ETV Bharat / sports

যুবির নয়া চ্যালেঞ্জ সচিনকে - sachin tendulkar

ফের সচিনকে চ্যালেঞ্জ যুবির ৷ তবে এবার চ্যালেঞ্জ আরও কঠিন ৷ চোখ বাঁধা অবস্থায় রুটি বানানোর বেলন করে টেনিস বল নাচিয়ে ভাঙতে হবে যুবির রেকর্ড ৷

image
যুবরাজ সিং
author img

By

Published : May 31, 2020, 6:33 PM IST

মুম্বই, 31 মে : লকডাউনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের দেওয়া চ্যালেঞ্জ অনায়াসেই পার করেছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ৷ সেই চ্যালেঞ্জে ব্যাটের সাইড-প্লেটে করে বল নাচাতে হত ৷ তবে এবার সচিনের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেন যুবি ৷ এবার রান্নাঘরে রুটি বানানোর বেলনে করে বল নাচাতে হবে তাও চোখ বাঁধা অবস্থায় ৷

এর আগে যুবি সচিন সহ আরও ভারতীজয় ক্রিকেটারদেরব্যাটের সাইড প্লেটে করে বল নাচানোর চ্যালেঞ্জ দেন ৷ তবে মাস্টার ব্লাস্টার শুধু সেই চ্যালেঞ্জ পূরণ করেই ক্ষান্ত হননি, যুবিকে একই চ্যালেঞ্জ চোখ বন্ধ অবস্থায় করতে বলেন ৷ তবে যুবরাজ সেই চ্যালেঞ্জকে অন্য মাত্রায় নিয়ে যান ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুবি একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তাঁকে দেখা যায় একটি টেনিস বল রুটি বানানোর বেলনে করে চোখ বাঁধা অবস্থায় নাচাচ্ছেন ৷

ভিডিয়োতে যুবরাজকে বলতে শোনা যায় ,‘‘মাস্টার তুমি মাঠে অনেক রেকর্ড ভেঙেছো ৷ এবার সময় এসেছে কিচেনে আমার 100 রেকর্ড ভাঙার ৷’’ একই সঙ্গে রান্নাঘরের কোনও সরঞ্জামের যেন ক্ষতি না হয়ে সেই দিকটিতেও নজর দিতে বলেছেন যুবি ৷

দেশজুড়ে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় লকডাউন ঘোষণা করা হয় ৷ ফলে নিজেদের সময় কাটানোর জন্য সোশাল মিডিয়াকেই বেছে নিয়েছেন ক্রিকেটাররা ৷ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও লকডাউন থাকায় ছেলে অর্জুনের চুল ছাঁটার ভিডিয়ো পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷

মুম্বই, 31 মে : লকডাউনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের দেওয়া চ্যালেঞ্জ অনায়াসেই পার করেছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ৷ সেই চ্যালেঞ্জে ব্যাটের সাইড-প্লেটে করে বল নাচাতে হত ৷ তবে এবার সচিনের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেন যুবি ৷ এবার রান্নাঘরে রুটি বানানোর বেলনে করে বল নাচাতে হবে তাও চোখ বাঁধা অবস্থায় ৷

এর আগে যুবি সচিন সহ আরও ভারতীজয় ক্রিকেটারদেরব্যাটের সাইড প্লেটে করে বল নাচানোর চ্যালেঞ্জ দেন ৷ তবে মাস্টার ব্লাস্টার শুধু সেই চ্যালেঞ্জ পূরণ করেই ক্ষান্ত হননি, যুবিকে একই চ্যালেঞ্জ চোখ বন্ধ অবস্থায় করতে বলেন ৷ তবে যুবরাজ সেই চ্যালেঞ্জকে অন্য মাত্রায় নিয়ে যান ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুবি একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তাঁকে দেখা যায় একটি টেনিস বল রুটি বানানোর বেলনে করে চোখ বাঁধা অবস্থায় নাচাচ্ছেন ৷

ভিডিয়োতে যুবরাজকে বলতে শোনা যায় ,‘‘মাস্টার তুমি মাঠে অনেক রেকর্ড ভেঙেছো ৷ এবার সময় এসেছে কিচেনে আমার 100 রেকর্ড ভাঙার ৷’’ একই সঙ্গে রান্নাঘরের কোনও সরঞ্জামের যেন ক্ষতি না হয়ে সেই দিকটিতেও নজর দিতে বলেছেন যুবি ৷

দেশজুড়ে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় লকডাউন ঘোষণা করা হয় ৷ ফলে নিজেদের সময় কাটানোর জন্য সোশাল মিডিয়াকেই বেছে নিয়েছেন ক্রিকেটাররা ৷ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও লকডাউন থাকায় ছেলে অর্জুনের চুল ছাঁটার ভিডিয়ো পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.