ETV Bharat / sports

ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের চার্মটাই আলাদা: সৌরভ - 2003 বিশ্বকাপ ফাইনাল

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে 2003 বিশ্বকাপ ফাইনালের থেকে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের চার্মটা আলাদা ৷

ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের চার্মই আলাদা: সৌরভ
ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের চার্মই আলাদা: সৌরভ
author img

By

Published : Jul 5, 2020, 6:41 PM IST

কলকাতা, 5 জুলাই : 2003 বিশ্বকাপের ফাইনালে ওঠা না ন্যাটওয়েস্ট ট্রফি জয় ৷ কোন ম্যাচটিকে সবার আগে রাখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় ? প্রশ্ন ছিল এক অনুরাগীর ৷ এমন কঠিন প্রশ্নের জবাব অবশ্য খুব সহজভাবেই দিয়েছেন সৌরভ ৷ বলেন, তাঁর হৃদয়ে এই দুটি ম্যাচেরই আলাদা জায়গা রয়েছে ৷ তবে ন্যাটওয়েস্টের চার্মই আলাদা ৷

ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ভিডিয়ো চ্যাটে উপস্থিত ছিলেন সৌরভ ৷ সেখানে অনেকেই সৌরভের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলেন ৷ সৌরভের কাছে একজনের প্রশ্ন ছিল, এই দুটি ম্যাচের মধ্যে আপনি কোনটিকে সব থেকে বেশি পয়েন্ট দেবেন ? উত্তরে সৌরভ বলেন, "দুটি ম্যাচেরই আলাদা জায়গা রয়েছে ৷ ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওঠা একটা আলাদা অনুভূতি ৷ একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া বাকি সবকটি টিমের বিরুদ্ধে জিতেছিলাম ৷ সেই সময়ের সেরা টিম ছিল অস্ট্রেলিয়া ৷ তবে ন্যাটওয়েস্টের আলাদা চার্ম রয়েছে ৷ দিনটা ছিল শনিবার ৷ দর্শক ঠাসা লর্ডসে সেই ম্যাচ জেতার অনুভূতিটা ছিল অসাধারণ ৷"

সম্ভব হলে এই প্রজন্মের তিন ক্রিকেটারকে 2003 বিশ্বকাপের দলে সুযোগ দিতেন সৌরভ ৷ সেই তিনজন হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা ৷ মায়াঙ্কের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তাঁর টিমে থাকলে দলের উপকারই হবে ৷ বিরাটকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠাতেন তিনি ৷ 2019 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী রোহিত শর্মাকেও দলে রাখতেন ৷ তবে ওপেনিংয়ের পরিবর্তে মিডল অর্ডারে পাঠাতেন তিনি ৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সুইং সমৃদ্ধ ও বাউন্সি পিচে জসপ্রীত বুমরাকে প্রয়োজন সৌরভের ৷

কলকাতা, 5 জুলাই : 2003 বিশ্বকাপের ফাইনালে ওঠা না ন্যাটওয়েস্ট ট্রফি জয় ৷ কোন ম্যাচটিকে সবার আগে রাখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় ? প্রশ্ন ছিল এক অনুরাগীর ৷ এমন কঠিন প্রশ্নের জবাব অবশ্য খুব সহজভাবেই দিয়েছেন সৌরভ ৷ বলেন, তাঁর হৃদয়ে এই দুটি ম্যাচেরই আলাদা জায়গা রয়েছে ৷ তবে ন্যাটওয়েস্টের চার্মই আলাদা ৷

ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ভিডিয়ো চ্যাটে উপস্থিত ছিলেন সৌরভ ৷ সেখানে অনেকেই সৌরভের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলেন ৷ সৌরভের কাছে একজনের প্রশ্ন ছিল, এই দুটি ম্যাচের মধ্যে আপনি কোনটিকে সব থেকে বেশি পয়েন্ট দেবেন ? উত্তরে সৌরভ বলেন, "দুটি ম্যাচেরই আলাদা জায়গা রয়েছে ৷ ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওঠা একটা আলাদা অনুভূতি ৷ একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া বাকি সবকটি টিমের বিরুদ্ধে জিতেছিলাম ৷ সেই সময়ের সেরা টিম ছিল অস্ট্রেলিয়া ৷ তবে ন্যাটওয়েস্টের আলাদা চার্ম রয়েছে ৷ দিনটা ছিল শনিবার ৷ দর্শক ঠাসা লর্ডসে সেই ম্যাচ জেতার অনুভূতিটা ছিল অসাধারণ ৷"

সম্ভব হলে এই প্রজন্মের তিন ক্রিকেটারকে 2003 বিশ্বকাপের দলে সুযোগ দিতেন সৌরভ ৷ সেই তিনজন হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা ৷ মায়াঙ্কের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তাঁর টিমে থাকলে দলের উপকারই হবে ৷ বিরাটকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠাতেন তিনি ৷ 2019 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী রোহিত শর্মাকেও দলে রাখতেন ৷ তবে ওপেনিংয়ের পরিবর্তে মিডল অর্ডারে পাঠাতেন তিনি ৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সুইং সমৃদ্ধ ও বাউন্সি পিচে জসপ্রীত বুমরাকে প্রয়োজন সৌরভের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.