দিল্লি, 5 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন । রাত 9টায় বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান বিরাট কোহলি ও রোহিত শর্মার ।
দেশের প্রতিটি মানুষের কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, জোটবদ্ধ হয়ে আজ রাত ন'টায় প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে শুভবার্তায় শামিল হওয়ার জন্য । এবার দেশবাসীকে সেই আহ্বানে সাড়া দিতে অনুরোধ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা ।
টুইট করে আজ দেশবাসীকে এই বার্তা দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সহ অধিনায়ক । টুইটারে বিরাট কোহলি লিখেছেন, "আজ রাত 9টা 9 মিনিট । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়ে শামিল হোন ।"
অন্যদিকে, টুইট করে রোহিত শর্মা লিখেছেন, "টিম ইন্ডিয়া, এই টেস্ট ম্যাচ জেতার ওপর আমাদের জীবন নির্ভর করছে । রাত 9টা 9 মিনিট । 'দ্য গ্রেট টিম হার্ডল' যোগ দিন । লাইট টু ফাইট ।"