ETV Bharat / sports

অগাস্টে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর কার্যত অসম্ভব, মত BCCI-এর

অগাস্টের শেষে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-20 সিরিজ় খেলতে যাওয়ার কথা রয়েছে কোহলিদের । সেই সিরিজ় নিয়ে আশাবাদী প্রোটিয়া ক্রিকেট বোর্ড । কিন্তু, তা কার্যত অসম্ভব বলেই মনে করছে BCCI ।

BCCI
BCCI
author img

By

Published : May 21, 2020, 7:40 PM IST

মুম্বই, 21 মে: 50-60 দিন ধরে বাড়িতে বসে ভারতীয় ক্রিকেটাররা । লকডাউন শেষে কবে অনুশীলনে ফিরবেন তাঁরা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি BCCI । এই পরিস্থিতিতে অগাস্টে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর হওয়া কঠিন হবে বলেই মনে করা হচ্ছে ।

অগাস্টের শেষে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-20 সিরিজ় খেলতে যাওয়ার কথা রয়েছে কোহলিদের । সেই সিরিজ় নিয়ে প্রবল আশাবাদী প্রোটিয়া ক্রিকেট বোর্ড । ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর গ্রেম স্মিথ এই সিরিজ় নিয়ে নিয়মিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালাচ্ছেন । কিন্তু অগাস্টের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আশার আলো দেখছে না ভারতীয় বোর্ড । ততদিনে পরিস্থিতি হয়ত স্বাভাবিক হবে কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকবে না বলে মনে করছেন BCCI আধিকারিকরা ।

বোর্ডের এক কর্তা বলেন, "দেখুন, এই সফর হওয়া একপ্রকার অসম্ভব । ফিটনেস ট্রেনিং একরকম বিষয় । আর মাঠে নেমে ব্যাটে-বলে অনুশীলন করা পুরোপুরি আলাদা । 50-60 দিন ধরে ক্রিকেটাররা ব্যাট-বল ছুঁয়েও দেখেনি । সেখানে ওরা আন্তর্জাতিক ম্যাচ খেলবে এটা কী করে আশা করা যায় ? ট্রেনারদের পরামর্শমতো বাড়িতে বসে ফিটনেস লেভেল বজায় রাখা সম্ভব । কিন্তু তার সঙ্গে ব্যাটে-বলে অনুশীলনটাও প্রয়োজন ।" তিনি আরও বলেন, "আমরা আগেও বলেছি যে দ্বিপাক্ষিক সিরিজ় সংক্রান্ত সমস্ত প্রতিশ্রুতি মানবে BCCI । কিন্তু অগাস্টে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর হওয়াটা বেশ কঠিন ।"

কোরোনা সংক্রমণ শুরুর আগে ভারতীয় দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে । মার্চ মাসের মাঝামাঝি সময়ে সেই সিরিজ়ের জন্য তারা এদেশেও এসেছিল । ধরমশালায় টি-20 সিরিজ়ের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর কোরোনা আতঙ্কে স্থগিত হয়ে যায় বাকি দুটি ম্যাচও । তার মধ্যে একটি ম্যাচ ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ।

মুম্বই, 21 মে: 50-60 দিন ধরে বাড়িতে বসে ভারতীয় ক্রিকেটাররা । লকডাউন শেষে কবে অনুশীলনে ফিরবেন তাঁরা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি BCCI । এই পরিস্থিতিতে অগাস্টে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর হওয়া কঠিন হবে বলেই মনে করা হচ্ছে ।

অগাস্টের শেষে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-20 সিরিজ় খেলতে যাওয়ার কথা রয়েছে কোহলিদের । সেই সিরিজ় নিয়ে প্রবল আশাবাদী প্রোটিয়া ক্রিকেট বোর্ড । ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর গ্রেম স্মিথ এই সিরিজ় নিয়ে নিয়মিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালাচ্ছেন । কিন্তু অগাস্টের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আশার আলো দেখছে না ভারতীয় বোর্ড । ততদিনে পরিস্থিতি হয়ত স্বাভাবিক হবে কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকবে না বলে মনে করছেন BCCI আধিকারিকরা ।

বোর্ডের এক কর্তা বলেন, "দেখুন, এই সফর হওয়া একপ্রকার অসম্ভব । ফিটনেস ট্রেনিং একরকম বিষয় । আর মাঠে নেমে ব্যাটে-বলে অনুশীলন করা পুরোপুরি আলাদা । 50-60 দিন ধরে ক্রিকেটাররা ব্যাট-বল ছুঁয়েও দেখেনি । সেখানে ওরা আন্তর্জাতিক ম্যাচ খেলবে এটা কী করে আশা করা যায় ? ট্রেনারদের পরামর্শমতো বাড়িতে বসে ফিটনেস লেভেল বজায় রাখা সম্ভব । কিন্তু তার সঙ্গে ব্যাটে-বলে অনুশীলনটাও প্রয়োজন ।" তিনি আরও বলেন, "আমরা আগেও বলেছি যে দ্বিপাক্ষিক সিরিজ় সংক্রান্ত সমস্ত প্রতিশ্রুতি মানবে BCCI । কিন্তু অগাস্টে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর হওয়াটা বেশ কঠিন ।"

কোরোনা সংক্রমণ শুরুর আগে ভারতীয় দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে । মার্চ মাসের মাঝামাঝি সময়ে সেই সিরিজ়ের জন্য তারা এদেশেও এসেছিল । ধরমশালায় টি-20 সিরিজ়ের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর কোরোনা আতঙ্কে স্থগিত হয়ে যায় বাকি দুটি ম্যাচও । তার মধ্যে একটি ম্যাচ ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.