ETV Bharat / sports

খুঁজতে হবে একাধিক প্রশ্নের উত্তর, আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারত - David Miller

ধরমশালায় আজ প্রথম T-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত ৷ তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে বলে মত বিশেষজ্ঞদের ৷

বিরাট কোহলি
author img

By

Published : Sep 15, 2019, 9:41 AM IST

Updated : Sep 15, 2019, 9:49 AM IST

ধরমশালা, 15 সেপ্টেম্বর : দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি ভারত ৷ আজ সেই রেকর্ড বদলে ফেলার চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে চলেছেন বিরাট কোহলিরা ৷ অতীতের ছায়ামাত্র এই দক্ষিণ আফ্রিকার হয়ে বাজি ধরছেন না তেমন কোনও বিশেষজ্ঞই ৷ যদিও মাঠে নামার আগে ডেভিড মিলারের হুঙ্কার, "আমরা জিততে এসেছি ৷"

আগামী বছর T-20 বিশ্বকাপের আগে 20টার মতো T-20 ম্যাচ খেলবে ভারত ৷ এর আগে, ওয়েস্ট ইন্ডিজ়কে 3-0 ব্যবধানে উড়িয়ে দিলেও সেভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি কোহলিদের ৷ তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের T-20 সিরিজ়ে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ৷ ব্যাটিংয়ে মূল চিন্তার বিষয় অবশ্যই চার নম্বর নিয়ে ৷ 50 ওভারের বিশ্বকাপে চার নম্বরে কে নামবেন সেই উত্তর খুঁজে বের করতে না পারায় ভুগতে হয়েছিল ৷ তাই কুড়ি ওভারের বিশ্বকাপের আগে এটাই টিম ম্যানেজমেন্টের কাছে সবথেকে বড় চিন্তার বিষয় ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চার নম্বরে মণীশ পান্ডেকে খেলানো হলেও একেবারেই ফর্মে ছিলেন না কর্নাটকের এই ব্যাটসম্যান ৷ মিলারদের বিরুদ্ধে তাই শ্রেয়স আইয়ারকে খেলাতে পারেন কোহলি ৷

Shreyas Iyer
আজ চার নম্বরে কি শ্রেয়স আইয়ার ?

এদিকে জসপ্রীত বুমরাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ তাঁর অনুপস্থিতিতে ভারতের পেস অ্যাটাকের দায়িত্ব থাকবে দীপক চাহার, নভদীপ সাইনিদের কাঁধে ৷ ক্যারিবিয়ান সফরে দুজনেই বল হাতে সফল হয়েছিলেন ৷ মিলারদের বিরুদ্ধে ঘরের মাঠে ফের সুযোগ পেয়েছেন তাঁরা ৷ দুই প্রতিভাবান পেসার যদি নিজেদের পারফরমেন্স ধরে রাখতে পারেন তাহলে পরের বছর বিশ্বকাপে তাঁদের টিকিট নিশ্চিত বলে মত বিশেষজ্ঞদের ৷ তবে রবি শাস্ত্রী-বিরাট কোহলিদের কাছে বড় প্রশ্ন হল, বিশ্বকাপে রিস্ট স্পিনার না কি ফিঙ্গার স্পিনার ? 2017 সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারের পর দ্রুত গতিতে উঠে এসেছিলেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল ৷ কিন্তু, তাঁদের সাম্প্রতিক ফর্ম চিন্তায় রেখেছে কোহলিদের ৷ মাঝের ওভারগুলিতে যথেষ্ট রান খরচ করেছেন দুই স্পিনারই ৷ তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছিল রাহুল চাহারকে দলে নিয়ে ৷ আহামরি না হলেও খুব একটা খারাপ পারফরমেন্স করেননি রাজস্থানের লেগ স্পিনার ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে নিয়েও পরীক্ষা করা হতে পারে ৷ আর তিনি যদি সফল হন, সেক্ষেত্রে কুল-চা জুটির পক্ষে বিশ্বকাপের টিকিট পাওয়া যথেষ্ট কঠিন হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের একাংশের৷ অলরাউন্ডারদের মধ্যে এগিয়ে হার্দিক পান্ডিয়া ৷ অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভারতের কাছে ৷ মূল প্রশ্নটা, রবীন্দ্র জাদেজা ও ক্রুনাল পান্ডিয়ার মধ্যে বিশ্বকাপের প্রথম এগারোয় কে সুযোগ পাবেন? দুই তারকাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে রয়েছেন ৷ তাঁদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে ৷ তবে ফিল্ডিং,বোলিং ও ব্যাটিং তিন বিভাগেই বেশ খানিকটা এগিয়ে রয়েছেন জাদেজা ৷

