ETV Bharat / sports

পাখি না এরোপ্লেন: ক্রাইস্টচার্চে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার - rabindra jadeja

ভারতীয় দলের প্রথম একাদশে রবীন্দ্র জাদেজার নাম দেখলে অস্বস্তিতে পড়ে যায় বিপক্ষ ৷ রবিবাসরীয় ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে কারণটা আরও একবার স্পষ্ট হল ৷

jadeja
জাদেজা
author img

By

Published : Mar 1, 2020, 3:06 PM IST

ক্রাইস্টচার্চ, 1 মার্চ: এককথায় অবিশ্বাস্য ৷ ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে তীব্র গতিতে আসা বল এভাবেও তালুবন্দী করা যায় ৷ ক্রিকেট বিশ্বকে ভাবাতে বাধ্য করছেন রবীন্দ্র জাদেজা ৷ হ্যাগলে ওভালের মাঠে লাফিয়ে এক হাতে নীল ওয়্যাগনারের ক্যাচ নিয়ে নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলেন জাড্ডু ৷ অবিশ্বাস্য এই ক্যাচের পর সোশাল মিডিয়ায় ধন্য ধন্য পড়ে গিয়েছে ৷ বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে স্যার জাদেজা বলা হয় ৷

ভারতীয় দলের প্রথম একাদশে রবীন্দ্র জাদেজার নাম দেখলে অস্বস্তিতে পড়ে যায় বিপক্ষ ৷ রবিবাসরীয় ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে কারণটা আরও একবার স্পষ্ট হল ৷ প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডকে 235 রানের আগেই গুটিয়ে ফেলতে পারত ভারত ৷ কিন্তু টুর্নামেন্টে নিউজ়িল্যান্ডের লেজ বড্ড বিব্রত করেছে বিরাট বাহিনীকে ৷ রবিবার মহম্মদ শামি-জসপ্রীত বুমরারা টপ এবং মিডল অর্ডারকে ছারখার করে দিলেও মাথা নোয়াতে রাজি ছিলেন না টেল এন্ডাররা ৷ কাইলি জেমিসন, নীল ওয়্যাগনাররা বেশ ঝামেলায় ফেলেছিল ভারতীয় বোলারদের ৷ সেইসময়ই জাদেজার ওই অবিশ্বাস্য ক্যাচ ৷ 71.6 ওভারে মহম্মদ শামির শর্টপিচ ডেলিভারি বাউন্ডারির দিকে হাঁকিয়েছিলেন ওয়্যাগনার ৷ ডিপ স্কোয়ার লেগ থেকে বাউন্ডারির দিকে এগিয়ে ছিলেন জাড্ডু ৷ বল যখন তাঁকে টপকে গ্যালারিতে আছড়ে পড়ার দিকে এগোচ্ছে ঠিক তখনই শরীর শূন্যে ছুড়ে দিয়ে এক হাত উপরে তুলে বল তালুবন্দী করেন ৷

শুধু তাই নয়, ক্যাচ নেওয়ার পর জাদেজার শরীরের ভারসাম্য ছিল তারিফ করার মতো ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো দেখে বিস্মিত নেটিজেনরা ৷ অনেকে তো এই ক্যাচটিকে সর্বকালের অন্যতম সেরা ক্যাচের তালিকায় ফেলে দিয়েছেন ৷

ক্রাইস্টচার্চ, 1 মার্চ: এককথায় অবিশ্বাস্য ৷ ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে তীব্র গতিতে আসা বল এভাবেও তালুবন্দী করা যায় ৷ ক্রিকেট বিশ্বকে ভাবাতে বাধ্য করছেন রবীন্দ্র জাদেজা ৷ হ্যাগলে ওভালের মাঠে লাফিয়ে এক হাতে নীল ওয়্যাগনারের ক্যাচ নিয়ে নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলেন জাড্ডু ৷ অবিশ্বাস্য এই ক্যাচের পর সোশাল মিডিয়ায় ধন্য ধন্য পড়ে গিয়েছে ৷ বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে স্যার জাদেজা বলা হয় ৷

ভারতীয় দলের প্রথম একাদশে রবীন্দ্র জাদেজার নাম দেখলে অস্বস্তিতে পড়ে যায় বিপক্ষ ৷ রবিবাসরীয় ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে কারণটা আরও একবার স্পষ্ট হল ৷ প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডকে 235 রানের আগেই গুটিয়ে ফেলতে পারত ভারত ৷ কিন্তু টুর্নামেন্টে নিউজ়িল্যান্ডের লেজ বড্ড বিব্রত করেছে বিরাট বাহিনীকে ৷ রবিবার মহম্মদ শামি-জসপ্রীত বুমরারা টপ এবং মিডল অর্ডারকে ছারখার করে দিলেও মাথা নোয়াতে রাজি ছিলেন না টেল এন্ডাররা ৷ কাইলি জেমিসন, নীল ওয়্যাগনাররা বেশ ঝামেলায় ফেলেছিল ভারতীয় বোলারদের ৷ সেইসময়ই জাদেজার ওই অবিশ্বাস্য ক্যাচ ৷ 71.6 ওভারে মহম্মদ শামির শর্টপিচ ডেলিভারি বাউন্ডারির দিকে হাঁকিয়েছিলেন ওয়্যাগনার ৷ ডিপ স্কোয়ার লেগ থেকে বাউন্ডারির দিকে এগিয়ে ছিলেন জাড্ডু ৷ বল যখন তাঁকে টপকে গ্যালারিতে আছড়ে পড়ার দিকে এগোচ্ছে ঠিক তখনই শরীর শূন্যে ছুড়ে দিয়ে এক হাত উপরে তুলে বল তালুবন্দী করেন ৷

শুধু তাই নয়, ক্যাচ নেওয়ার পর জাদেজার শরীরের ভারসাম্য ছিল তারিফ করার মতো ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো দেখে বিস্মিত নেটিজেনরা ৷ অনেকে তো এই ক্যাচটিকে সর্বকালের অন্যতম সেরা ক্যাচের তালিকায় ফেলে দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.