ETV Bharat / sports

পন্থ না চোট সারিয়ে ফেরা ঋদ্ধি, টেস্ট দলে সুযোগ পাবেন কে? - kohli

ঋদ্ধির পাশাপাশি ভারতের টেস্ট দলে আছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করা ঋষভ পন্থ । গত একবছরে ধূমকেতুর গতিতে ঋষভ পন্থের উত্থানে অনেক কিছুই বদলে গেছে ।

পন্থ না চোট সারিয়ে ফেরা ঋদ্ধি
author img

By

Published : Jul 21, 2019, 9:37 PM IST

মুম্বই, 21 জুলাই : 2018-র জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টটি খেলেছিলেন ঋদ্ধিমান সাহা । এরপর কাঁধের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফের জাতীয় দলে ফিরলেন তিনি । গত বছর অগাস্টে কাঁধে অস্ত্রোপচার হয়েছিল তাঁর । এদিকে ঋদ্ধির পাশাপাশি দলে আছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করা ঋষভ পন্থ । অধিনায়ক বিরাট কোহলি বারবারই ঋদ্ধিকেই ভারতের সেরা টেস্ট উইকেটরক্ষক বলেছেন । কিন্তু গত একবছরে ধূমকেতুর গতিতে ঋষভ পন্থের উত্থানে অনেক কিছুই বদলে গেছে ।

অস্ট্রেলিয়া সফরে তাঁর জাতীয় দলে ফেরার প্রত্যাশা তৈরি হলেও চোট পুরোপুরি সেরে না ওঠায় সুযোগ হারান । আর ঋদ্ধিমানের অনুপস্থিতির পুরো সুযোগ তোলেন পন্থ । ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য তিন ফর্ম্যাটের দল ঘোষণা করার পর নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ স্পষ্ট জানান যে ধোনির অনুপস্থিতিতে ঋষভই দলের প্রথম পছন্দের কিপার । পাশাপাশি টেস্টেও পন্থকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিলেন প্রসাদ ।

প্রসাদ বলেন, "প্রথমত, ধোনি এই সিরিজ়ে নেই ৷ দ্বিতীয়ত, আমরা ঋষভ পন্থের মতো তরুণ উইকেটকিপারকে ইতমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে পরিণত করে তোলার প্রক্রিয়ার শুরু করে দিয়েছি ৷ সেই রোডম্যাপ অনুযায়ীই বিশ্বকাপ দলে ঋষভকে খেলানো হয় ৷ বিশ্বকাপের পর ঋষভকে ধোনির উত্তরসূরি হয়ে ওঠার জন্য যত বেশি সম্ভব সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷ এই নিয়ে ধোনির সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে ৷"

টেস্টে তরুণ পন্থ 9টি ম্যাচে 15 ইনিংসে 49.71 গড়ে 696 রান করেছেন ৷ 2টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন ৷ অপর দিকে বাংলার উইকেটরক্ষক এখনও পর্যন্ত 32টি টেস্ট খেলে করেছেন 3টি সেঞ্চুরি ও 5টি হাফসেঞ্চুরি । তবে ব্যাটে তুলনামূলক ভাবে ব্যাটে পন্থ এগিয়ে থাকলেও গ্লাভস হাতে ঋদ্ধি অনেক এগিয়ে । এখন দেখার তরুণ বনাম অভিজ্ঞতার মধ্যে টিম ম্যানেজমেন্ট কাকে অগ্রাধিকার দেয় ।

মুম্বই, 21 জুলাই : 2018-র জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টটি খেলেছিলেন ঋদ্ধিমান সাহা । এরপর কাঁধের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফের জাতীয় দলে ফিরলেন তিনি । গত বছর অগাস্টে কাঁধে অস্ত্রোপচার হয়েছিল তাঁর । এদিকে ঋদ্ধির পাশাপাশি দলে আছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করা ঋষভ পন্থ । অধিনায়ক বিরাট কোহলি বারবারই ঋদ্ধিকেই ভারতের সেরা টেস্ট উইকেটরক্ষক বলেছেন । কিন্তু গত একবছরে ধূমকেতুর গতিতে ঋষভ পন্থের উত্থানে অনেক কিছুই বদলে গেছে ।

অস্ট্রেলিয়া সফরে তাঁর জাতীয় দলে ফেরার প্রত্যাশা তৈরি হলেও চোট পুরোপুরি সেরে না ওঠায় সুযোগ হারান । আর ঋদ্ধিমানের অনুপস্থিতির পুরো সুযোগ তোলেন পন্থ । ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য তিন ফর্ম্যাটের দল ঘোষণা করার পর নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ স্পষ্ট জানান যে ধোনির অনুপস্থিতিতে ঋষভই দলের প্রথম পছন্দের কিপার । পাশাপাশি টেস্টেও পন্থকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিলেন প্রসাদ ।

প্রসাদ বলেন, "প্রথমত, ধোনি এই সিরিজ়ে নেই ৷ দ্বিতীয়ত, আমরা ঋষভ পন্থের মতো তরুণ উইকেটকিপারকে ইতমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে পরিণত করে তোলার প্রক্রিয়ার শুরু করে দিয়েছি ৷ সেই রোডম্যাপ অনুযায়ীই বিশ্বকাপ দলে ঋষভকে খেলানো হয় ৷ বিশ্বকাপের পর ঋষভকে ধোনির উত্তরসূরি হয়ে ওঠার জন্য যত বেশি সম্ভব সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷ এই নিয়ে ধোনির সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে ৷"

টেস্টে তরুণ পন্থ 9টি ম্যাচে 15 ইনিংসে 49.71 গড়ে 696 রান করেছেন ৷ 2টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন ৷ অপর দিকে বাংলার উইকেটরক্ষক এখনও পর্যন্ত 32টি টেস্ট খেলে করেছেন 3টি সেঞ্চুরি ও 5টি হাফসেঞ্চুরি । তবে ব্যাটে তুলনামূলক ভাবে ব্যাটে পন্থ এগিয়ে থাকলেও গ্লাভস হাতে ঋদ্ধি অনেক এগিয়ে । এখন দেখার তরুণ বনাম অভিজ্ঞতার মধ্যে টিম ম্যানেজমেন্ট কাকে অগ্রাধিকার দেয় ।

Guwahati (Assam), July 21 (ANI): Nipon Das, coach of Sprinter Hima Das, expressed his happiness over Indian ace sprinter Hima Das's performance. The 19-year-old Indian ace sprinter Hima Das has so far bagged five gold medals in this month alone. Nipon Das said, "I am very happy with the way she has performed. I pray she does well in upcoming events. I hope she performs the same way in 2020 Olympics." The 19-year-old Indian ace sprinter Hima Das bagged the fifth gold medal of the month in 400 m race at the Czech Republic on July 20. Earlier, she won gold at 200 m in Tabor Athletic Meet. While she won three gold medals at different events including in Klado Athletic Meet, Kunto Athletics Meet and Poznan Athletics Grand Prix.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.