মুম্বই, 4 জুন: কেউ বলছেন বর্বরোচিত কাজ ৷ কারও মতে, এটা কাপুরুষোচিত কাজ ৷ কেরালায় গর্ভবতী হাতিরকে নির্মম হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা ৷ এমন নৃশংস ঘটনায় মন ভেঙে গেছে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার ৷ ঘটনায় জড়িতদের কাপুরুষ আখ্যা দিয়েছেন মেন ইন ব্লু অধিনায়ক বিরাট কোহলি ৷
আনারসের মধ্যে বাজি পুরে খাইয়ে ছয়মাসের গর্ভবতী হাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কেরলে ৷ যা নিয়ে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে ৷ পশুপ্রেমিক হিসেবে পরিচিত ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও চুপ করে থাকেননি ৷ ক্ষোভ ও হতাশা প্রকাশ করে টুইটে বিরাট লিখেছেন, "কেরলের ঘটনা শুনে আমি হতভম্ব ৷ পশুদের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ করা উচিত ৷ বন্ধ হোক এমন কাপুরুষোচিত কাজ ৷"
-
Appalled to hear about what happened in Kerala. Let's treat our animals with love and bring an end to these cowardly acts. pic.twitter.com/3oIVZASpag
— Virat Kohli (@imVkohli) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Appalled to hear about what happened in Kerala. Let's treat our animals with love and bring an end to these cowardly acts. pic.twitter.com/3oIVZASpag
— Virat Kohli (@imVkohli) June 3, 2020Appalled to hear about what happened in Kerala. Let's treat our animals with love and bring an end to these cowardly acts. pic.twitter.com/3oIVZASpag
— Virat Kohli (@imVkohli) June 3, 2020
ওপেনার রোহিত শর্মা লিখেছেন, "আমরা বর্বর ৷ আমরা কী কখনও শিক্ষিত হতে পারব না ? কেরালায় ওই হাতিটির সঙ্গে যা ঘটেছে তা হৃদয়বিদারক ৷ পশুদের প্রতি কখনওই এমন নিষ্ঠুর আচরণ করা ঠিক নয় ৷"
-
We are savages. Are we not learning ? To hear what happened to the elephant in Kerala was heartbreaking. No animal deserves to be treated with cruelty.
— Rohit Sharma (@ImRo45) June 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are savages. Are we not learning ? To hear what happened to the elephant in Kerala was heartbreaking. No animal deserves to be treated with cruelty.
— Rohit Sharma (@ImRo45) June 4, 2020We are savages. Are we not learning ? To hear what happened to the elephant in Kerala was heartbreaking. No animal deserves to be treated with cruelty.
— Rohit Sharma (@ImRo45) June 4, 2020
প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও ৷ তাঁর টুইট, "হাতিটি গর্ভবতী ছিল ৷ কারও ক্ষতিও করেনি ৷ আশা করছি যারা এই কাজ করেছে তারা কঠিন শাস্তি পাবে ৷ আমরা কি আদৌও উন্নত প্রজাতির মানুষ ?"
-
She was a harmless, pregnant Elephant. That makes the people who did what they did, monsters and I hope so hard that they pay a price. We keep failing nature over and over again. Remind me how we’re the more evolved species?
— Sunil Chhetri (@chetrisunil11) June 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">She was a harmless, pregnant Elephant. That makes the people who did what they did, monsters and I hope so hard that they pay a price. We keep failing nature over and over again. Remind me how we’re the more evolved species?
— Sunil Chhetri (@chetrisunil11) June 3, 2020She was a harmless, pregnant Elephant. That makes the people who did what they did, monsters and I hope so hard that they pay a price. We keep failing nature over and over again. Remind me how we’re the more evolved species?
— Sunil Chhetri (@chetrisunil11) June 3, 2020