ETV Bharat / sports

সৌরভ-পন্টিংদের পাঁচ হাজারি ক্লাবের শীর্ষে অধিনায়ক কোহলি - Virat Kohli

অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের গণ্ডিও টপকে ফেললেন কোহলি । শতরানের নিরিখে আর মাত্র সাত পা দূরে রেকর্ড করতে । ইতিমধ্যে, একদিনের ম্যাচে 43টি শতরান করে ফেলেছেন বিরাট । সামনে কেবল শচিনের 49 । সন্দেহ নেই অতি শীঘ্রই লিটল মাস্টারের এই শতরানের মাইল ফলক ভাঙতে চলেছেন কোহলি ।

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Jan 20, 2020, 12:38 AM IST

Updated : Jan 20, 2020, 12:51 AM IST

বেঙ্গালুরু, 20 জানুয়ারি : একসময় তাঁর রেকর্ড কে ভাঙতে পারবেন, সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন লিটল মাস্টার নিজেই । শচিনের সেদিন বিশ্বাস ছিল বিরাটই পারেন তাঁর একদিনের রেকর্ড ভাঙতে । আজ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেন শচিনকে সত্যি প্রমাণ করার আরও এক সিঁড়ি টপকালেন বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক । শুধু দেশ জিতল তাই নয়, জোড়া রেকর্ড করে ফের একবার মুকুটে নয়া পালক যোগ করলেন আধুনিক ক্রিকেটের এই রান মাস্টার ।

আজ 100তম 50 বা তার বেশি স্কোর করার নজির গড়ে ফেললেন এই ডান হাতি । একই সঙ্গে অধিনায়কত্ব যে তাঁর খেলাতে বিন্দুমাত্র চাপ সৃষ্টি করতে পারেনি, তা প্রমাণও করে ফেললেন আর একবার । অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের গণ্ডিও টপকে ফেললেন কোহলি ।

শতরানের নিরিখে আর মাত্র সাত পা দূরে রেকর্ড করতে । ইতিমধ্যে, একদিনের ম্যাচে 43টি শতরান করে ফেলেছেন বিরাট । সামনে কেবল শচিনের 49 । সন্দেহ নেই অতি শীঘ্রই লিটল মাস্টারের এই শতরানের মাইল ফলক ভাঙতে চলেছেন কোহলি । তবে এরই মধ্যে শচিনকেও টক্কর দিয়ে ফেলেছেন বিরাট । 452 ইনিংসে মাস্টার ব্লাস্টার 145বার 50-এর উপর রান করেছেন । এর মধ্যে 49বার তা তিন অঙ্কে পৌঁছায় । আর মাত্র 236 ইনিংসেই 100 বার 50-এর বেশি রান করে ফেললেন বিরাট ।

শচিনের পরই রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা । 380 ইনিংসে 118বার 50-এর বেশি রান করার এই বাঁ হাতির শতরান 25টা । প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিং 365 ইনিংসে 112বার অর্ধশতর গণ্ডি টপকে ছিলেন । পন্টিংয়ের খাতায় শতরান 30টা । আর তালিকায় উপরদিকে ঠাঁই রয়েছে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জ্যাক ক্যালিসের । ডান হাতি এই অলরাউন্ডারটি 314 ইনিংসের মধ্যে 103বার 50-এর বেশি রান করলেও তা তিন অঙ্কে পৌঁছতে পেরেছিলেন মাত্র 17বার । এই ছোট্ট পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে ক্রিকেটের বহু চর্চিত নায়কদের রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে শিখর দখলের লড়াইয়ে বিরাটই ।

আবার, বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে মাত্র82 ইনিংসে পাঁচ হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেললেন কোহলি । এতদিন এই রেকর্ড ছিল আর এক ভারতীয়র দখলে । মহেন্দ্র সিং ধোনি 127 ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন । মিস্টার কুলের থেকে 45 ইনিংস কম খেলেই নতুন রেকর্ড গড়লেন কোহলি । কোহলি বা ধোনির থেকে একটু পিছিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় । 136 ইনিংসে ক্রিকেটের মহারাজ পাঁচ হাজার রান করেছিলেন । সৌরভের সঙ্গে প্রায় একই পংক্তিতে আরও দুই ক্রিকেট নক্ষত্রের নাম আলোচিত । একজন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ এবং অজ়ি অধিনায়ক রিকি পন্টিং । স্মিথ 135 ইনিংসে এবং পন্টিং 131 ইনিংসে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হয়েছিলেন । অর্থাৎ এই তালিকাতেও পূর্বসূরীদের বেশ কিছুটা পিছনে ফেলে দিলেন বিরাট ।

