ETV Bharat / sports

ভারতে বসবে না টি-20 বিশ্বকাপের আসর, ধারণা পাক বোর্ডের

কোরোনা পরিস্থিতির জেরে ভারতে আগামী বছর বসবে না টি-20 বিশ্বকাপের আসর। মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও জানুয়ারিতে ভারত সফরে আসছে ইংল্যান্ড । পরের বছর ভারতেই IPL আয়োজনের তোড়জোড় করছে BCCI ।

World T20 could be shifted to UAE from India due to COVID-19: PCB
World T20 could be shifted to UAE from India due to COVID-19: PCB
author img

By

Published : Dec 1, 2020, 11:35 AM IST

করাচি, 1 ডিসেম্বর : আগামী বছর অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে টি-20 বিশ্বকাপের আসর । কোরোনা পরবর্তী যুগে এই ক্রিকেট মহাযজ্ঞ নিয়ে ভীষণ আশাবাদী BCCI । যদিও ভারতে টি-20 বিশ্বকাপের আসর বসার সম্ভাবনা দেখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড ।

হাজারো প্রতিকূলতা সামলে সাফল্যের সঙ্গে IPL আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ডের পাখির চোখ এবার 2021-এর টি-20 বিশ্বকাপ । প্যানডেমিকের রক্তচক্ষু সামলে 16টি দল নিয়ে কীভাবে বিশ্বকাপের এই মহাযজ্ঞের আয়োজন হবে তা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে BCCI । IPL-এর সাফল্যের পর কুড়ি-বিশের বিশ্বকাপ নিয়েও আশাবাদী সৌরভরা । কিন্তু BCCI-এর এই আত্মবিশ্বাসে ভরসা হচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের । আগামী বছরের টি-20 বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত হতে পারে বলে ধারণা PCB-র । এর কারণ হিসেবে কোরোনাকেই দায়ী করেছেন PCB-র CEO ওয়াসিম খান ।

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাক বোর্ডের CEO বলেছেন, "ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে । কারণ ভারতের কোরোনা পরিস্থিতি । এটা সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত হতে পারে ।" যদিও আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছে ইংল্যান্ড । পরের বছর ভারতেই IPL আয়োজনের তোড়জোড় করছে BCCI । চ্যানেলের হোস্ট ওয়াসিম খানকে তা মনে করিয়ে দিলে তিনি বলেন, এপ্রিলের পরই বিষয়টি পরিষ্কার হবে ।

চলতি বছরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল । কিন্তু, প্যানডেমিকের কারণে তা বাতিল হয়ে যায় । পরে ICC-র বৈঠকে সিদ্ধান্ত হয়, এবছরের বাতিল হওয়া বিশ্বকাপ 2022 সালে অস্ট্রেলিয়ায় হবে । তার আগে পূর্ব নির্ধারিত মতোই ভারতে বসবে বিশ্বকাপের আসর । নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দুবাইয়ে ট্রফির উন্মোচন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহরা ।

করাচি, 1 ডিসেম্বর : আগামী বছর অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে টি-20 বিশ্বকাপের আসর । কোরোনা পরবর্তী যুগে এই ক্রিকেট মহাযজ্ঞ নিয়ে ভীষণ আশাবাদী BCCI । যদিও ভারতে টি-20 বিশ্বকাপের আসর বসার সম্ভাবনা দেখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড ।

হাজারো প্রতিকূলতা সামলে সাফল্যের সঙ্গে IPL আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ডের পাখির চোখ এবার 2021-এর টি-20 বিশ্বকাপ । প্যানডেমিকের রক্তচক্ষু সামলে 16টি দল নিয়ে কীভাবে বিশ্বকাপের এই মহাযজ্ঞের আয়োজন হবে তা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে BCCI । IPL-এর সাফল্যের পর কুড়ি-বিশের বিশ্বকাপ নিয়েও আশাবাদী সৌরভরা । কিন্তু BCCI-এর এই আত্মবিশ্বাসে ভরসা হচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের । আগামী বছরের টি-20 বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত হতে পারে বলে ধারণা PCB-র । এর কারণ হিসেবে কোরোনাকেই দায়ী করেছেন PCB-র CEO ওয়াসিম খান ।

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাক বোর্ডের CEO বলেছেন, "ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে । কারণ ভারতের কোরোনা পরিস্থিতি । এটা সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত হতে পারে ।" যদিও আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছে ইংল্যান্ড । পরের বছর ভারতেই IPL আয়োজনের তোড়জোড় করছে BCCI । চ্যানেলের হোস্ট ওয়াসিম খানকে তা মনে করিয়ে দিলে তিনি বলেন, এপ্রিলের পরই বিষয়টি পরিষ্কার হবে ।

চলতি বছরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল । কিন্তু, প্যানডেমিকের কারণে তা বাতিল হয়ে যায় । পরে ICC-র বৈঠকে সিদ্ধান্ত হয়, এবছরের বাতিল হওয়া বিশ্বকাপ 2022 সালে অস্ট্রেলিয়ায় হবে । তার আগে পূর্ব নির্ধারিত মতোই ভারতে বসবে বিশ্বকাপের আসর । নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দুবাইয়ে ট্রফির উন্মোচন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.