ETV Bharat / sports

দুরন্ত পুনম-শিখা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 17 রানে জয় ভারতের - 17 রানে ম্যাচ জেতে ভারত ৷

শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চারবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ৷ পুনম যাদব ও শিখা পাণ্ডের দুুরন্ত বোলিংয়ে 17 রানে ম্যাচ জেতে ভারত ৷

image
ভারত
author img

By

Published : Feb 21, 2020, 4:26 PM IST

Updated : Feb 21, 2020, 9:40 PM IST

সিডনি, 21 ফেব্রুয়ারি: ক্যাঙারুর দেশে মেয়েদের বিশ্বজয়ের লড়াই ৷ দুরন্ত বোলিং পুনম যাদবের ৷ জয় দিয়ে অভিযান শুরু ভারতের ৷ আজ মেয়েদের টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার সিডনির মাঠে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া ৷ আর উদ্বোধনী ম্যাচে পুনম যাদব 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 19 রান খরচ করে তুলে নিলেন 4টি উইকেট ৷ পুণম ও শিখার দুরন্ত বোলিংয়ে অজ়িদের বিরুদ্ধে 17 রানে ম্যাচ জেতে ভারত ৷

শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চারবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ৷ সিডনির শোডাউন স্টেডিয়ামে তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে নামে ভারত ৷

কিন্তু একেবারেই ভালো শুরু হয়নি ভারতের ৷ ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা দ্রুত ফেরেন ৷ মাত্র 10 রান করে ফেরেন স্মৃতি ৷ 15 বলে 29 রানের ক্যামিও খেলেন শেফালি ৷ অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত করেন মাত্র 2 রান ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনির মাঠে শুরুতেই তিন উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে ভারত ৷ কিন্তু ম্যাচের হাল ধরেন জেমিমা রড্রিগেজ ও দীপ্তি শর্মা ৷ 26 রান করে প্যাভিলিয়নে ফেরেন জেমিমা ৷ তবে লড়াই চালান দীপ্তি ৷ 49 রানে অপরাজিত থাকেন তিনি ৷ ভেদা কৃষ্ণমূর্তি করেন 9 রান ৷ 20ওভারের শেষে ভারত করে 132 রান ৷

জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারায় অস্ট্রেলিয়াও ৷ তবে এক প্রন্তে ধরে খেলেন অ্যাসলে হেলি ৷ 51 রান করে আউট হন তিনি ৷ রকিছুটা প্রতিরোধ গড়ে তোলেন গার্ডনার ৷ 34 রান করেন তিনি ৷ এছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের গণ্ডিতে পৌঁছতে পারেননি ৷ পুনম নেন 4টি উইকেট ৷ অন্যদিকে 3টি উইকেট নেন শিখা পাণ্ডে ৷

সিডনি, 21 ফেব্রুয়ারি: ক্যাঙারুর দেশে মেয়েদের বিশ্বজয়ের লড়াই ৷ দুরন্ত বোলিং পুনম যাদবের ৷ জয় দিয়ে অভিযান শুরু ভারতের ৷ আজ মেয়েদের টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার সিডনির মাঠে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া ৷ আর উদ্বোধনী ম্যাচে পুনম যাদব 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 19 রান খরচ করে তুলে নিলেন 4টি উইকেট ৷ পুণম ও শিখার দুরন্ত বোলিংয়ে অজ়িদের বিরুদ্ধে 17 রানে ম্যাচ জেতে ভারত ৷

শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চারবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ৷ সিডনির শোডাউন স্টেডিয়ামে তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে নামে ভারত ৷

কিন্তু একেবারেই ভালো শুরু হয়নি ভারতের ৷ ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা দ্রুত ফেরেন ৷ মাত্র 10 রান করে ফেরেন স্মৃতি ৷ 15 বলে 29 রানের ক্যামিও খেলেন শেফালি ৷ অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত করেন মাত্র 2 রান ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনির মাঠে শুরুতেই তিন উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে ভারত ৷ কিন্তু ম্যাচের হাল ধরেন জেমিমা রড্রিগেজ ও দীপ্তি শর্মা ৷ 26 রান করে প্যাভিলিয়নে ফেরেন জেমিমা ৷ তবে লড়াই চালান দীপ্তি ৷ 49 রানে অপরাজিত থাকেন তিনি ৷ ভেদা কৃষ্ণমূর্তি করেন 9 রান ৷ 20ওভারের শেষে ভারত করে 132 রান ৷

জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারায় অস্ট্রেলিয়াও ৷ তবে এক প্রন্তে ধরে খেলেন অ্যাসলে হেলি ৷ 51 রান করে আউট হন তিনি ৷ রকিছুটা প্রতিরোধ গড়ে তোলেন গার্ডনার ৷ 34 রান করেন তিনি ৷ এছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের গণ্ডিতে পৌঁছতে পারেননি ৷ পুনম নেন 4টি উইকেট ৷ অন্যদিকে 3টি উইকেট নেন শিখা পাণ্ডে ৷

Last Updated : Feb 21, 2020, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.