দুবাই, 21 সেপ্টেম্বর : ম্যাচ জিততে না পারলেও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অভিষেকে নজর কেড়ে নিয়েছেন তরুণ স্পিনার রবি বিষ্ণোই । চার ওভার বল করে মাত্র 22 রান দিয়ে পন্থের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন । রবির এই পারফরমেন্সে বেজায় খুশি কোচ অনিল কুম্বলে । সেই রবি বলছেন, অভিষেকের আনন্দের চেয়ে স্নায়ুর চাপ বেশি ছিল ।
তিনি বলেন, "ম্যাচ শুরুর দিকে একটু নার্ভাস ছিলাম । অভিষেকের আনন্দের চেয়ে স্নায়ুর চাপ বেশি অনুভূত হচ্ছিল । আমি শুধু ভালো পারফরম্যান্স করে দলকে সাহায্য করতে চেয়েছিলাম ।"
অনূর্ধ্ব- 19 ক্রিকেট বিশ্বকাপে ধারাবাহিক পারফর্ম করেছিলেন রবি বিষ্ণোই । রাজস্থানের এই লেগ স্পিনারকে 2 কোটি টাকার বিনিময়ে দলে নেয় কিংস ইলেভেন পঞ্জাব । তবে প্রথম ম্যাচে সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় ছিল । যদিও এই তরুণের উপর আস্থা রেখে তাঁকে প্রথম একাদশে রাখেন কোচ অনিল কুম্বলে । মাঠে সেই ভরসার মান রেখেছেন রবি ।