ETV Bharat / sports

ICC ব়্যাঙ্কিংয়ে শীর্ষে কোহলি, দুইয়ে রোহিত - বিরাট কোহলি

বুধবার প্রকাশিত ব়্যাঙ্কিং অনুযায়ী বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা আছেন দ্বিতীয় স্থানে ৷ তাঁর পয়েন্ট 719 ৷ বোলারদের তালিকায় শীর্ষে আছেন নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৷

বিরাট ও রোহিত
বিরাট ও রোহিত
author img

By

Published : Aug 5, 2020, 10:07 PM IST

দিল্লি, 5 অগাস্ট: কোরোনা সংক্রমণের জেরে বেশ কয়েকদিন ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা ৷ বেশ কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ICC-র সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং-এ 1 নম্বর ও 2 নম্বর স্থান ধরে রাখলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা ৷

বুধবার প্রকাশিত ব়্যাঙ্কিং অনুযায়ী বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা আছেন দ্বিতীয় স্থানে ৷ তাঁর পয়েন্ট 719 ৷ বোলারদের তালিকায় শীর্ষে আছেন নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৷ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 871 পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বিরাট ৷ 855 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা ৷ পাকিস্তানের বাবর আজম 829 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ৷

আরও পড়ুন:- অধিনায়ক হিসেবে ছয় মারার রেকর্ডে ধোনিকে পিছনে ফেললেন মরগ্যান

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ম্যাচে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনের শতরানের দৌলতে ব়্যাঙ্কিংয়ে 4 ধাপ উন্নতি হয়েছে ৷ বর্তমানে তিনি 42 তম স্থানে আছেন ৷ অন্যদিকে শেষ ম্যাচে শতরান করেন আয়ারল্য়ান্ডের সহ অধিনায়ক পল স্টারলিং ৷ ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে তিনি রয়েছেন 26 নম্বরে ৷

আরও পড়ুন :- নির্বাচকরা যে আমাকে চায় না সেটা ধোনিই আমাকে দেখিয়েছিল : যুবরাজ

দিল্লি, 5 অগাস্ট: কোরোনা সংক্রমণের জেরে বেশ কয়েকদিন ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা ৷ বেশ কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ICC-র সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং-এ 1 নম্বর ও 2 নম্বর স্থান ধরে রাখলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা ৷

বুধবার প্রকাশিত ব়্যাঙ্কিং অনুযায়ী বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা আছেন দ্বিতীয় স্থানে ৷ তাঁর পয়েন্ট 719 ৷ বোলারদের তালিকায় শীর্ষে আছেন নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৷ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 871 পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বিরাট ৷ 855 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা ৷ পাকিস্তানের বাবর আজম 829 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ৷

আরও পড়ুন:- অধিনায়ক হিসেবে ছয় মারার রেকর্ডে ধোনিকে পিছনে ফেললেন মরগ্যান

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ম্যাচে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনের শতরানের দৌলতে ব়্যাঙ্কিংয়ে 4 ধাপ উন্নতি হয়েছে ৷ বর্তমানে তিনি 42 তম স্থানে আছেন ৷ অন্যদিকে শেষ ম্যাচে শতরান করেন আয়ারল্য়ান্ডের সহ অধিনায়ক পল স্টারলিং ৷ ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে তিনি রয়েছেন 26 নম্বরে ৷

আরও পড়ুন :- নির্বাচকরা যে আমাকে চায় না সেটা ধোনিই আমাকে দেখিয়েছিল : যুবরাজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.