Virat Kohli
সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক

এদিকে, একঝাঁক তরুণ রক্ত এসেছে দক্ষিণ আফ্রিকা দলে ৷ পুরোনো মুখ বলতে কুইন্টন ডি কক, কাসিগো রাবাডার মতো কয়েকজনই ৷ এ বি ডিভিলিয়ার্স, ফ্যাফ ডু'প্লেসিসেসের অনুপস্থিতিতে রানের জন্য দক্ষিণ আফ্রিকার ভরসা ডি কক, মিলাররা ৷ বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন রাবাডা ৷ বিশ্বকাপের আগে তাঁদেরও একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে ৷ বিশেষত, খুঁজে বের করতে মিডল অর্ডারের ডিভিলিয়ার্সের বিকল্প ৷ যদিও নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী মিলার ৷ IPL-এর সৌজন্যে হাতের তালুর মতো চেনা ভারতের মাটিতে প্রোটিয়ারা ভালো পারফরমেন্স করবে বলে মত তাঁর ৷ আর সেজন্য ভারতের অনভিজ্ঞ পেস অ্যাটাকের উপর চাপ তৈরি করতে চান প্রোটিয়াদের সহকারী ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজ়নার ৷

David Miller
প্র্যাকটিসে ডেভিড মিলার

ধরমশালা, 15 সেপ্টেম্বর : দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি ভারত ৷ আজ সেই রেকর্ড বদলে ফেলার চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে চলেছেন বিরাট কোহলিরা ৷ অতীতের ছায়ামাত্র এই দক্ষিণ আফ্রিকার হয়ে বাজি ধরছেন না তেমন কোনও বিশেষজ্ঞই ৷ যদিও মাঠে নামার আগে ডেভিড মিলারের হুঙ্কার, "আমরা জিততে এসেছি ৷"

আগামী বছর T-20 বিশ্বকাপের আগে 20টার মতো T-20 ম্যাচ খেলবে ভারত ৷ এর আগে, ওয়েস্ট ইন্ডিজ়কে 3-0 ব্যবধানে উড়িয়ে দিলেও সেভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি কোহলিদের ৷ তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের T-20 সিরিজ়ে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ৷ ব্যাটিংয়ে মূল চিন্তার বিষয় অবশ্যই চার নম্বর নিয়ে ৷ 50 ওভারের বিশ্বকাপে চার নম্বরে কে নামবেন সেই উত্তর খুঁজে বের করতে না পারায় ভুগতে হয়েছিল ৷ তাই কুড়ি ওভারের বিশ্বকাপের আগে এটাই টিম ম্যানেজমেন্টের কাছে সবথেকে বড় চিন্তার বিষয় ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চার নম্বরে মণীশ পান্ডেকে খেলানো হলেও একেবারেই ফর্মে ছিলেন না কর্নাটকের এই ব্যাটসম্যান ৷ মিলারদের বিরুদ্ধে তাই শ্রেয়স আইয়ারকে খেলাতে পারেন কোহলি ৷

Shreyas Iyer
আজ চার নম্বরে কি শ্রেয়স আইয়ার ?

