ETV Bharat / sports

অনুষ্কা প্রযোজিত "পাতাল লোক" দেখে মুগ্ধ বিরাট - Virat Kohli Hails 'Pataal Lok'

লকডাউনের মধ্যে বাড়িতে বসে পুরো সিরিজ়টাই দেখে ফেলেছেন বিরাট । স্ত্রীর নতুন ভেঞ্চার নিয়ে তাই মতামত জানাতেও ভুললেন না ।

Virat kohli
Virat kohli
author img

By

Published : May 16, 2020, 8:22 PM IST

মুম্বই, 16 মে: হাজার ব্যস্ততার মাঝেও স্ত্রী-র অভিনীত সিনেমা দেখাটা কোনওভাবেই মিস করেন না তিনি । সেই ছবি এবং অভিনয় সম্পর্কে সোশাল মিডিয়ায় মতামত জানাতেও ভোলেন না । এবার অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ় "পাতাল লোক" দেখে মুগ্ধ হলেন বিরাট কোহলি । সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে টানটান উত্তেজনার ওয়েব সিরিজ় দেখে সোশাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারত অধিনায়ক ।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে প্রযোজনায় হাত পাকিয়েছেন অনুষ্কা শর্মা । সেইসব ছবি সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ সমাদৃত হয়েছে । পাতাল লোক প্রযোজনার মাধ্যমে এই প্রথম ডিজিটাল দুনিয়ায় পা রাখলেন অনুষ্কা । লকডাউনের মধ্যে বাড়িতে বসে পুরো সিরিজ়টাই দেখে ফেলেছেন বিরাট । স্ত্রীর নতুন ভেঞ্চার নিয়ে তাই মতামত জানাতেও ভুললেন না । টুইটারে লিখলেন, "একটু আগেই পুরো সিরিজ়টা শেষ করলাম । গল্প বলার দিক থেকে এটি একটি অনবদ্য সিরিজ় হতে চলেছে তা আগেই বুঝেছিলাম । চিত্রনাট্য এবং অভিনয় অসাধারণ । এখন সবার মতামত দেখে বুঝতে পারছি আমি ঠিকই ভেবেছিলাম ।" এরপর অনুষ্কার উদ্দেশে লেখেন, "এমন একটা সুন্দর সিরিজ় তৈরি করার জন্য তোমার প্রতি গর্ব অনুভব করছি ।"

  • Having watched the whole season of PAATAL LOK a while ago, I knew it's a masterpiece of story telling, screenplay and tremendous acting 👏. Proud of my love @AnushkaSharma for producing such a gripping series and believing in her team along with our bhaiji #KarneshSharma 😃🙏💯 pic.twitter.com/RPGuYHGgMe

    — Virat Kohli (@imVkohli) May 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউনে ক্রিকেট থেকে এখন দূরে কোহলি । বরং এই সময়টা স্ত্রী অনুষ্কার সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন । দু'জনে প্রায়ই নানান ছবি পোস্ট করে থাকেন । তার মধ্যেই পাতাল লোকের স্ট্রিমিং শুরু হয়ে গেছে । আপাতত এই ক্রিকেটার-অভিনেত্রী দম্পতি পাতাল লোকে মজে ।

মুম্বই, 16 মে: হাজার ব্যস্ততার মাঝেও স্ত্রী-র অভিনীত সিনেমা দেখাটা কোনওভাবেই মিস করেন না তিনি । সেই ছবি এবং অভিনয় সম্পর্কে সোশাল মিডিয়ায় মতামত জানাতেও ভোলেন না । এবার অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ় "পাতাল লোক" দেখে মুগ্ধ হলেন বিরাট কোহলি । সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে টানটান উত্তেজনার ওয়েব সিরিজ় দেখে সোশাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারত অধিনায়ক ।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে প্রযোজনায় হাত পাকিয়েছেন অনুষ্কা শর্মা । সেইসব ছবি সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ সমাদৃত হয়েছে । পাতাল লোক প্রযোজনার মাধ্যমে এই প্রথম ডিজিটাল দুনিয়ায় পা রাখলেন অনুষ্কা । লকডাউনের মধ্যে বাড়িতে বসে পুরো সিরিজ়টাই দেখে ফেলেছেন বিরাট । স্ত্রীর নতুন ভেঞ্চার নিয়ে তাই মতামত জানাতেও ভুললেন না । টুইটারে লিখলেন, "একটু আগেই পুরো সিরিজ়টা শেষ করলাম । গল্প বলার দিক থেকে এটি একটি অনবদ্য সিরিজ় হতে চলেছে তা আগেই বুঝেছিলাম । চিত্রনাট্য এবং অভিনয় অসাধারণ । এখন সবার মতামত দেখে বুঝতে পারছি আমি ঠিকই ভেবেছিলাম ।" এরপর অনুষ্কার উদ্দেশে লেখেন, "এমন একটা সুন্দর সিরিজ় তৈরি করার জন্য তোমার প্রতি গর্ব অনুভব করছি ।"

  • Having watched the whole season of PAATAL LOK a while ago, I knew it's a masterpiece of story telling, screenplay and tremendous acting 👏. Proud of my love @AnushkaSharma for producing such a gripping series and believing in her team along with our bhaiji #KarneshSharma 😃🙏💯 pic.twitter.com/RPGuYHGgMe

    — Virat Kohli (@imVkohli) May 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউনে ক্রিকেট থেকে এখন দূরে কোহলি । বরং এই সময়টা স্ত্রী অনুষ্কার সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন । দু'জনে প্রায়ই নানান ছবি পোস্ট করে থাকেন । তার মধ্যেই পাতাল লোকের স্ট্রিমিং শুরু হয়ে গেছে । আপাতত এই ক্রিকেটার-অভিনেত্রী দম্পতি পাতাল লোকে মজে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.