আমেদাবাদ, 8 মার্চ : ছোট্ট অনভয়ের প্রথম জন্মদিন ৷ আমেদাবাদে ঋদ্ধিমান সাহার ছেলে অনভয়ের একবছরের জন্মদিন পালিত হল ধুমধাম করে ৷ আর জন্মদিনের পার্টিতে ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে ছিলেন সদ্য বাবা-মা হওয়া বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ অনভয়ের জন্মদিনে বিরুষ্কার চওড়া হাসি দেখে খুশি নেটিজেনরা ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ়ের দুটি ম্যাচ খেলা হয়েছে আমেদাবাদে ৷ পাঁচদিনের ম্যাচ শেষ হয়ে যায় তিনদিনেই ৷ ভারত 3-1 ব্যবধানে সিরিজ় জিতে নেয় ৷ কাকতালীয়ভাবে 6 মার্চ ছিল ঋদ্ধিমানের ছেলে অনভয়ের জন্মদিন ৷ টেস্ট সিরিজ় জয় ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আনন্দের সঙ্গে ছেলের জন্মদিন ৷ সব মিলিয়ে জমজমাট পার্টির আয়োজন করেন ঋদ্ধিমান ৷ পার্টিতে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও ৷ ছোট্ট ভামিকাকে নিয়ে বেশ কয়েকদিন আগে আমেদাবাদ গিয়েছেন অনুষ্কা ৷
-
𝓐𝓫𝓸𝓾𝓽 𝓛𝓪𝓼𝓽 𝓝𝓲𝓰𝓱𝓽...
— ViratGang (@ViratGang) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Virat Kohli & Anushka Sharma At The Birthday Party Of Wriddhiman Saha's Son! ☺@imVkohli • @AnushkaSharma • #ViratGang pic.twitter.com/tirnDiKf4D
">𝓐𝓫𝓸𝓾𝓽 𝓛𝓪𝓼𝓽 𝓝𝓲𝓰𝓱𝓽...
— ViratGang (@ViratGang) March 7, 2021
Virat Kohli & Anushka Sharma At The Birthday Party Of Wriddhiman Saha's Son! ☺@imVkohli • @AnushkaSharma • #ViratGang pic.twitter.com/tirnDiKf4D𝓐𝓫𝓸𝓾𝓽 𝓛𝓪𝓼𝓽 𝓝𝓲𝓰𝓱𝓽...
— ViratGang (@ViratGang) March 7, 2021
Virat Kohli & Anushka Sharma At The Birthday Party Of Wriddhiman Saha's Son! ☺@imVkohli • @AnushkaSharma • #ViratGang pic.twitter.com/tirnDiKf4D
আরও পড়ুন : ময়দানের সম্রাজ্ঞীরা
বিরাট কোহলির ফ্যান পেজ থেকে ছবিগুলি শেয়ার করা হয়েছে ৷ ছবিতে বিরাট-অনুষ্কা ছাড়াও দেখা যাচ্ছে চেতেশ্বর পূজারাকে ৷ রয়েছেন ঋদ্ধির স্ত্রী ও মেয়ে ৷