ETV Bharat / sports

নয়া শিরোপা, 'ক্রিকেট বাইবেল'-এ দশকের সেরা পাঁচে কোহলি

ফের সেরার শিরোপা ৷ ‘‘তাঁর প্রতিভা দিন দিন প্রকাশ পেয়েছে ৷ 2014 সালের ইংল্যান্ড সফরের পর সম্প্রতি ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল 63 ৷ 21টি শতরান ও 13টি অর্ধশতরান করেছেন তিনি ৷’’ বিরাটের সম্পর্কে এমনই মত উইজ়ডেনের ৷

image
বিরাট কোহলি
author img

By

Published : Dec 26, 2019, 2:10 PM IST

লন্ডন, 26 ডিসেম্বর : নতুন পালক বিরাট কোহলির মুকুটে ৷ ক্রিকেটের বাইবেল অর্থাৎ উইজ়ডেনের দশকের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ঢুকে পরলেন ভারত অধিনায়ক ৷ কোহলি ছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন স্টিভ স্মিথ, ডেল স্টেইন, এবি ডিভিলিয়ার্স ও অজ়ি মহিলা ক্রিকেটার এলিসে পেরি ৷

‘‘তাঁর প্রতিভা দিন দিন প্রকাশ পেয়েছে ৷ 2014 সালের ইংল্যান্ড সফরের পর সম্প্রতি ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল 63 ৷ 21টি শতরান ও 13টি অর্ধশতরান করেছেন তিনি ৷’’ বিরাটের সম্পর্কে এমনই মত ইংল্যান্ডের পত্রিকা উইজ়ডেনের ৷ একই সঙ্গে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে ক্রিকেটের তিনটি সংস্করণেই তাঁর ব্যাটিং গড় 50-র উপরে ৷

সম্প্রতি ICC একটি তথ্য প্রকাশ করে ৷ যেখানে দেখা যায় এই দশকে বিশ্বের সমস্ত ক্রিকেটারের থেকে 5775 রান বেশি করেছেন বিরাট কোহলি ৷ এমনকি 22টি আন্তর্জাতিক শতরানও তিনি বেশি করেছেন অন্য কোনও ক্রিকেটারের থেকে ৷

2019 সালে ক্রিকেটের সমস্ত সংস্করণে 2370 রান করেছেন বিরাট ৷ ব্যাটিং গড় ছিল 64.05 ৷ টানা চার বছর প্রতি বছরে 2000-র উপর রান করার বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি ৷

উইজ়ডেনের টেস্ট দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি ৷ একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয় উইজ়ডেনের একদিনের দলেও জায়গা করে নিয়েছেন ৷ ভারত থেকে কোহলি ছাড়াও একদিনের দলে জায়গা করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ৷

লন্ডন, 26 ডিসেম্বর : নতুন পালক বিরাট কোহলির মুকুটে ৷ ক্রিকেটের বাইবেল অর্থাৎ উইজ়ডেনের দশকের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ঢুকে পরলেন ভারত অধিনায়ক ৷ কোহলি ছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন স্টিভ স্মিথ, ডেল স্টেইন, এবি ডিভিলিয়ার্স ও অজ়ি মহিলা ক্রিকেটার এলিসে পেরি ৷

‘‘তাঁর প্রতিভা দিন দিন প্রকাশ পেয়েছে ৷ 2014 সালের ইংল্যান্ড সফরের পর সম্প্রতি ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল 63 ৷ 21টি শতরান ও 13টি অর্ধশতরান করেছেন তিনি ৷’’ বিরাটের সম্পর্কে এমনই মত ইংল্যান্ডের পত্রিকা উইজ়ডেনের ৷ একই সঙ্গে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে ক্রিকেটের তিনটি সংস্করণেই তাঁর ব্যাটিং গড় 50-র উপরে ৷

সম্প্রতি ICC একটি তথ্য প্রকাশ করে ৷ যেখানে দেখা যায় এই দশকে বিশ্বের সমস্ত ক্রিকেটারের থেকে 5775 রান বেশি করেছেন বিরাট কোহলি ৷ এমনকি 22টি আন্তর্জাতিক শতরানও তিনি বেশি করেছেন অন্য কোনও ক্রিকেটারের থেকে ৷

2019 সালে ক্রিকেটের সমস্ত সংস্করণে 2370 রান করেছেন বিরাট ৷ ব্যাটিং গড় ছিল 64.05 ৷ টানা চার বছর প্রতি বছরে 2000-র উপর রান করার বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি ৷

উইজ়ডেনের টেস্ট দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি ৷ একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয় উইজ়ডেনের একদিনের দলেও জায়গা করে নিয়েছেন ৷ ভারত থেকে কোহলি ছাড়াও একদিনের দলে জায়গা করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ৷

Indore (Madhya Pradesh), Dec 26 (ANI): BJP national general secretary Kailash Vijayvargiya has slammed Chief Minister of Madhya Pradesh, Kamal Nath for refusing to implement the Citizenship Amendment Act (CAA) in the state and said that he should read the Constitution. He also asserted that all the states are bound to implement the new citizenship law. "He (Kamal Nath) should read the Constitution of the country. Once a bill is passed by the Parliament and becomes an Act, all the states are bound to implement it under Article 252 of the Constitution," Vijayvargiya told ANI. Part XI of the Constitution of India, which includes Article 245 to Article 263, dictates the relationship between the union government and the state governments. Vijayvargiya said that it was unfortunate when a person sitting on a constitutional position "says such unconstitutional things". "Politics is only one thing, however, Congress is only worrying about their power and vote bank. They are not thinking about the country," the BJP leader said. Asked about All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi's opposition to the new citizenship law, Vijayvargiya asserted he will oppose whatever the BJP does. "Owaisi will always do this. If the BJP says that milk is white, he will say no, it is black. The day Owaisi wants to understand the act, he will. He is an intelligent man. But as long as he is not willing to, there is nothing anyone can do," he said.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.