ETV Bharat / sports

ধোনিকে পিছনে ফেলে টেস্টে 'বিরাট' রেকর্ড

নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি ৷ পিছনে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ৷ 10 টি টেস্ট ম্যাচে ইনিংসে জয় তুলে নিয়ে রেকর্ড গড়লেন বর্তমান ভারত অধিনায়ক ৷

কোহলি
author img

By

Published : Nov 16, 2019, 10:54 PM IST

ইন্দোর, 16 নভেম্বর : ধোনির রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি ৷ ইন্দোরের হোলকারে এক ইনিংস ও 130 রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত ৷ আর এই জয়ের সঙ্গে সঙ্গেই রেকর্ড বুকে নাম তুলে ফেললেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি ৷

মাত্র 3 দিনেই হোলকার টেস্ট জয় করে ভারত ৷ আর এই জয়ের পরেই 10টি টেস্ট ম্যাচে ইনিংসে জয় তুলে নিয়ে নজির গড়লেন বিরাট কোহলি ৷ এর আগে মহেন্দ্র সিং ধোনির 9 টি টেস্ট ম্যাচে ইনিংস জয়ের রেকর্ড ছিল ৷ যা ভারতীয়দের মধ্যে কোনও অধিনায়কের সর্বোচ্চ ৷ ইন্দোরে ধোনির সেই রেকর্ড ভাঙলেন মেন ইন ব্লুর বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ৷

মহম্মদ আজ়হারউদ্দিন ও সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে ৷ আজ়হারের অধিনায়কত্বে 8 টি টেস্টে ইনিংসে জয় পেয়েছে ভারত ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ইনিংসে জয় লাভ করেছিলেন 7 টি টেস্ট ম্যাচে ৷

এই ম্যাচে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এগিয়ে গেল ভারত ৷ বর্তমানে 6 টি টেস্টের 6 টি তেই জয় লাভ করে 300 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে কোহলির ভারত ৷ 2 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড ৷

ইন্দোর, 16 নভেম্বর : ধোনির রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি ৷ ইন্দোরের হোলকারে এক ইনিংস ও 130 রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত ৷ আর এই জয়ের সঙ্গে সঙ্গেই রেকর্ড বুকে নাম তুলে ফেললেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি ৷

মাত্র 3 দিনেই হোলকার টেস্ট জয় করে ভারত ৷ আর এই জয়ের পরেই 10টি টেস্ট ম্যাচে ইনিংসে জয় তুলে নিয়ে নজির গড়লেন বিরাট কোহলি ৷ এর আগে মহেন্দ্র সিং ধোনির 9 টি টেস্ট ম্যাচে ইনিংস জয়ের রেকর্ড ছিল ৷ যা ভারতীয়দের মধ্যে কোনও অধিনায়কের সর্বোচ্চ ৷ ইন্দোরে ধোনির সেই রেকর্ড ভাঙলেন মেন ইন ব্লুর বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ৷

মহম্মদ আজ়হারউদ্দিন ও সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে ৷ আজ়হারের অধিনায়কত্বে 8 টি টেস্টে ইনিংসে জয় পেয়েছে ভারত ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ইনিংসে জয় লাভ করেছিলেন 7 টি টেস্ট ম্যাচে ৷

এই ম্যাচে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এগিয়ে গেল ভারত ৷ বর্তমানে 6 টি টেস্টের 6 টি তেই জয় লাভ করে 300 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে কোহলির ভারত ৷ 2 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড ৷

Jaipur (Rajasthan), November 15 (ANI): To mark the 130th birth anniversary of first Prime Minister Jawahar Lal Nehru a special programme was organized at Rajasthan Chief Minister Ashok Gehlot's residence in Jaipur. The school children offered red roses to Chief Minister while greeting him on 'Baal Diwas'. Gehlot also exchanged greetings with children who had come from various government schools. On this occasion, CM said that the government will establish Jawahar Lal Nehru Baal Sahitya Academy to promote the sense of service towards nation and society among our children. It will also distribute children's literature to the them. CM Gehlot also asked children to read biographies of Mahatma Gandhi, Nehru and other great personalities for inspiration.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.