ETV Bharat / sports

টেস্ট চ্য়াম্পিয়নশিপ তার লক্ষ্য়ে পৌঁছাতে ব্য়র্থ হয়েছে : গ্রেগ বার্কলে

গ্রেগ বার্কলে বলেন, তিনি মনে করেন না টেস্ট চ্য়াম্পিয়নশিপ তার লক্ষ্য়পূরণে সফল হয়েছে ৷ আর এর পিছনে অন্য়তম কারণ হিসেবে কোরোনা সংক্রমণকে দায়ি করেছেন তিনি ৷

world-test-cship-hasnt-achieved-what-it-intended-to-do-icc-chairman-barclay
টেস্ট চ্য়াম্পিয়নশিপ তার লক্ষ্য়ে পৌঁছাতে ব্য়র্থ হয়েছে : গ্রেগ বার্কলে
author img

By

Published : Nov 30, 2020, 3:42 PM IST

দুবাই, 30 নভেম্বর : যে উদ্দেশ্য়ে যে উচ্চাকাঙ্খা নিয়ে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল তা সফল হয়নি ৷ এমনকী কোরোনা সংক্রমণের কারণে তৈরি হওয়া বাধা শুধু এর ব্য়র্থতাই তুলে ধরেছে ৷ এমনটাই মনে করেন ইন্টারন্য়াশনাল ক্রিকেট কাউন্সিলের নব নির্বাচিত চেয়ারম্য়ান গ্রেগ বার্কলে ৷

নভেম্বরের শুরুতেই ICC-র চেয়ারম্য়ান পদের দায়িত্ব নেন তিনি ৷ প্রসঙ্গত কোরোনা সংক্রমণের কারণে ICC টেস্ট চ্য়াম্পিয়নশিপের অন্তর্গত সব টেস্ট সিরিজ়ের সূচি ঘেঁটে গিয়েছে ৷ ফলে 2021-এ লর্ডসে ফাইনালের আগে সেই সব ম্য়াচগুলি শেষ করা সম্ভব নয় ৷ তাই ICC-র তরফে সব দলের খেলা ম্য়াচ অনুযায়ী শতাংশের হিসেবে পয়েন্ট বিচার করা হচ্ছে ৷

সাংবাদিক বৈঠকে গ্রেগ বার্কলে বলেন, তিনি মনে করেন না টেস্ট চ্য়াম্পিয়নশিপ তার লক্ষ্য়পূরণে সফল হয়েছে ৷ আর এর পিছনে অন্য়তম কারণ হিসেবে কোরোনা সংক্রমণকে দায়ি করেছেন তিনি ৷ শুধু তাই নয়, গ্রেগ বার্কলে মনে করেন, বর্তমান ক্রিকেট সূচির তালিকায় প্রচুর সমস্য়া রয়েছে ৷ আর এর প্রধান কারণ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ৷ তাঁর মতে, টেস্ট ফরম্য়াটকে জনপ্রিয় করতে গিয়ে এটা মাঝখান থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷ এমনকী টেস্ট চ্য়াম্পিয়নশিপের জনপ্রিয়তা বাড়াতে অনেক ক্ষেত্রে জবরদস্তি টেস্ট সিরিজ়ের আয়োজন করা হয়েছে বলে মনে করেন গ্রেগ বার্কলে ৷ আর এর পিছনে একমাত্র উদ্দেশ্য় ছিল টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনা ৷ তবে, তত্ত্ব হিসেবে এটা সঠিক হলেও, হাতেকলমে কাজের ক্ষেত্রে এটা ফলপ্রসূ হয়নি বলে মনে করেন তিনি ৷

তিনি বলেন, এটাই টেস্ট চ্য়াম্পিয়নশিপের প্রথম এবং শেষ অধ্য়ায় হতে চলেছে ৷ বার্কলে বলেন, একবার বর্তমান টেস্ট চ্য়াম্পিয়নশিপ শেষ হয়ে গেলে তাঁদের আবারও পরিকল্পনার টেবিলে যেতে হবে ৷ কারণ তাঁর সন্দেহ, যে আজ থেকে চার-পাঁচ বছর পর এই টেস্ট চ্য়াম্পিয়নশিপের কোনও গ্রহণযোগ্য়তা নাও থাকতে পারে ৷ এমনকী ICC-র পুরো সময়ের অনেক সদস্য় রয়েছেন যাঁরা টেস্ট চ্য়াম্পিয়নশিপে খেলার সুযোগ পাচ্ছেন না ৷ তাই টেস্ট ম্য়াচকে জনপ্রিয় করতে অন্য় পথ বেছে নেওয়ার দিকে ভবিষ্য়তে ICC যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

