ETV Bharat / sports

"বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি", প্লে অফে যাওয়া প্রসঙ্গে মন্তব্য মরগ্যানের - rr vs kkr

ম্যাচ জিতলেও নাইটদের ভাগ্য নির্ধারণ করবে আজ ও আগামীকালের দুটি ম্যাচ ।

"বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি", প্লে অফ ভাগ্য নিয়ে মন্তব্য মরগ্যানের
"বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি", প্লে অফ ভাগ্য নিয়ে মন্তব্য মরগ্যানের
author img

By

Published : Nov 2, 2020, 1:00 PM IST

আবু ধাবি, 2 নভেম্বর : রবিবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স । 60 রানের ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে নিজেদের কাজটা সেরে রাখলেও প্লে অফের জন্য অন্য দলগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের । তাই বাকিটা নিয়ে ভাবতে চান না চলতি মরশুমের মাঝপথে নাইটদের দায়িত্ব নেওয়া অধিনায়ক ইয়ন মরগ্যান । বরং বাকিটা ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি ।

ডু অর ডাই ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলে নাইট সমর্থকদের মন জয় করে নিয়েছেন মরগ্যান । 35 বলে অপরাজিত 68 রানের ইনিংস খেলেন তিনি । ম্যাচ জিতলেও আজকের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস এবং মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদের ম্যাচের ফলাফল টুর্নামেন্টে নাইটদের ভাগ্য নির্ধারণ করবে । যদি মুম্বইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ হেরে যায় তাহলে KKR নিশ্চিতভাবে প্লে অফের টিকিট পেয়ে যাবে । আর জিতে গেলে নেট রান রেটের বিচারে শেষ চারে পৌঁছাবে ডেভিড ওয়ার্নাররা । কলকাতাকে দেশে ফেরার টিকিট কাটতে হবে । আরও একটা সমীকরণ রয়েছে । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে যেই জিতুক তাকে বড় ব্যবধানে জিততে হবে । তাহলে নাইটদের শেষ চারের সম্ভাবনা থাকবে ।

এসব অঙ্ক মাথায় রয়েছে KKR অধিনায়কের । তাই রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর ক্যাপ্টেন মরগ্যান বললেন, "আমি অঙ্ক নিয়ে ওয়াকিবহাল । যদিও তার আগে নিজেদের জেতাটা প্রয়োজন ছিল । সেটা আমরা করেছি । তাই এখান থেকে যা হবে পুরোটাই ঈশ্বরের হাতে ।"

আবু ধাবি, 2 নভেম্বর : রবিবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স । 60 রানের ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে নিজেদের কাজটা সেরে রাখলেও প্লে অফের জন্য অন্য দলগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের । তাই বাকিটা নিয়ে ভাবতে চান না চলতি মরশুমের মাঝপথে নাইটদের দায়িত্ব নেওয়া অধিনায়ক ইয়ন মরগ্যান । বরং বাকিটা ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি ।

ডু অর ডাই ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলে নাইট সমর্থকদের মন জয় করে নিয়েছেন মরগ্যান । 35 বলে অপরাজিত 68 রানের ইনিংস খেলেন তিনি । ম্যাচ জিতলেও আজকের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস এবং মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদের ম্যাচের ফলাফল টুর্নামেন্টে নাইটদের ভাগ্য নির্ধারণ করবে । যদি মুম্বইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ হেরে যায় তাহলে KKR নিশ্চিতভাবে প্লে অফের টিকিট পেয়ে যাবে । আর জিতে গেলে নেট রান রেটের বিচারে শেষ চারে পৌঁছাবে ডেভিড ওয়ার্নাররা । কলকাতাকে দেশে ফেরার টিকিট কাটতে হবে । আরও একটা সমীকরণ রয়েছে । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে যেই জিতুক তাকে বড় ব্যবধানে জিততে হবে । তাহলে নাইটদের শেষ চারের সম্ভাবনা থাকবে ।

এসব অঙ্ক মাথায় রয়েছে KKR অধিনায়কের । তাই রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর ক্যাপ্টেন মরগ্যান বললেন, "আমি অঙ্ক নিয়ে ওয়াকিবহাল । যদিও তার আগে নিজেদের জেতাটা প্রয়োজন ছিল । সেটা আমরা করেছি । তাই এখান থেকে যা হবে পুরোটাই ঈশ্বরের হাতে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.