ETV Bharat / sports
অপরাজেয় বিরাট বাহিনী, বোলারদের দাপটে চূর্ণ ওয়েস্ট ইন্ডিজ়
ওয়েস্ট ইন্ডিজ়ের বিশ্বকাপ থেকে বিদায় এখন সময়ের অপেক্ষা ।
ক্রিস গেইল
By
Published : Jun 27, 2019, 8:04 PM IST
| Updated : Jun 27, 2019, 10:41 PM IST
ম্যানচেস্টার, 27 জুন : ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সেমি ফাইনালের দোরগোরায় পৌঁছে গেল ভারত । আজ 269 তাড়া করতে নেমে প্রথমেই গেইলকে হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা । তারপর ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ঘুরে দাঁড়াতে পারেনি জেসন হোল্ডারের দল । আজকের ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ় ।
আরও পড়ুন : শেষ বলে ধোনির ছক্কায় 268-তে পৌঁছাল ভারত
5 ওভার শেষ হতে বাকি ছিল 2 বল । গেইলের স্কোর তখন 18 বলে 6 । ধৈর্য্য হারিয়ে মহম্মদ শামিকে মাঠের বাইরে ফেলতে গিয়ে ধরা দিলেন কেদার যাদবের হাতে । আর সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের সম্ভাবনায় নামল ধস । নিজের পরের ওভারেই সাই হোপকে ফিরিয়ে দেন গত ম্যাচে হ্যাটট্রিক নেওয়া শামি । দ্বিতীয় স্পেলে ফিরে হেটমায়ারকেও ফেরান শামি । এদিকে 28তম ওভারে জোড়া ধাক্কা দেন বুমরা । আউট করেন ব্র্যাথওয়েট ও ফ্যাবিয়েন অ্যালেনকে । ডান দিকে ঝাঁপিয়ে ব্র্যাথওয়েটের দুর্দান্ত ক্যাচ ধরেন মাহি ।
প্রথম স্পেলে 5 ওভার বল করে 15 রানে 2 উইকেট নেন শামি । 4 ওভার বল করে মাত্র 6 রান খরচ করেন বুমরা । বুমরা-শামির প্রথম স্পেল শেষে বল হাতে নেন পান্ডিয়া ও কুলদীপ । ওপেনিং বোলারদের চাপ ধরে রেখে বল করেন তাঁরাও । 18তম ওভারের শেষ বলে ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান পান্ডিয়া । পরের ওভারেই হেটমায়ার আউট হয়েও DRS-এর জেরে জীবনদান পান । 21তম ওভারে কুলদীপ যাদবের বলে আউট হন নিকোলাস পুরান । এদিকে, ব্যক্তিগত 6 রান করে ফিরে যান জেসন হোল্ডারও । তাঁকে ফেরান যুজবেন্দ্র চহ্বাল ।
এর আগে নির্ধারিত 50 ওভার শেষে 268 রান করে ভারত । 72 রান করেন কোহলি । 56 রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি । আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । বিরাটের সঙ্গে 40 এবং পান্ডিয়ার সঙ্গে 70 রান যোগ করে ভারতীয় ইনিংসকে আড়াইশোর গন্ডি টপকাতে সাহায্য করেন মাহি । 38 বলে 46 রান করে পান্ডিয়া ড্রেসিংরুমে ফিরে গেলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করে দলকে 268 রানে পৌঁছে দেন ধোনি । 61 বলে 56 রানে অপরাজিত থাকেন মাহি ।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র 34.2 ওভারে 143 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ় । 125 রানে জয়ী ভারত । ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি 4, বুমরা 2টো, চহ্বাল 2টো, হার্দিক ও কুলদীপ একটি করে উইকেট নেন ।
ম্যানচেস্টার, 27 জুন : ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সেমি ফাইনালের দোরগোরায় পৌঁছে গেল ভারত । আজ 269 তাড়া করতে নেমে প্রথমেই গেইলকে হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা । তারপর ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ঘুরে দাঁড়াতে পারেনি জেসন হোল্ডারের দল । আজকের ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ় ।
আরও পড়ুন : শেষ বলে ধোনির ছক্কায় 268-তে পৌঁছাল ভারত
5 ওভার শেষ হতে বাকি ছিল 2 বল । গেইলের স্কোর তখন 18 বলে 6 । ধৈর্য্য হারিয়ে মহম্মদ শামিকে মাঠের বাইরে ফেলতে গিয়ে ধরা দিলেন কেদার যাদবের হাতে । আর সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের সম্ভাবনায় নামল ধস । নিজের পরের ওভারেই সাই হোপকে ফিরিয়ে দেন গত ম্যাচে হ্যাটট্রিক নেওয়া শামি । দ্বিতীয় স্পেলে ফিরে হেটমায়ারকেও ফেরান শামি । এদিকে 28তম ওভারে জোড়া ধাক্কা দেন বুমরা । আউট করেন ব্র্যাথওয়েট ও ফ্যাবিয়েন অ্যালেনকে । ডান দিকে ঝাঁপিয়ে ব্র্যাথওয়েটের দুর্দান্ত ক্যাচ ধরেন মাহি ।
