ETV Bharat / sports

কার্তিকের পরামর্শে ঘুরে দাঁড়িয়েছেন বরুণ - IPL2020

28বছর বয়সী স্পিনারের বেস প্রাইস ছিল 30 লাখ টাকা । তাকে চার কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা । শাহরুখ খানের দলে খেলার সুযোগ পেয়ে আপ্লুত তামিলনাড়ুর বরুণ চক্রবর্তী । তিনি বলছেন কলকাতার হয়ে নিংড়ে দেওয়ার চেষ্টা করবেন ।

cricketer varun chakraborty
cricketer varun chakraborty
author img

By

Published : Dec 19, 2019, 10:13 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : শাহরুখ তার ছবির স্ক্রিপ্টে রহস্য পছন্দ করেন । পরতে পরতে চমক তার ছবির USP । ক্রিকেট দল কিনেও দল গঠন থেকে ক্রিকেটার নির্বাচন সবেতেই কিং খান বৈচিত্র্য পছন্দ করেন । হয়তো সেই কারণেই KKR দলে বৈচিত্র রয়েছে এমন ক্রিকেটার সবসময় স্বাগত । ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন দলে রয়েছেন । অতীতে কারিয়াপ্পা,সচিত্র সেনানায়েককে দলে নিয়েছিল কলকাতা । এবছরের IPL নিলামে KKR দলে নিল তামিলনাড়ুর বরুণ চক্রবর্তীকে ।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা স্পিনার বরুণ তাঁর বোলিং বৈচিত্রের কারণে সমাদৃত । চোট পেয়ে ছন্দ হারিয়েছিলেন । একবছর আগে কিংস ইলেভেন পঞ্জাবের দলে থাকলেও এবার তাকে নিলামে তুলেছিল তাঁরা । 28 বছর বয়সী স্পিনারের বেস প্রাইস ছিল 30 লাখ টাকা । তাঁকে চার কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা । শাহরুখ খানের দলে খেলার সুযোগ পেয়ে আপ্লুত তিনি । বরুণ বলছেন কলকাতার হয়ে নিংড়ে দেওয়ার চেষ্টা করবেন । শুনেছেন তাঁকে দলে নেওয়ার ব্যাপারে KKR অধিনায়ক স্বয়ং সুপারিশ করেছিলেন ।

দীনেশ কার্তিক নিজেও তামিলনাড়ুর ক্রিকেটার । ফলে নিজের বোলিংয়ের ভুল ত্রুটি নিয়ে তাঁর দ্বারস্থ হয়েছিলেন । তখনই নাইট অধিনায়কের পরামর্শ ছিল বলের গতি বাড়াও । চোট সারিয়ে মাঠে ফিরে দীনেশ ভাইয়ের পরামর্শ মেনে সাফল্যের আশা দেখছেন তিনি । স্পিনার হিসেবে পরিচিত হলেও শুরুতে জোরে বল করতে পছন্দ করতেন । তবে সেভাবে নজর টানতে পারেননি । অফস্পিন ও লেগস্পিন করতে পারেন । তা ছাড়া গুগলি, ফ্লিপার, ক্যারাম বল, টপস্পিন করতেও স্বচ্ছন্দ । আগে গুগলিতে উইকেট পাচ্ছিলেন না । এবার সেই ত্রুটি সারিয়ে বৈচিত্র্য বাড়িয়েছেন । কলকাতায় দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করার জন্যে মুখিয়ে রয়েছেন ।

কলকাতা, 19 ডিসেম্বর : শাহরুখ তার ছবির স্ক্রিপ্টে রহস্য পছন্দ করেন । পরতে পরতে চমক তার ছবির USP । ক্রিকেট দল কিনেও দল গঠন থেকে ক্রিকেটার নির্বাচন সবেতেই কিং খান বৈচিত্র্য পছন্দ করেন । হয়তো সেই কারণেই KKR দলে বৈচিত্র রয়েছে এমন ক্রিকেটার সবসময় স্বাগত । ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন দলে রয়েছেন । অতীতে কারিয়াপ্পা,সচিত্র সেনানায়েককে দলে নিয়েছিল কলকাতা । এবছরের IPL নিলামে KKR দলে নিল তামিলনাড়ুর বরুণ চক্রবর্তীকে ।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা স্পিনার বরুণ তাঁর বোলিং বৈচিত্রের কারণে সমাদৃত । চোট পেয়ে ছন্দ হারিয়েছিলেন । একবছর আগে কিংস ইলেভেন পঞ্জাবের দলে থাকলেও এবার তাকে নিলামে তুলেছিল তাঁরা । 28 বছর বয়সী স্পিনারের বেস প্রাইস ছিল 30 লাখ টাকা । তাঁকে চার কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা । শাহরুখ খানের দলে খেলার সুযোগ পেয়ে আপ্লুত তিনি । বরুণ বলছেন কলকাতার হয়ে নিংড়ে দেওয়ার চেষ্টা করবেন । শুনেছেন তাঁকে দলে নেওয়ার ব্যাপারে KKR অধিনায়ক স্বয়ং সুপারিশ করেছিলেন ।

