ETV Bharat / sports

প্রদীপ জ্বেলে কোরোনা লড়াইয়ের আহ্বান বিরাট-রোহিতের - কোরোনার বিরুদ্ধে লড়াই

আজ রাত 9টায় বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী । দেশবাসীকে সেই আহ্বানে সাড়া দিতে অনুরোধ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা ।

virat rohit
virat rohit
author img

By

Published : Apr 5, 2020, 3:47 PM IST

দিল্লি, 5 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন । রাত 9টায় বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান বিরাট কোহলি ও রোহিত শর্মার ।

দেশের প্রতিটি মানুষের কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, জোটবদ্ধ হয়ে আজ রাত ন'টায় প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে শুভবার্তায় শামিল হওয়ার জন্য । এবার দেশবাসীকে সেই আহ্বানে সাড়া দিতে অনুরোধ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা ।

টুইট করে আজ দেশবাসীকে এই বার্তা দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সহ অধিনায়ক । টুইটারে বিরাট কোহলি লিখেছেন, "আজ রাত 9টা 9 মিনিট । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়ে শামিল হোন ।"

virat rohit
টুইট করেছেন বিরাট কোহলি

অন্যদিকে, টুইট করে রোহিত শর্মা লিখেছেন, "টিম ইন্ডিয়া, এই টেস্ট ম্যাচ জেতার ওপর আমাদের জীবন নির্ভর করছে । রাত 9টা 9 মিনিট । 'দ্য গ্রেট টিম হার্ডল' যোগ দিন । লাইট টু ফাইট ।"

virat rohit
টুইট করেছেন রোহিত শর্মা

দিল্লি, 5 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন । রাত 9টায় বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান বিরাট কোহলি ও রোহিত শর্মার ।

দেশের প্রতিটি মানুষের কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, জোটবদ্ধ হয়ে আজ রাত ন'টায় প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে শুভবার্তায় শামিল হওয়ার জন্য । এবার দেশবাসীকে সেই আহ্বানে সাড়া দিতে অনুরোধ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা ।

টুইট করে আজ দেশবাসীকে এই বার্তা দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সহ অধিনায়ক । টুইটারে বিরাট কোহলি লিখেছেন, "আজ রাত 9টা 9 মিনিট । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়ে শামিল হোন ।"

virat rohit
টুইট করেছেন বিরাট কোহলি

অন্যদিকে, টুইট করে রোহিত শর্মা লিখেছেন, "টিম ইন্ডিয়া, এই টেস্ট ম্যাচ জেতার ওপর আমাদের জীবন নির্ভর করছে । রাত 9টা 9 মিনিট । 'দ্য গ্রেট টিম হার্ডল' যোগ দিন । লাইট টু ফাইট ।"

virat rohit
টুইট করেছেন রোহিত শর্মা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.