প্রথম স্পেলে 5 ওভার বল করে 15 রানে 2 উইকেট নেন শামি । 4 ওভার বল করে মাত্র 6 রান খরচ করেন বুমরা । বুমরা-শামির প্রথম স্পেল শেষে বল হাতে নেন পান্ডিয়া ও কুলদীপ । ওপেনিং বোলারদের চাপ ধরে রেখে বল করেন তাঁরাও । 18তম ওভারের শেষ বলে ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান পান্ডিয়া । পরের ওভারেই হেটমায়ার আউট হয়েও DRS-এর জেরে জীবনদান পান । 21তম ওভারে কুলদীপ যাদবের বলে আউট হন নিকোলাস পুরান । এদিকে, ব্যক্তিগত 6 রান করে ফিরে যান জেসন হোল্ডারও । তাঁকে ফেরান যুজবেন্দ্র চহ্বাল ।
এর আগে নির্ধারিত 50 ওভার শেষে 268 রান করে ভারত । 72 রান করেন কোহলি । 56 রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি । আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । বিরাটের সঙ্গে 40 এবং পান্ডিয়ার সঙ্গে 70 রান যোগ করে ভারতীয় ইনিংসকে আড়াইশোর গন্ডি টপকাতে সাহায্য করেন মাহি । 38 বলে 46 রান করে পান্ডিয়া ড্রেসিংরুমে ফিরে গেলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করে দলকে 268 রানে পৌঁছে দেন ধোনি । 61 বলে 56 রানে অপরাজিত থাকেন মাহি ।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র 34.2 ওভারে 143 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ় । 125 রানে জয়ী ভারত । ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি 4, বুমরা 2টো, চহ্বাল 2টো, হার্দিক ও কুলদীপ একটি করে উইকেট নেন ।
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Genoa - 26 June 2019
1. Various of Morandi Bridge's supporting towers, No.10 and No.11
2. Construction site near pylon that collapsed on 14 August 2018
3. Various of demolished houses underneath bridge
4. Emergency sign, near towers 10 and 11
5. Various of local residents attending public meetings
6. SOUNDBITE (Italian) Roberto Tedeschi, Director of the Special Commissioner's Office:
"The situation of the east part (of the bridge) did not allow for this type of work (taking the pillars down mechanically). Here the size is colossal. So, a different plan is needed. A plan involving an explosion, a controlled explosion that, based on our studies will cause the towers to bend forward toward each other, similarly to what would happen to a chair, if its front legs are broken."
7. Demolition team's consultant and asbestos expert, Massimo D'Angelo, talking to residents
8 SOUNDBITE (Italian) Massimo D'Angelo, demolition team's consultant:
"A wall of water will form, which will prevent the dust from travelling to other areas as much as possible. Following this, the dust will fall to the ground, and could rise again, therefore we devised a system of water cannons that will create something like a tent above them, in order to confine and prevent them from travelling."
9. Various of public meeting
10. Local resident who lives in the evacuation area, Selene Parisi, asking questions
11. SOUNDBITE (Italian) Selene Parisi, 50 year-old local resident:
"Aside from the anguish from the memory of that day (of the collapse) and the pain for the victims, our big worry - and I don't mean to be controversial - is these dust particles, which we already know of, are not healthy for us."
