বেঙ্গালুরু, 20 জানুয়ারি : একসময় তাঁর রেকর্ড কে ভাঙতে পারবেন, সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন লিটল মাস্টার নিজেই । শচিনের সেদিন বিশ্বাস ছিল বিরাটই পারেন তাঁর একদিনের রেকর্ড ভাঙতে । আজ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেন শচিনকে সত্যি প্রমাণ করার আরও এক সিঁড়ি টপকালেন বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক । শুধু দেশ জিতল তাই নয়, জোড়া রেকর্ড করে ফের একবার মুকুটে নয়া পালক যোগ করলেন আধুনিক ক্রিকেটের এই রান মাস্টার ।
আজ 100তম 50 বা তার বেশি স্কোর করার নজির গড়ে ফেললেন এই ডান হাতি । একই সঙ্গে অধিনায়কত্ব যে তাঁর খেলাতে বিন্দুমাত্র চাপ সৃষ্টি করতে পারেনি, তা প্রমাণও করে ফেললেন আর একবার । অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের গণ্ডিও টপকে ফেললেন কোহলি ।
শতরানের নিরিখে আর মাত্র সাত পা দূরে রেকর্ড করতে । ইতিমধ্যে, একদিনের ম্যাচে 43টি শতরান করে ফেলেছেন বিরাট । সামনে কেবল শচিনের 49 । সন্দেহ নেই অতি শীঘ্রই লিটল মাস্টারের এই শতরানের মাইল ফলক ভাঙতে চলেছেন কোহলি । তবে এরই মধ্যে শচিনকেও টক্কর দিয়ে ফেলেছেন বিরাট । 452 ইনিংসে মাস্টার ব্লাস্টার 145বার 50-এর উপর রান করেছেন । এর মধ্যে 49বার তা তিন অঙ্কে পৌঁছায় । আর মাত্র 236 ইনিংসেই 100 বার 50-এর বেশি রান করে ফেললেন বিরাট ।
শচিনের পরই রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা । 380 ইনিংসে 118বার 50-এর বেশি রান করার এই বাঁ হাতির শতরান 25টা । প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিং 365 ইনিংসে 112বার অর্ধশতর গণ্ডি টপকে ছিলেন । পন্টিংয়ের খাতায় শতরান 30টা । আর তালিকায় উপরদিকে ঠাঁই রয়েছে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জ্যাক ক্যালিসের । ডান হাতি এই অলরাউন্ডারটি 314 ইনিংসের মধ্যে 103বার 50-এর বেশি রান করলেও তা তিন অঙ্কে পৌঁছতে পেরেছিলেন মাত্র 17বার । এই ছোট্ট পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে ক্রিকেটের বহু চর্চিত নায়কদের রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে শিখর দখলের লড়াইয়ে বিরাটই ।
আবার, বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে মাত্র82 ইনিংসে পাঁচ হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেললেন কোহলি । এতদিন এই রেকর্ড ছিল আর এক ভারতীয়র দখলে । মহেন্দ্র সিং ধোনি 127 ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন । মিস্টার কুলের থেকে 45 ইনিংস কম খেলেই নতুন রেকর্ড গড়লেন কোহলি । কোহলি বা ধোনির থেকে একটু পিছিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় । 136 ইনিংসে ক্রিকেটের মহারাজ পাঁচ হাজার রান করেছিলেন । সৌরভের সঙ্গে প্রায় একই পংক্তিতে আরও দুই ক্রিকেট নক্ষত্রের নাম আলোচিত । একজন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ এবং অজ়ি অধিনায়ক রিকি পন্টিং । স্মিথ 135 ইনিংসে এবং পন্টিং 131 ইনিংসে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হয়েছিলেন । অর্থাৎ এই তালিকাতেও পূর্বসূরীদের বেশ কিছুটা পিছনে ফেলে দিলেন বিরাট ।