ETV Bharat / sports

কুম্বলে, দ্রাবিড়দের পর কেন হল অফ ফেমে সচিন ?

author img

By

Published : Jul 19, 2019, 9:23 AM IST

2015 সালে ICC-র হল অফ ফেমে জায়গা পেয়েছিলেন অনিল কুম্বলে । 2018 সালে জায়গা পান রাহুল দ্রাবিড় । কী কারণে সচিন তেন্ডুলকর তাঁদের পরে হল অফ ফেমে জায়গা পেলেন ?

সচিন

লন্ডন, 19 জুলাই : তাঁর আগে ICC-র হল অফ ফেমে জায়গা পেয়েছেন পাঁচ ভারতীয় । তাঁর সমসাময়িক দুই ভারতীয় ক্রিকেটারও এই সম্মান পেয়েছেন । কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ও অসংখ্য রেকর্ডের মালিক হওয়া সত্ত্বেও এতদিন কেন সচিন তেন্ডুলকর এই সম্মান পাননি ?

আসলে নিয়মের জাঁতাকলে ICC-র হল অফ ফেমে সচিনের অন্তর্ভুক্তি আটকে ছিল। কী সেই নিয়ম ? ক্রিকেট নিয়ামক সংস্থার গাইডলাইন অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পাঁচ বছর পর কোনও খেলোয়াড় হল অফ ফেমে জায়গা পাওয়ার জন্য বিবেচিত হবেন । 2013 সালের 16 নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসব নেন সচিন । সেইমতো 2018 সালের নভেম্বরে তিনি হল অফ ফেমে জায়গা পাওয়ার শর্ত পূরণ করেন । আর পরের হল অফ ফেমের তালিকাতেই সচিনকে অন্তর্ভুক্ত করল ICC ।

এই সংক্রান্ত আরও খবর : ICC-র হল অফ ফেমে সচিন

2009 সালের 2 জানুয়ারি থেকে প্রতি বছর হল অফ ফেমের তালিকা প্রকাশ করে ICC । সেই বছর সুনীল গাভাসকর ও বিষেণ সিং বেদি তালিকায় জায়গা পান । পরের বছর এই সম্মান পান কপিল দেব । এরপর 2015 সালে অনিল কুম্বলে ও 2018 সালে রাহুল দ্রাবিড় কিংবদন্তি ক্লাবে জায়গা পান ।

লন্ডন, 19 জুলাই : তাঁর আগে ICC-র হল অফ ফেমে জায়গা পেয়েছেন পাঁচ ভারতীয় । তাঁর সমসাময়িক দুই ভারতীয় ক্রিকেটারও এই সম্মান পেয়েছেন । কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ও অসংখ্য রেকর্ডের মালিক হওয়া সত্ত্বেও এতদিন কেন সচিন তেন্ডুলকর এই সম্মান পাননি ?

আসলে নিয়মের জাঁতাকলে ICC-র হল অফ ফেমে সচিনের অন্তর্ভুক্তি আটকে ছিল। কী সেই নিয়ম ? ক্রিকেট নিয়ামক সংস্থার গাইডলাইন অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পাঁচ বছর পর কোনও খেলোয়াড় হল অফ ফেমে জায়গা পাওয়ার জন্য বিবেচিত হবেন । 2013 সালের 16 নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসব নেন সচিন । সেইমতো 2018 সালের নভেম্বরে তিনি হল অফ ফেমে জায়গা পাওয়ার শর্ত পূরণ করেন । আর পরের হল অফ ফেমের তালিকাতেই সচিনকে অন্তর্ভুক্ত করল ICC ।

এই সংক্রান্ত আরও খবর : ICC-র হল অফ ফেমে সচিন

2009 সালের 2 জানুয়ারি থেকে প্রতি বছর হল অফ ফেমের তালিকা প্রকাশ করে ICC । সেই বছর সুনীল গাভাসকর ও বিষেণ সিং বেদি তালিকায় জায়গা পান । পরের বছর এই সম্মান পান কপিল দেব । এরপর 2015 সালে অনিল কুম্বলে ও 2018 সালে রাহুল দ্রাবিড় কিংবদন্তি ক্লাবে জায়গা পান ।

New Delhi, Jul 19 (ANI): Former president Pranab Mukherjee attended Samruddha Bharat Convention in the national capital yesterday. While addressing a gathering there, he attacked on those who criticise Congress rule of 50-55 years and said that the criticisers have forget that from where Congress had begun and where they had left. He also said that if Indian economy is to be built to US$5 Trillion, it will be possible because Congress had left strong foundation of US$1.8 Trillion from almost zero. He said, "Those who criticise Congress rule of 50-55 years, they forget that from where we began and where we left. If Indian economy is to be built to US$5 Trillion, we left a strong foundation of US$1.8 Trillion from almost zero". He further added, "Finance Minister, while presenting the budget, had said that by 2024 India's economy will reach US$5 Tn. It isn't coming out of heaven. There's a solid foundation and the foundation has been built not by Britishers but by Indians after Independence."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.