ETV Bharat / sports

বিরাট বর্তমান প্রজন্মের জিশু খ্রিষ্ট, বললেন সোয়ান - pakistan

কোহলিকে নিজের অন্যতম পছন্দের মানুষ বললেন প্রাক্তন ইংলিশ স্পিনার গ্রেম সোয়ান । পাশাপাশি কোহলিকে বর্তমান প্রজন্মের জিশু খ্রিষ্টের সঙ্গে তুলনা করলেন তিনি ।

বিরাট
author img

By

Published : Jun 26, 2019, 10:47 PM IST

Updated : Jun 26, 2019, 10:57 PM IST

লন্ডন, 26 জুন : পাকিস্তানের বিরুদ্ধে আউট না হয়েও মাঠ ছাড়ায় সমর্থকরা তাঁর উপর রুষ্ট হয়েছিলেন । তবে সেই ঘটনার প্রেক্ষিতে বিরাট কোহলিকে বর্তমান প্রজন্মের জিশু খ্রিষ্টের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন ইংলিশ স্পিনার গ্রেম সোয়ান ।

গ্রেম সোয়ান
গ্রেম সোয়ান

নিজের পডকাস্ট শো-তে গ্রেম সোয়ান বলেন, "যারা আউট হয়েও ক্রিজ়ে দাড়িয়ে থাকেন আমি চিরকাল তাঁদের অপছন্দ করেছি । যাঁরা ভাবেন আম্পায়ার আউট দিলে প্যাভিলিয়নে ফিরবেন তাঁরা নিজেদের সঙ্গে প্রতারণা করে বলে আমার মনে হয় । অবশ্য বিরাট এতটাই সৎ যে আম্পায়ার আউট না দিলেও তাঁর মনে হয়েছিল তিনি আউট হয়েছেন, তাই তিনি মাঠ ছাড়েন ।"

পাশাপাশি কোহলিকে নিজের অন্যতম পছন্দের মানুষও বলেন সোয়ান । স্টিভ স্মিথকে সমর্থন করার ঘটনাতেও কোহলির প্রশংসা করেন সোয়ান । ভারতের বিরুদ্ধে ওভালে ডিপে ফিল্ডিং করছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ । স্টেডিয়াম থেকে তাঁর দিকে উড়ে আসছিল বিদ্রুপ । বিষয়টি নজরে পড়ে কোহলির । এগিয়ে আসেন তিনি । ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে স্মিথকে উৎসাহিত করতে বলেন ।

লন্ডন, 26 জুন : পাকিস্তানের বিরুদ্ধে আউট না হয়েও মাঠ ছাড়ায় সমর্থকরা তাঁর উপর রুষ্ট হয়েছিলেন । তবে সেই ঘটনার প্রেক্ষিতে বিরাট কোহলিকে বর্তমান প্রজন্মের জিশু খ্রিষ্টের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন ইংলিশ স্পিনার গ্রেম সোয়ান ।

গ্রেম সোয়ান
গ্রেম সোয়ান

নিজের পডকাস্ট শো-তে গ্রেম সোয়ান বলেন, "যারা আউট হয়েও ক্রিজ়ে দাড়িয়ে থাকেন আমি চিরকাল তাঁদের অপছন্দ করেছি । যাঁরা ভাবেন আম্পায়ার আউট দিলে প্যাভিলিয়নে ফিরবেন তাঁরা নিজেদের সঙ্গে প্রতারণা করে বলে আমার মনে হয় । অবশ্য বিরাট এতটাই সৎ যে আম্পায়ার আউট না দিলেও তাঁর মনে হয়েছিল তিনি আউট হয়েছেন, তাই তিনি মাঠ ছাড়েন ।"

পাশাপাশি কোহলিকে নিজের অন্যতম পছন্দের মানুষও বলেন সোয়ান । স্টিভ স্মিথকে সমর্থন করার ঘটনাতেও কোহলির প্রশংসা করেন সোয়ান । ভারতের বিরুদ্ধে ওভালে ডিপে ফিল্ডিং করছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ । স্টেডিয়াম থেকে তাঁর দিকে উড়ে আসছিল বিদ্রুপ । বিষয়টি নজরে পড়ে কোহলির । এগিয়ে আসেন তিনি । ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে স্মিথকে উৎসাহিত করতে বলেন ।


Birgunj (Nepal), June 26 (ANI): Marking a milestone, Nepal and India finish petroleum pipeline work and it is likely to become operational next month. The pipeline connects Motihari (India) with Amlekhganj (Nepal) covering a distance of 70.2 Kilometers which had been of utmost priority for both the nations. According to Nepal Oil Corporation, the tests are being done in coordination with Indian Oil Corporation, its sole supplier of fuel. Indian Oil Corporation was the major monetary contributor in building the pipeline which costs Rs4.4 billion approximately. The agreement to lay the pipeline was struck between Nepal and India on August 24, 2015. It will also strengthen the relationship between the two neighbouring nations.
Last Updated : Jun 26, 2019, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.