি যেটা তুমি শব্দে প্রকাশ করতে পারবে না ৷ যখন এটা ধরা পরে তখন আমি আমার কেরিয়ারের একেবার শিখরে ছিলাম ৷ আমরা বিশ্বকাপ জিতেছিলাম, সৌরভ গঙ্গোপাধ্যায় সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, আমি সেই সময় বেশি করে টেস্ট খেলার দিকে মনোনিবেশ করছি ৷ এমন সময় আমার ক্যানসার ধরা পরে ৷ আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম ৷ কিন্তু যদি কিছু ভালো থাকে আমি তখন যুবক ছিলাম ৷ আমার পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে ৷ তবে আমার মা দারুণভাবে আমাকে সাহস জুগিয়েছিলেন ৷ ’’

যুবরাজ আরও বলেন ,‘‘ আমি ফিরে এসেছিলাম ৷ প্রত্যেকে বলেছিল আমি ফিরতে পারব না ৷ কিন্তু আমি করে দেখিয়েছিলাম ৷ আমি লান্স আমস্ট্রংকে দেখে উজ্জীবিত হয়েছিলাম ৷

কেরিয়ারে ভারতের হয়ে 304টি ওয়ান-ডে ম্যাচ, 58টি টি-20 ম্যাচ ও 40টি টেস্ট খেলেছেন যুবি ৷ তাঁর ব্যাটিং ছাড়াও ফিল্ডিং ও বোলিংয়ের জন্যও ভারতীয় ক্রিকেটে নিজের খ্যাতি তৈরি করেছিলেন তিনি ৷ ভারতের হয়ে 2007 সালের টি-20 বিশ্বকাপ ও 2011 সালের ওয়ান-ডে বিশ্বকাপ জেতেন যুবি ৷ 2007 সালে টি-20 তে ছয় বলে ছটি ছয় মারার রেকর্ডও আছে তাঁর ৷ 2011 সালে ওয়ান-ডে বিশ্বকাপে ম্যান অফ দা টুর্নামেন্ট জেতেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.