বেঙ্গালুরু, 20 জানুয়ারি : একসময় তাঁর রেকর্ড কে ভাঙতে পারবেন, সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন লিটল মাস্টার নিজেই । শচিনের সেদিন বিশ্বাস ছিল বিরাটই পারেন তাঁর একদিনের রেকর্ড ভাঙতে । আজ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেন শচিনকে সত্যি প্রমাণ করার আরও এক সিঁড়ি টপকালেন বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক । শুধু দেশ জিতল তাই নয়, জোড়া রেকর্ড করে ফের একবার মুকুটে নয়া পালক যোগ করলেন আধুনিক ক্রিকেটের এই রান মাস্টার ।

আজ 100তম 50 বা তার বেশি স্কোর করার নজির গড়ে ফেললেন এই ডান হাতি । একই সঙ্গে অধিনায়কত্ব যে তাঁর খেলাতে বিন্দুমাত্র চাপ সৃষ্টি করতে পারেনি, তা প্রমাণও করে ফেললেন আর একবার । অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানের গণ্ডিও টপকে ফেললেন কোহলি ।

শতরানের নিরিখে আর মাত্র সাত পা দূরে রেকর্ড করতে । ইতিমধ্যে, একদিনের ম্যাচে 43টি শতরান করে ফেলেছেন বিরাট । সামনে কেবল শচিনের 49 । সন্দেহ নেই অতি শীঘ্রই লিটল মাস্টারের এই শতরানের মাইল ফলক ভাঙতে চলেছেন কোহলি । তবে এরই মধ্যে শচিনকেও টক্কর দিয়ে ফেলেছেন বিরাট । 452 ইনিংসে মাস্টার ব্লাস্টার 145বার 50-এর উপর রান করেছেন । এর মধ্যে 49বার তা তিন অঙ্কে পৌঁছায় । আর মাত্র 236 ইনিংসেই 100 বার 50-এর বেশি রান করে ফেললেন বিরাট ।

শচিনের পরই রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা । 380 ইনিংসে 118বার 50-এর বেশি রান করার এই বাঁ হাতির শতরান 25টা । প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিং 365 ইনিংসে 112বার অর্ধশতর গণ্ডি টপকে ছিলেন । পন্টিংয়ের খাতায় শতরান 30টা । আর তালিকায় উপরদিকে ঠাঁই রয়েছে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জ্যাক ক্যালিসের । ডান হাতি এই অলরাউন্ডারটি 314 ইনিংসের মধ্যে 103বার 50-এর বেশি রান করলেও তা তিন অঙ্কে পৌঁছতে পেরেছিলেন মাত্র 17বার । এই ছোট্ট পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে ক্রিকেটের বহু চর্চিত নায়কদের রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে শিখর দখলের লড়াইয়ে বিরাটই ।

আবার, বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে মাত্র82 ইনিংসে পাঁচ হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেললেন কোহলি । এতদিন এই রেকর্ড ছিল আর এক ভারতীয়র দখলে । মহেন্দ্র সিং ধোনি 127 ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন । মিস্টার কুলের থেকে 45 ইনিংস কম খেলেই নতুন রেকর্ড গড়লেন কোহলি । কোহলি বা ধোনির থেকে একটু পিছিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় । 136 ইনিংসে ক্রিকেটের মহারাজ পাঁচ হাজার রান করেছিলেন । সৌরভের সঙ্গে প্রায় একই পংক্তিতে আরও দুই ক্রিকেট নক্ষত্রের নাম আলোচিত । একজন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ এবং অজ়ি অধিনায়ক রিকি পন্টিং । স্মিথ 135 ইনিংসে এবং পন্টিং 131 ইনিংসে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হয়েছিলেন । অর্থাৎ এই তালিকাতেও পূর্বসূরীদের বেশ কিছুটা পিছনে ফেলে দিলেন বিরাট ।

Hoshiarpur (Punjab), Jan 19 (ANI): Parents with infants were made to wait at the polio vaccination camp in Hoshiarpur for nearly 2 hours on January 19. The delay was alleged attributed to late arrival of Congress Minister Sunder Sham Arora. He was invited as chief guest at the camp organised on National Polio Day.
Last Updated : Jan 20, 2020, 12:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.