ETV Bharat / sports

মোদির বিরুদ্ধে মন্তব্য, টুইটে আফ্রিদিকে তুলোধোনা যুবরাজ ও রায়নার - afridi

সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদির কিছু মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে করা সেই মন্তব্যের জন্য আফ্রিদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন যুবরাজ ও সুরেশ রায়না

image
যুবি ও রায়না
author img

By

Published : May 19, 2020, 10:24 AM IST

দিল্লি, 18 মে :পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সমালোচনা করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ পাকিস্তানি অলরাউন্ডারের এই ব্যবহার মোটেও ভালো চোখে নেননি প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ও সুরেশ রায়না ৷ টুইট করে আফ্রিদির এই বক্তব্যের নিন্দা করলেন তাঁরা ৷

সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদির কিছু মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেখানে আফ্রিদি বলেছেন,‘‘বিশ্ব এখন বড় অসুখে আক্রান্ত। কিন্তু তার থেকেও বড় অসুখ রয়েছে মোদির মনে। মোদি কাশ্মীরে সাত লাখ সেনা মোতায়েন করেছেন। যা পাকিস্তানের মোট সেনার সমান।’’

  • Really disappointed by @SAfridiOfficial‘s comments on our Hon’b PM @narendramodi ji. As a responsible Indian who has played for the country, I will never accept such words. I made an appeal on your behest for the sake of humanity. But never again.

    Jai Hind 🇮🇳

    — yuvraj singh (@YUVSTRONG12) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফ্রিদির এই মন্তব্যর পর ক্ষোভ দেখা গেছে যুবির গলায় ৷ টুইট করে আফ্রিদিকে তিনি লেখেন, ‘‘আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমন মন্তব্য করা দুর্ভাগ্যজনক ৷ দেশের একজন দায়িত্বশীল নাগরিক ও দেশের হয়ে ক্রিকেট খেলার পর এই মন্তব্য মেনে নেওয়া যায় না ৷’’

  • Gosh! What all a person must do to remain relevant! Even more so for a nation that is living on alms. So, better do something for your failed nation and leave #Kashmir alone. I am a proud Kashmiri and it is and will always remain an inalienable part of India. Jai Hind!🇮🇳❤️💪

    — Suresh Raina🇮🇳 (@ImRaina) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু যুবরাজ নন, আফ্রিদিকে আক্রমণ করেছেন সুরেশ রায়নাও ৷ তিনি টুইটে লেখেন,‘‘ একজন নিজেকে প্রাসঙ্গিক রাখতে কী কী না করেন ? তোমার ব্যর্থ দেশের জন্য কিছু করো ৷ আর কাশ্মীরকে একা থাকতে দাও ৷ আমি একজন গর্বিত কাশ্মীরি ৷ কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে ৷’’

প্রসঙ্গত কয়েকদিন আগেই আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছিলেন যুবরাজ ও হরভাজন ৷ তাদের সাহায্যের হাত বাড়িয়েছিলেন তাঁরা ৷ তবে আফ্রিদির এহেন মন্তব্যের পর দুই ভারতীয় ক্রিকেটারই আর আফ্রিদিকে সাহায্য করবেন না বলেই জানিয়েছেন ৷

দিল্লি, 18 মে :পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সমালোচনা করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ পাকিস্তানি অলরাউন্ডারের এই ব্যবহার মোটেও ভালো চোখে নেননি প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ও সুরেশ রায়না ৷ টুইট করে আফ্রিদির এই বক্তব্যের নিন্দা করলেন তাঁরা ৷

সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদির কিছু মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেখানে আফ্রিদি বলেছেন,‘‘বিশ্ব এখন বড় অসুখে আক্রান্ত। কিন্তু তার থেকেও বড় অসুখ রয়েছে মোদির মনে। মোদি কাশ্মীরে সাত লাখ সেনা মোতায়েন করেছেন। যা পাকিস্তানের মোট সেনার সমান।’’

  • Really disappointed by @SAfridiOfficial‘s comments on our Hon’b PM @narendramodi ji. As a responsible Indian who has played for the country, I will never accept such words. I made an appeal on your behest for the sake of humanity. But never again.

    Jai Hind 🇮🇳

    — yuvraj singh (@YUVSTRONG12) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফ্রিদির এই মন্তব্যর পর ক্ষোভ দেখা গেছে যুবির গলায় ৷ টুইট করে আফ্রিদিকে তিনি লেখেন, ‘‘আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমন মন্তব্য করা দুর্ভাগ্যজনক ৷ দেশের একজন দায়িত্বশীল নাগরিক ও দেশের হয়ে ক্রিকেট খেলার পর এই মন্তব্য মেনে নেওয়া যায় না ৷’’

  • Gosh! What all a person must do to remain relevant! Even more so for a nation that is living on alms. So, better do something for your failed nation and leave #Kashmir alone. I am a proud Kashmiri and it is and will always remain an inalienable part of India. Jai Hind!🇮🇳❤️💪

    — Suresh Raina🇮🇳 (@ImRaina) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু যুবরাজ নন, আফ্রিদিকে আক্রমণ করেছেন সুরেশ রায়নাও ৷ তিনি টুইটে লেখেন,‘‘ একজন নিজেকে প্রাসঙ্গিক রাখতে কী কী না করেন ? তোমার ব্যর্থ দেশের জন্য কিছু করো ৷ আর কাশ্মীরকে একা থাকতে দাও ৷ আমি একজন গর্বিত কাশ্মীরি ৷ কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে ৷’’

প্রসঙ্গত কয়েকদিন আগেই আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছিলেন যুবরাজ ও হরভাজন ৷ তাদের সাহায্যের হাত বাড়িয়েছিলেন তাঁরা ৷ তবে আফ্রিদির এহেন মন্তব্যের পর দুই ভারতীয় ক্রিকেটারই আর আফ্রিদিকে সাহায্য করবেন না বলেই জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.