দীনেশ কার্তিক নিজেও তামিলনাড়ুর ক্রিকেটার । ফলে নিজের বোলিংয়ের ভুল ত্রুটি নিয়ে তাঁর দ্বারস্থ হয়েছিলেন । তখনই নাইট অধিনায়কের পরামর্শ ছিল বলের গতি বাড়াও । চোট সারিয়ে মাঠে ফিরে দীনেশ ভাইয়ের পরামর্শ মেনে সাফল্যের আশা দেখছেন তিনি । স্পিনার হিসেবে পরিচিত হলেও শুরুতে জোরে বল করতে পছন্দ করতেন । তবে সেভাবে নজর টানতে পারেননি । অফস্পিন ও লেগস্পিন করতে পারেন । তা ছাড়া গুগলি, ফ্লিপার, ক্যারাম বল, টপস্পিন করতেও স্বচ্ছন্দ । আগে গুগলিতে উইকেট পাচ্ছিলেন না । এবার সেই ত্রুটি সারিয়ে বৈচিত্র্য বাড়িয়েছেন । কলকাতায় দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করার জন্যে মুখিয়ে রয়েছেন ।

Intro:শাহরুখ তার ছবির স্ক্রিপ্টে রহস্য পছন্দ করেন।পরতে পরতে চমক তার ছবির ইউএসপি। ক্রিকেট দল কিনেও দল গঠন থেকে ক্রিকেটার নির্বাচন সবেতেই কিং খান বৈচিত্র্য পছন্দ করেন। হয়তো সেই কারনেই কেকেআর দলে বৈচিত্র্য রয়েছে এমন ক্রিকেটার সবসময় স্বাগত।ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন দলে রয়েছেন।অতীতে কারিয়াপ্পা,সচিত্র সেনানায়েককে দলে নিয়েছিল কলকাতা।এবছরের আই পিএল নিলামে কেকেআর দলে নিল তামিলনাড়ুর বরুন চক্রবর্তী কে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা স্পিনার টি তার বোলিং বৈচিত্র্য এর কারনে সমাদৃত।চোট পেয়ে ছন্দ হারিয়েছিলেন।একবছর আগে কিংস ইলেভেন পঞ্জাবের দলে থাকলেও এবার তাকে নিলামে তুলেছিল তারা।28বছর বয়সী স্পিনারের বেস প্রাইস ছিল তিরিশ লাখ টাকা।তাকে চার কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা।শাহরুখ খানের দলে খেলার সুযোগ পেয়ে আপ্লুত।বলছেন কলকাতার হয়ে নিংড়ে দেওয়ার চেষ্টা করবেন।শুনেছেন তাকে দলে নেওয়ার ব্যাপারে কেকেআর অধিনায়ক স্বয়ং সুপারিশ করেছিলেন। দীনেশ কার্তিক নিজেও তামিলনাড়ুর ক্রিকেটার।ফলে নিজের বোলিং এর ভুল ত্রুটি নিয়ে তার দ্বারস্থ হয়েছিলেন।তখনই নাইট অধিনায়কের পরামর্শ ছিল বলের গতি বাড়াও। চোট সারিয়ে মাঠে ফিরে দীনেশ ভাইয়ের পরামর্শ মেনে সাফল্যের আশা দেখছেন তিনি।স্পিনার হিসেবে পরিচিত হলেও শুরু টা জোরে বল করতে পছন্দ করতেন। তবে সেভাবে নজর টানতে পারেননি।অফস্পিন ও লেগস্পিন করতে পারেন।তাছাড়াও গুগলি,ফ্লিপার,ক্যারাম বল,টপস্পিন করতেও স্বচ্ছন্দ।আগে গুগলিতে উইকেট পাচ্ছিলেন না।এবার সেই ত্রুটি সারিয়ে বৈচিত্র্য বাড়িয়েছেন।কলকাতায় দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করার জন্যে মুখিয়ে রয়েছেন।কেকেআর বৈচিত্র্য পছন্দ করে।শাহরুখ খানের স্ক্রিপ্টে মোচড় ইউএসপি।বরুন নিজের বোলিং বৈচিত্র্য নিয়ে কেকেআরের রহস্য স্পিনার হিসেবে সফলভাবে মেলে ধরতে চান।


Body:কেকেআর


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.