দুবাই, 28 অক্টোবর : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতরান করে সচিন তেন্ডুলকরের প্রশংসা আদায় করে নিলেন বাংলার ঋদ্ধিমান সাহা । মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 45 বলে 87 রানের ঝোড়ো ইনিংস খেলেন ঋদ্ধি । হায়দরাবাদের জার্সিতে ঋদ্ধির পারফরম্যান্সে মুগ্ধ সচিন । বঙ্গ ক্রিকেটারের ব্যাটিংকে স্মার্ট ও উপভোগ্য বলে বর্ণনা করেছেন তিনি ।
দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ঋদ্ধিমান সাহাকে দলে ফেরায় সানরাইজার্স হায়দরাবাদ ম্যানেজমেন্ট । সেই ম্যাচে জ্বলে উঠল পাপালির ব্যাট । 12টি চার ও 2টি ছয়ের সাহায্যে 87 রানের ইনিংস খেললেন । বঙ্গ ক্রিকেটারের এই পারফরম্যান্সের পর টুইট করেছেন সচিন । স্লগ নয়, একেবারে লাইন-লেন্থ বুঝেই শট নিয়েছেন ঋদ্ধিমান । মাস্টার ব্লাস্টার যে তাঁর ব্যাটিং পুরোমাত্রায় উপভোগ করেছেন, তা টুইট থেকেই স্পষ্ট ।
চলতি IPL-এর নিয়মিত দর্শক সচিন । প্রতিটি ম্যাচেই চোখ থাকে তাঁর । ম্যাচ সংক্রান্ত বিষয়ে নিয়ে বিশেষ মতামত দিতেও ভোলেন না । মঙ্গলবারের ম্যাচে ঋদ্ধিমানকে দেখে টুইটারে সচিন লেখেন, "ভীষণ স্মার্ট ব্যাটিং ঋদ্ধিমানের । বলের লাইন-লেন্থ বুঝে শট নিয়েছে । কোনও স্লগিং ছিল না । দারুণ ইনিংস খেলেছে ও । যা দেখে দারুণ উপভোগ করেছি ।"
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে চালিয়ে খেলতে শুরু করেন হায়দরাবাদের ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা । এই দুইয়ের দাপটে পাওয়ার প্লে-তে ওঠে 70 রান । দিল্লির তারকাখচিত বোলিং বিভাগকে মোটেও রেয়াত করেননি তাঁরা । মাত্র 13 রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি ।