কলকাতা, 6 অক্টোবর : দু'জনের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো ৷ একজন ক্রিকেট জগতের নক্ষত্র ও অন্যজন রাজনীতির জগতের মানুষ ৷ দু'জনের ক্ষেত্রটা দু'রকম হলেও শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কটা বেশ ভালো সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ অশোকবাবু কলকাতায় এসেছেন শুনে ব্যস্ততার মধ্যেও সময় বের করে দেখা করলেন সৌরভ ৷ কথা হল নানান বিষয়ে ৷ পুজোর আগে অশোক ভট্টাচার্যের বইয়ের উদ্বোধন করবেন বর্তমান BCCI প্রেসিডেন্ট ৷ সেই বিষয়েও আলোচনা হয়েছে ৷
রাজনীতির পাশাপাশি লেখালেখি নিয়ে আগ্রহ রয়েছে অশোক ভট্টাচার্যের ৷ কোরোনা ও অর্থনীতির উপর এর প্রভাব নিয়ে দু'টো বই লিখে ফেলেছেন তিনি ৷ পুজোর আগেই যা প্রকাশিত হওয়ার কথা ৷ সোমবার বিকেলে অশোকবাবুর সঙ্গে দেখা করে সেই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি ৷ এমনকী কলকাতায় এই বই প্রকাশ অনুষ্ঠানের ব্যাপারে যাবতীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ৷
বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পর দু'জনের মধ্যে কথাবার্তাও হয় বেশ কিছুক্ষণ ৷ অশোক ভট্টাচার্যের স্ত্রীকে কাকিমা বলে ডাকেন সৌরভ । তাঁর সম্বন্ধেও খোঁজ নিয়েছেন তিনি । ব্যস্ততার কারণে শিলিগুড়ি না যাওয়ার আক্ষেপ মুখে শোনা গেছে তাঁর মুখে । IPL-এর কারণে কিছুদিন আগেও দুবাইয়ে ছিলেন সৌরভ ৷ ফেরার পর বিজ্ঞাপনের শুটিং ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে তাঁকে ৷