সাউদহ্যাম্পটন, 23 জুন : আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় এসেছে । ব্যাটসম্যানদের ভূমিকা কিছুটা হলেও প্রশ্নের মুখে । তবে, বোলারদের দু'হাত ভরে প্রশংসা করলেন ক্যাপ্টেন কোহলি ।
বিশ্বকাপে এখনও অপরাজিত ভারত । তবে, আজ আফগানিস্তানের পারফরমেন্স ছিল দুর্দান্ত । স্লথ ব্যাটিং ভারতকে ভুগিয়েছে । শেষদিকে, ধোনিরাও তেমন কিছু করে দেখাতে পারেননি । বলার মতো রান করেছেন কোহলি (67) ও কেদার (52) । শেষমেশ ভারত 224 রান তুলতে সক্ষম হয় ।
-
Kedar Jadhav: Our actual plan was to look for around 250, we were targeting 250-260 but we fell short of 20-30 runs. So we knew that we will have to make up those 20-30 runs in fielding. Credit to the bowlers that they defended this small total. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/JFJbG5p9aH
— ANI (@ANI) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kedar Jadhav: Our actual plan was to look for around 250, we were targeting 250-260 but we fell short of 20-30 runs. So we knew that we will have to make up those 20-30 runs in fielding. Credit to the bowlers that they defended this small total. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/JFJbG5p9aH
— ANI (@ANI) June 22, 2019Kedar Jadhav: Our actual plan was to look for around 250, we were targeting 250-260 but we fell short of 20-30 runs. So we knew that we will have to make up those 20-30 runs in fielding. Credit to the bowlers that they defended this small total. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/JFJbG5p9aH
— ANI (@ANI) June 22, 2019
আজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতীয় বোলিং বিভাগ । বুমরা-শামি জুটি এককথায় দুর্ধর্ষ । শামি হ্যাটট্রিকও করেন । মাত্র 40 রান দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি । এদিকে, 10 ওভার বল করে বুমরা দেন মাত্র 39 রান । তাঁর দখলে আসে 2 উইকেট । ম্যান অফ দা ম্যাচ তিনিই । ভালো বোলিং করেছেন, চহ্বাল, কুলদীপরাও ।
-
#INDvAFG Jasprit Bumrah has been declared Man of the Match. #CWC19
— ANI (@ANI) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
(File pic) pic.twitter.com/jLMm7zOTi0
">#INDvAFG Jasprit Bumrah has been declared Man of the Match. #CWC19
— ANI (@ANI) June 22, 2019
(File pic) pic.twitter.com/jLMm7zOTi0#INDvAFG Jasprit Bumrah has been declared Man of the Match. #CWC19
— ANI (@ANI) June 22, 2019
(File pic) pic.twitter.com/jLMm7zOTi0
ম্যাচ শেষে বিরাট বলেন, "পরিকল্পনা ছিল, বুমরা 49 তম ওভারে চাপ বাড়াবে । যার ফলে শামি শেষ ওভার মুক্ত মনে করতে পারবে । সেটাই হয়েছে । মাঝের ওভারগুলোয় চহ্বাল, কুলদীপরা কৃপণ বোলিং করেছে ।"
আফগানিস্তানের প্রশংসাতেও পঞ্চমুখ কোহলি । বলেন, "সত্যিকথা বলছি, আমাদের কাছে ম্যাচটা খুব কঠিন ছিল । প্রথম দিকে একটা পরিকল্পনাও ঠিকঠাক খাটছিল না । যখন পরিকল্পনা খাটে না, তখন আপনাকে অপেক্ষা করতে হয় । সঠিক সময়ে দুর্দান্ত লড়াই করে দল ফিরে এসেছে । শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে । আমাদের কনফিডেন্স অনেকটাই বাড়ল ।"
-
Gulbadin Naib, Afghanistan Captain: Credit goes to Indian bowling side, they bowled really well. Bumrah & Shami bowled really well. India is one of the best teams now. Credit also goes to Jadhav and Dhoni's partnership. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/433tUYORL6
— ANI (@ANI) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Gulbadin Naib, Afghanistan Captain: Credit goes to Indian bowling side, they bowled really well. Bumrah & Shami bowled really well. India is one of the best teams now. Credit also goes to Jadhav and Dhoni's partnership. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/433tUYORL6
— ANI (@ANI) June 22, 2019Gulbadin Naib, Afghanistan Captain: Credit goes to Indian bowling side, they bowled really well. Bumrah & Shami bowled really well. India is one of the best teams now. Credit also goes to Jadhav and Dhoni's partnership. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/433tUYORL6
— ANI (@ANI) June 22, 2019