কলকাতা, 19 ডিসেম্বর : শাহরুখ তার ছবির স্ক্রিপ্টে রহস্য পছন্দ করেন । পরতে পরতে চমক তার ছবির USP । ক্রিকেট দল কিনেও দল গঠন থেকে ক্রিকেটার নির্বাচন সবেতেই কিং খান বৈচিত্র্য পছন্দ করেন । হয়তো সেই কারণেই KKR দলে বৈচিত্র রয়েছে এমন ক্রিকেটার সবসময় স্বাগত । ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন দলে রয়েছেন । অতীতে কারিয়াপ্পা,সচিত্র সেনানায়েককে দলে নিয়েছিল কলকাতা । এবছরের IPL নিলামে KKR দলে নিল তামিলনাড়ুর বরুণ চক্রবর্তীকে ।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা স্পিনার বরুণ তাঁর বোলিং বৈচিত্রের কারণে সমাদৃত । চোট পেয়ে ছন্দ হারিয়েছিলেন । একবছর আগে কিংস ইলেভেন পঞ্জাবের দলে থাকলেও এবার তাকে নিলামে তুলেছিল তাঁরা । 28 বছর বয়সী স্পিনারের বেস প্রাইস ছিল 30 লাখ টাকা । তাঁকে চার কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা । শাহরুখ খানের দলে খেলার সুযোগ পেয়ে আপ্লুত তিনি । বরুণ বলছেন কলকাতার হয়ে নিংড়ে দেওয়ার চেষ্টা করবেন । শুনেছেন তাঁকে দলে নেওয়ার ব্যাপারে KKR অধিনায়ক স্বয়ং সুপারিশ করেছিলেন ।
দীনেশ কার্তিক নিজেও তামিলনাড়ুর ক্রিকেটার । ফলে নিজের বোলিংয়ের ভুল ত্রুটি নিয়ে তাঁর দ্বারস্থ হয়েছিলেন । তখনই নাইট অধিনায়কের পরামর্শ ছিল বলের গতি বাড়াও । চোট সারিয়ে মাঠে ফিরে দীনেশ ভাইয়ের পরামর্শ মেনে সাফল্যের আশা দেখছেন তিনি । স্পিনার হিসেবে পরিচিত হলেও শুরুতে জোরে বল করতে পছন্দ করতেন । তবে সেভাবে নজর টানতে পারেননি । অফস্পিন ও লেগস্পিন করতে পারেন । তা ছাড়া গুগলি, ফ্লিপার, ক্যারাম বল, টপস্পিন করতেও স্বচ্ছন্দ । আগে গুগলিতে উইকেট পাচ্ছিলেন না । এবার সেই ত্রুটি সারিয়ে বৈচিত্র্য বাড়িয়েছেন । কলকাতায় দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করার জন্যে মুখিয়ে রয়েছেন ।