ETV Bharat / sports

ওয়ান’ডে-তে আইসিসি’র এক ও দু’নম্বরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা - icc

আইসিসি ওয়ান’ডে-তে সেরা ব্য়াটসম্য়ানদের তালিকা প্রকাশ করল ৷ যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এক ও দু’নম্বর স্থান নিজেদের দখলে রাখলেন ৷ তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ৷ অন্য়দিকে, বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন যসপ্রীত বুমরা ৷

virat-rohit-maintain-top-2-spots-in-icc-odi-rankings
ওয়ান’ডে-তে আইসিসি’র এক ও দু’নম্বরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা
author img

By

Published : Jan 27, 2021, 6:47 PM IST

দুবাই, 27 জানুয়ারি : আইসিসির ওয়ান ডে র্্য়াঙ্কিংয়ে এক নম্বর ও দু’নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মা ৷ বুধবার আইসিসি তার সাম্প্রতিক তালিকা প্রকাশ করেছে ৷ সেখানে ভারতের দুই ব্য়াটসম্য়ান নিজেদের সেরা স্পট দখলে রেখেছেন ৷ তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ৷ তিনি রোহিতের থেকে পাঁচ পয়েন্ট পিছনে রয়েছেন ৷

কোহলি গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান’ডে সিরিজে দু’টি অর্ধ শতরানের ইনিংস খেলেন ৷ যার ফলে নিজের এক নম্বর স্থানটি ধরে রাখলেন ভারত অধিনায়ক ৷ তবে, রোহিত হ্য়ামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে সেই সিরিজে খেলতে পারেননি ৷ তবে, রোহিত পয়েন্টের বিচারে অনেকটাই এগিয়ে থাকায় নিজের দুই নম্বর স্থান দখলে রেখেছেন ৷ অন্য়দিকে, বোলারদের তালিকায় জসপ্রীত বুমরা নিজের তিন নম্বর স্থান ধরে রেখেছেন ৷ তবে, অলরাউন্ডারদের তালিকায় একধাপ নিচে নেমে আট নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ৷

আরও পড়ুন :মিশন ইংল্যান্ড : চেন্নাই-এ রাহানে-রোহিত, আজ পৌঁছাবেন কোহলি

অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ এবং আয়ারল্য়ান্ডের পল স্টার্লিং আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে দুর্দান্ত পারফর্মেন্সের জন্য় বেশ কিছুটা ওপরের দিকে উঠে এসেছেন ৷

দুবাই, 27 জানুয়ারি : আইসিসির ওয়ান ডে র্্য়াঙ্কিংয়ে এক নম্বর ও দু’নম্বর স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মা ৷ বুধবার আইসিসি তার সাম্প্রতিক তালিকা প্রকাশ করেছে ৷ সেখানে ভারতের দুই ব্য়াটসম্য়ান নিজেদের সেরা স্পট দখলে রেখেছেন ৷ তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ৷ তিনি রোহিতের থেকে পাঁচ পয়েন্ট পিছনে রয়েছেন ৷

কোহলি গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান’ডে সিরিজে দু’টি অর্ধ শতরানের ইনিংস খেলেন ৷ যার ফলে নিজের এক নম্বর স্থানটি ধরে রাখলেন ভারত অধিনায়ক ৷ তবে, রোহিত হ্য়ামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে সেই সিরিজে খেলতে পারেননি ৷ তবে, রোহিত পয়েন্টের বিচারে অনেকটাই এগিয়ে থাকায় নিজের দুই নম্বর স্থান দখলে রেখেছেন ৷ অন্য়দিকে, বোলারদের তালিকায় জসপ্রীত বুমরা নিজের তিন নম্বর স্থান ধরে রেখেছেন ৷ তবে, অলরাউন্ডারদের তালিকায় একধাপ নিচে নেমে আট নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ৷

আরও পড়ুন :মিশন ইংল্যান্ড : চেন্নাই-এ রাহানে-রোহিত, আজ পৌঁছাবেন কোহলি

অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ এবং আয়ারল্য়ান্ডের পল স্টার্লিং আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে দুর্দান্ত পারফর্মেন্সের জন্য় বেশ কিছুটা ওপরের দিকে উঠে এসেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.