দুবাই, 30 নভেম্বর : যে উদ্দেশ্য়ে যে উচ্চাকাঙ্খা নিয়ে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল তা সফল হয়নি ৷ এমনকী কোরোনা সংক্রমণের কারণে তৈরি হওয়া বাধা শুধু এর ব্য়র্থতাই তুলে ধরেছে ৷ এমনটাই মনে করেন ইন্টারন্য়াশনাল ক্রিকেট কাউন্সিলের নব নির্বাচিত চেয়ারম্য়ান গ্রেগ বার্কলে ৷

নভেম্বরের শুরুতেই ICC-র চেয়ারম্য়ান পদের দায়িত্ব নেন তিনি ৷ প্রসঙ্গত কোরোনা সংক্রমণের কারণে ICC টেস্ট চ্য়াম্পিয়নশিপের অন্তর্গত সব টেস্ট সিরিজ়ের সূচি ঘেঁটে গিয়েছে ৷ ফলে 2021-এ লর্ডসে ফাইনালের আগে সেই সব ম্য়াচগুলি শেষ করা সম্ভব নয় ৷ তাই ICC-র তরফে সব দলের খেলা ম্য়াচ অনুযায়ী শতাংশের হিসেবে পয়েন্ট বিচার করা হচ্ছে ৷

সাংবাদিক বৈঠকে গ্রেগ বার্কলে বলেন, তিনি মনে করেন না টেস্ট চ্য়াম্পিয়নশিপ তার লক্ষ্য়পূরণে সফল হয়েছে ৷ আর এর পিছনে অন্য়তম কারণ হিসেবে কোরোনা সংক্রমণকে দায়ি করেছেন তিনি ৷ শুধু তাই নয়, গ্রেগ বার্কলে মনে করেন, বর্তমান ক্রিকেট সূচির তালিকায় প্রচুর সমস্য়া রয়েছে ৷ আর এর প্রধান কারণ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ৷ তাঁর মতে, টেস্ট ফরম্য়াটকে জনপ্রিয় করতে গিয়ে এটা মাঝখান থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷ এমনকী টেস্ট চ্য়াম্পিয়নশিপের জনপ্রিয়তা বাড়াতে অনেক ক্ষেত্রে জবরদস্তি টেস্ট সিরিজ়ের আয়োজন করা হয়েছে বলে মনে করেন গ্রেগ বার্কলে ৷ আর এর পিছনে একমাত্র উদ্দেশ্য় ছিল টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনা ৷ তবে, তত্ত্ব হিসেবে এটা সঠিক হলেও, হাতেকলমে কাজের ক্ষেত্রে এটা ফলপ্রসূ হয়নি বলে মনে করেন তিনি ৷

তিনি বলেন, এটাই টেস্ট চ্য়াম্পিয়নশিপের প্রথম এবং শেষ অধ্য়ায় হতে চলেছে ৷ বার্কলে বলেন, একবার বর্তমান টেস্ট চ্য়াম্পিয়নশিপ শেষ হয়ে গেলে তাঁদের আবারও পরিকল্পনার টেবিলে যেতে হবে ৷ কারণ তাঁর সন্দেহ, যে আজ থেকে চার-পাঁচ বছর পর এই টেস্ট চ্য়াম্পিয়নশিপের কোনও গ্রহণযোগ্য়তা নাও থাকতে পারে ৷ এমনকী ICC-র পুরো সময়ের অনেক সদস্য় রয়েছেন যাঁরা টেস্ট চ্য়াম্পিয়নশিপে খেলার সুযোগ পাচ্ছেন না ৷ তাই টেস্ট ম্য়াচকে জনপ্রিয় করতে অন্য় পথ বেছে নেওয়ার দিকে ভবিষ্য়তে ICC যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.