দিল্লি, 17 জুন: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছেন 20 ভারতীয় জওয়ান ৷ তাঁদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ শ্রদ্ধা জানানোর পাশাপাশি চিনকে শোধরানোর পরামর্শও দেন তিনি ৷
সোমবার রক্তাক্ত হয়েছে লাদাখের গালওয়ান উপত্যকা ৷ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ প্রথমেই মৃত্যু হয়েছিল দেশের এক সেনা অফিসার সহ দুই জওয়ানের ৷ প্রচণ্ড ঠান্ডার মধ্যে আহত আরও 17 জন জওয়ানেরও পরে মৃত্যু হয় ৷ এই ঘটনায় টুইটে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা ৷
শহিদ কর্ণেল সন্তোষবাবুর ছবি পোস্ট করে বীরেন্দ্র সেহওয়াগ লেখেন, "গালওয়ান উপত্যকায় সংঘর্ষে কর্ণেল সন্তোষবাবুর আত্মত্যাগকে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই ৷ আশা করব চিন শুধরে যাবে ৷"
-
Heartfelt condolences to Col. Santosh Babu who made the Supreme Sacrifice in action at the#GalwanValley . At a time, when the world is dealing with a serious pandemic, this is the last thing we need. I hope Cheeni sudhar jaayein. pic.twitter.com/PlvE9WStEY
— Virender Sehwag (@virendersehwag) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heartfelt condolences to Col. Santosh Babu who made the Supreme Sacrifice in action at the#GalwanValley . At a time, when the world is dealing with a serious pandemic, this is the last thing we need. I hope Cheeni sudhar jaayein. pic.twitter.com/PlvE9WStEY
— Virender Sehwag (@virendersehwag) June 16, 2020Heartfelt condolences to Col. Santosh Babu who made the Supreme Sacrifice in action at the#GalwanValley . At a time, when the world is dealing with a serious pandemic, this is the last thing we need. I hope Cheeni sudhar jaayein. pic.twitter.com/PlvE9WStEY
— Virender Sehwag (@virendersehwag) June 16, 2020
শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন শিখর ধাওয়ানও ৷ শহিদ জওয়ানদের ছবি পোস্ট করে তিনি লেখেন, "তোমাদের এই আত্মত্যাগ দেশ কখনও ভুলবে না ৷ শহিদদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা রইল ৷ তোমাদের সাহসকে কুর্নিশ জানাই ৷ জয় হিন্দ ৷"
-
A sacrifice that will never be forgotten by the nation. Heartfelt condolences to the family and loved ones of the Indian Army officer and the two soldiers. Saluting your bravery, Jai Hind! 🇮🇳 #GalwanValley pic.twitter.com/Kk2Wt0WdSs
— Shikhar Dhawan (@SDhawan25) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A sacrifice that will never be forgotten by the nation. Heartfelt condolences to the family and loved ones of the Indian Army officer and the two soldiers. Saluting your bravery, Jai Hind! 🇮🇳 #GalwanValley pic.twitter.com/Kk2Wt0WdSs
— Shikhar Dhawan (@SDhawan25) June 16, 2020A sacrifice that will never be forgotten by the nation. Heartfelt condolences to the family and loved ones of the Indian Army officer and the two soldiers. Saluting your bravery, Jai Hind! 🇮🇳 #GalwanValley pic.twitter.com/Kk2Wt0WdSs
— Shikhar Dhawan (@SDhawan25) June 16, 2020