ETV Bharat / sports

আফগানিস্তানকে হারিয়ে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ কোহলি - মহম্মদ শামি

আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় এসেছে । ব্যাটসম্যানদের ভূমিকা কিছুটা হলেও প্রশ্নের মুখে । তবে, বোলারদের প্রশংসা করলেন ক্যাপ্টেন কোহলি ।

কোহলি
author img

By

Published : Jun 23, 2019, 12:50 AM IST

সাউদহ্যাম্পটন, 23 জুন : আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় এসেছে । ব্যাটসম্যানদের ভূমিকা কিছুটা হলেও প্রশ্নের মুখে । তবে, বোলারদের দু'হাত ভরে প্রশংসা করলেন ক্যাপ্টেন কোহলি ।

বিশ্বকাপে এখনও অপরাজিত ভারত । তবে, আজ আফগানিস্তানের পারফরমেন্স ছিল দুর্দান্ত । স্লথ ব্যাটিং ভারতকে ভুগিয়েছে । শেষদিকে, ধোনিরাও তেমন কিছু করে দেখাতে পারেননি । বলার মতো রান করেছেন কোহলি (67) ও কেদার (52) । শেষমেশ ভারত 224 রান তুলতে সক্ষম হয় ।

  • Kedar Jadhav: Our actual plan was to look for around 250, we were targeting 250-260 but we fell short of 20-30 runs. So we knew that we will have to make up those 20-30 runs in fielding. Credit to the bowlers that they defended this small total. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/JFJbG5p9aH

    — ANI (@ANI) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতীয় বোলিং বিভাগ । বুমরা-শামি জুটি এককথায় দুর্ধর্ষ । শামি হ্যাটট্রিকও করেন । মাত্র 40 রান দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি । এদিকে, 10 ওভার বল করে বুমরা দেন মাত্র 39 রান । তাঁর দখলে আসে 2 উইকেট । ম্যান অফ দা ম্যাচ তিনিই । ভালো বোলিং করেছেন, চহ্বাল, কুলদীপরাও ।

ম্যাচ শেষে বিরাট বলেন, "পরিকল্পনা ছিল, বুমরা 49 তম ওভারে চাপ বাড়াবে । যার ফলে শামি শেষ ওভার মুক্ত মনে করতে পারবে । সেটাই হয়েছে । মাঝের ওভারগুলোয় চহ্বাল, কুলদীপরা কৃপণ বোলিং করেছে ।"

আফগানিস্তানের প্রশংসাতেও পঞ্চমুখ কোহলি । বলেন, "সত্যিকথা বলছি, আমাদের কাছে ম্যাচটা খুব কঠিন ছিল । প্রথম দিকে একটা পরিকল্পনাও ঠিকঠাক খাটছিল না । যখন পরিকল্পনা খাটে না, তখন আপনাকে অপেক্ষা করতে হয় । সঠিক সময়ে দুর্দান্ত লড়াই করে দল ফিরে এসেছে । শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে । আমাদের কনফিডেন্স অনেকটাই বাড়ল ।"

  • Gulbadin Naib, Afghanistan Captain: Credit goes to Indian bowling side, they bowled really well. Bumrah & Shami bowled really well. India is one of the best teams now. Credit also goes to Jadhav and Dhoni's partnership. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/433tUYORL6

    — ANI (@ANI) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাউদহ্যাম্পটন, 23 জুন : আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় এসেছে । ব্যাটসম্যানদের ভূমিকা কিছুটা হলেও প্রশ্নের মুখে । তবে, বোলারদের দু'হাত ভরে প্রশংসা করলেন ক্যাপ্টেন কোহলি ।

বিশ্বকাপে এখনও অপরাজিত ভারত । তবে, আজ আফগানিস্তানের পারফরমেন্স ছিল দুর্দান্ত । স্লথ ব্যাটিং ভারতকে ভুগিয়েছে । শেষদিকে, ধোনিরাও তেমন কিছু করে দেখাতে পারেননি । বলার মতো রান করেছেন কোহলি (67) ও কেদার (52) । শেষমেশ ভারত 224 রান তুলতে সক্ষম হয় ।

  • Kedar Jadhav: Our actual plan was to look for around 250, we were targeting 250-260 but we fell short of 20-30 runs. So we knew that we will have to make up those 20-30 runs in fielding. Credit to the bowlers that they defended this small total. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/JFJbG5p9aH

    — ANI (@ANI) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতীয় বোলিং বিভাগ । বুমরা-শামি জুটি এককথায় দুর্ধর্ষ । শামি হ্যাটট্রিকও করেন । মাত্র 40 রান দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি । এদিকে, 10 ওভার বল করে বুমরা দেন মাত্র 39 রান । তাঁর দখলে আসে 2 উইকেট । ম্যান অফ দা ম্যাচ তিনিই । ভালো বোলিং করেছেন, চহ্বাল, কুলদীপরাও ।

ম্যাচ শেষে বিরাট বলেন, "পরিকল্পনা ছিল, বুমরা 49 তম ওভারে চাপ বাড়াবে । যার ফলে শামি শেষ ওভার মুক্ত মনে করতে পারবে । সেটাই হয়েছে । মাঝের ওভারগুলোয় চহ্বাল, কুলদীপরা কৃপণ বোলিং করেছে ।"

আফগানিস্তানের প্রশংসাতেও পঞ্চমুখ কোহলি । বলেন, "সত্যিকথা বলছি, আমাদের কাছে ম্যাচটা খুব কঠিন ছিল । প্রথম দিকে একটা পরিকল্পনাও ঠিকঠাক খাটছিল না । যখন পরিকল্পনা খাটে না, তখন আপনাকে অপেক্ষা করতে হয় । সঠিক সময়ে দুর্দান্ত লড়াই করে দল ফিরে এসেছে । শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে । আমাদের কনফিডেন্স অনেকটাই বাড়ল ।"

  • Gulbadin Naib, Afghanistan Captain: Credit goes to Indian bowling side, they bowled really well. Bumrah & Shami bowled really well. India is one of the best teams now. Credit also goes to Jadhav and Dhoni's partnership. (File pic) #INDvAFG #CWC19 pic.twitter.com/433tUYORL6

    — ANI (@ANI) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Max 3 minutes use per day with a max of 90 seconds from any given match. Use within 48 hours.
BROADCAST: Available worldwide, excluding host country. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies
DIGITAL: No access Italy, Canada, India, MENA and the domestic territory of each event. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Queen's Club, London, England, UK. 22nd June, 2019.
++SHOTLIST TO FOLLOW++
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
SOURCE: Tennis Properties Ltd.
DURATION: 01:22
STORYLINE:
Spain's 37 year-old Feliciano Lopez beat Felix Auger-Aliassime of Canada - 19 years his junior - 6-7(3), 6-3, 6-4 to reach the final of Queens Club on Saturday.
Lopez, who turned professional three years before his opponent was born, showed that age is no barrier as he eventually got the better of the teenager after two hours and 16 minutes.
The Spaniard is looking to regain the title he won in 2017 and now faces Frenchman Gilles Simon in the final - the pair boast a combined age of 71.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.