12. Parisi walking back to her flat on Via Fillak (name of the street). Tower 10 seen in the background
13. Evacuation notice
14. Parisi by her apartment window
15. Tower 11 seen from Parisi's window
16. Red water bags placed by the side of tower
17. Dust particle sensors on top of building
18. Flags of Italy and local football team Sampdoria
19. Tower 10 seen from Via Fillak
20. Locals talking on a square of Certosa, one of the neighbourhoods affected by evacuations and street closures
21. President of a local citizens' committee, Enrico D'Agostino, sitting outside cafe
22. SOUNDBITE (Italian) Enrico D'Agostino, President of the Committee "Free Citizens of Certosa":
"As far as I'm concerned, I have no words to describe this implosion plan… reckless? Reckless, not to say worse. Because the danger we believe is the dispersion of the fine and ultra fine dust particles - not just and not so much about asbestos, which is there by the way. It's there."
23. Various of Genoa's Mayor, Marco Bucci (red tie) at news conference
24. SOUNDBITE (English) Marco Bucci, Genoa's Mayor:
"We have a lot of people that are, we need to convince that we're doing the right things. I respect the freedom of these people to think, and also to think about the worst instead of thinking about the best. Because there is stuff that is affecting the health, and the healthcare are very important. But on the other side we've got to do the job, so we need to make sure that we build something that is safe for everybody, but at the same time we do the job."
25. Pan from Genoa's coastline to bridge towers
STORYLINE:
Almost a year since the devastating collapse of Genoa's Morandi Bridge that killed 43 people, those nearest to the site are bracing themselves for a highly symbolic moment: the demolition of two remaining towers.
On Friday morning, the two huge supporting towers still standing on the eastern part of the bridge, will be brought down by more than a tone of explosives.
Those living within 300 metres of the bridge - 3,400 people - will be evacuated before sunrise, while others living in houses between 300 and 400 metres have been advised that they can stay as long as they shut their doors and windows.
Many residents worry about the potential dispersal of harmful dust particles in their neighbourhoods.
Asbestos, in particular, was found to be present in the bridge, which prompted the Special Commissioner's Office demolition team to bring down the other standing pillars by removing them gradually without the use of explosives.
But the "colossal" size of towers Number 10 and 11 - both 90 metres tall - "did not allow for this type of work," said Roberto Tedeschi, Director of the Special Commissioner's Office.
During a news conference on Wednesday, he said a controlled explosion would take place instead.
When asbestos was found present in the bridge, the Office tasked a top expert to best deal with the issue - Massimo D'Angelo who is in charge of the asbestos centre of the national health service's Alessandria branch.
D'Angelo said a system of about 4,000 water bags placed on the sides of the towers as well as 45 metre-long pools placed on top of the viaduct will be exploded along with the actual structure should help confine the dust.
Water cannons will then prevent the dust particles from rising again after their fall, following the explosion.
Meanwhile, huge mounds of earth will absorb the vibrations caused by the explosion.
D'Angelo said these and other mitigation procedures put in place will bring the risk for people's health close to zero.
Selene Parisi has lived in an apartment on Via Fillak for over twenty years.
She can see Tower 10 from one side of her flat, and Tower 11 from the other.
Parisi said she wants to trust those experts, but can't help worrying.
She will spend Friday in the countryside, well away from Genoa.
Her worries are echoed by Enrico D'Agostino, the president of the "Free Citizens of Certosa" Committee.
Since the collapse, he has represented some of the concerned local residents as they tried to gather information about the potential dangers of being so close to the site.
Sitting at a local cafe, which has become his improvised office, he called the implosion plan "reckless."
The city's mayor, Marco Bucci, said he understands and respects the concerns of the local residents, and has tried to reassure them during a public meeting with data provided by the team of experts.
Bucci, who is also the Special Commissioner for the bridge's reconstruction, hopes Friday's demolition will be a turning point for the city.
"We need to make sure that we build something that is safe for everybody, but at the same time we do the job," he told The Associated Press.
He has promised his citizens he will be the first to re-enter the evacuation zone after the demolition of Friday, to show everyone it safe to do so.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Jun 27, 2019, 10:41 PM IST