ETV Bharat / sports

দুস্থদের সাহায্যের জন্য IPL ম্যাচের কিট নিলামে তুললেন বিরাট ও ডিভিলিয়ার্স

এই সংকটজনক পরিস্থিতিতে IPL ম্যাচে ব্যবহৃত ব্যাট, গ্লাভস নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি ও ডিভিলিয়ার্স ।

IPL
IPL
author img

By

Published : Apr 27, 2020, 6:49 PM IST

মুম্বই, 27 এপ্রিল: 2016-য় গুজরাত লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স । এবার এই সংকটজনক পরিস্থিতিতে সেই ম্যাচে ব্যবহৃত কিট লামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই ঘোষণা করেছেন ডেভিলিয়ার্স ।

ইনস্টাগ্রামে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটস্যান লেখেন, "এই সংকটজনক পরিস্থিতিতে অনেকে খাবার পাচ্ছে না । তাই বিরাট এবং আমি 2016 সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে ব্যবহৃত কিট নিলামে তুলতে চলেছি । এর মধ্যে রয়েছে বিরাটের ব্যাট ও গ্লাভস আর আমার জার্সি ও ব্যাট । নিলাম থেকে উঠে আসা অর্থ সমস্যায় পড়া মানুষের সাহায্যের জন্য ব্যয় করা হবে ।"

নিলাম শুরু হয়েছে আজ থেকে । চলবে 10 মে পর্যন্ত । নিলাম শেষ হওয়ার পর নিজে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বাড়িতে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবি । এই নিলাম থেকে উঠে আসা অর্থের 50 শতাংশ করে ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দেশের চ্যারিটিতে দান করা হবে ।

মুম্বই, 27 এপ্রিল: 2016-য় গুজরাত লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স । এবার এই সংকটজনক পরিস্থিতিতে সেই ম্যাচে ব্যবহৃত কিট লামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই ঘোষণা করেছেন ডেভিলিয়ার্স ।

ইনস্টাগ্রামে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটস্যান লেখেন, "এই সংকটজনক পরিস্থিতিতে অনেকে খাবার পাচ্ছে না । তাই বিরাট এবং আমি 2016 সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে ব্যবহৃত কিট নিলামে তুলতে চলেছি । এর মধ্যে রয়েছে বিরাটের ব্যাট ও গ্লাভস আর আমার জার্সি ও ব্যাট । নিলাম থেকে উঠে আসা অর্থ সমস্যায় পড়া মানুষের সাহায্যের জন্য ব্যয় করা হবে ।"

নিলাম শুরু হয়েছে আজ থেকে । চলবে 10 মে পর্যন্ত । নিলাম শেষ হওয়ার পর নিজে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বাড়িতে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবি । এই নিলাম থেকে উঠে আসা অর্থের 50 শতাংশ করে ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দেশের চ্যারিটিতে দান করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.