এদিকে জসপ্রীত বুমরাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ তাঁর অনুপস্থিতিতে ভারতের পেস অ্যাটাকের দায়িত্ব থাকবে দীপক চাহার, নভদীপ সাইনিদের কাঁধে ৷ ক্যারিবিয়ান সফরে দুজনেই বল হাতে সফল হয়েছিলেন ৷ মিলারদের বিরুদ্ধে ঘরের মাঠে ফের সুযোগ পেয়েছেন তাঁরা ৷ দুই প্রতিভাবান পেসার যদি নিজেদের পারফরমেন্স ধরে রাখতে পারেন তাহলে পরের বছর বিশ্বকাপে তাঁদের টিকিট নিশ্চিত বলে মত বিশেষজ্ঞদের ৷ তবে রবি শাস্ত্রী-বিরাট কোহলিদের কাছে বড় প্রশ্ন হল, বিশ্বকাপে রিস্ট স্পিনার না কি ফিঙ্গার স্পিনার ? 2017 সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারের পর দ্রুত গতিতে উঠে এসেছিলেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল ৷ কিন্তু, তাঁদের সাম্প্রতিক ফর্ম চিন্তায় রেখেছে কোহলিদের ৷ মাঝের ওভারগুলিতে যথেষ্ট রান খরচ করেছেন দুই স্পিনারই ৷ তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছিল রাহুল চাহারকে দলে নিয়ে ৷ আহামরি না হলেও খুব একটা খারাপ পারফরমেন্স করেননি রাজস্থানের লেগ স্পিনার ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে নিয়েও পরীক্ষা করা হতে পারে ৷ আর তিনি যদি সফল হন, সেক্ষেত্রে কুল-চা জুটির পক্ষে বিশ্বকাপের টিকিট পাওয়া যথেষ্ট কঠিন হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের একাংশের৷ অলরাউন্ডারদের মধ্যে এগিয়ে হার্দিক পান্ডিয়া ৷ অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভারতের কাছে ৷ মূল প্রশ্নটা, রবীন্দ্র জাদেজা ও ক্রুনাল পান্ডিয়ার মধ্যে বিশ্বকাপের প্রথম এগারোয় কে সুযোগ পাবেন? দুই তারকাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে রয়েছেন ৷ তাঁদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে ৷ তবে ফিল্ডিং,বোলিং ও ব্যাটিং তিন বিভাগেই বেশ খানিকটা এগিয়ে রয়েছেন জাদেজা ৷

Virat Kohli
সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক

এদিকে, একঝাঁক তরুণ রক্ত এসেছে দক্ষিণ আফ্রিকা দলে ৷ পুরোনো মুখ বলতে কুইন্টন ডি কক, কাসিগো রাবাডার মতো কয়েকজনই ৷ এ বি ডিভিলিয়ার্স, ফ্যাফ ডু'প্লেসিসেসের অনুপস্থিতিতে রানের জন্য দক্ষিণ আফ্রিকার ভরসা ডি কক, মিলাররা ৷ বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন রাবাডা ৷ বিশ্বকাপের আগে তাঁদেরও একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে ৷ বিশেষত, খুঁজে বের করতে মিডল অর্ডারের ডিভিলিয়ার্সের বিকল্প ৷ যদিও নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী মিলার ৷ IPL-এর সৌজন্যে হাতের তালুর মতো চেনা ভারতের মাটিতে প্রোটিয়ারা ভালো পারফরমেন্স করবে বলে মত তাঁর ৷ আর সেজন্য ভারতের অনভিজ্ঞ পেস অ্যাটাকের উপর চাপ তৈরি করতে চান প্রোটিয়াদের সহকারী ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজ়নার ৷

David Miller
প্র্যাকটিসে ডেভিড মিলার
Bardhaman (West Bengal), Sep 15 (ANI): Burdwan Forest Department and Wildlife Crime Control Bureau conducted joint operation to bust bird smuggling racket. Two people have been arrested in the operation. Moreover, 524 parrots have been recovered from their possession.
Last Updated : Sep 15, 2019, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.