ETV Bharat / sports

ইডেনে গোলাপি বলের টেস্টে, সিরিজ়ে সমতা ফেরানোই লক্ষ্য বাংলাদেশের - pink ball eden

বাংলাদেশ অধিনায়ক বলছেন সবার কাছেই এই অভিজ্ঞতা নতুন । প্রস্তুতিতে খুশি ওপার বাংলার অধিনায়কের গলায় ফিরে আসার অঙ্গীকার। দলের প্রত্যেকে এই সুযোগ কাজে লাগাতে চায় বলে জানান মমিনূল । দেশের হয়ে প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামার জন্য টিম বাংলাদেশ মুখিয়ে ।

বাংলাদেশ অধিনায়ক
author img

By

Published : Nov 21, 2019, 9:25 PM IST

কলকাতা, 21 নভেম্বর : ভুল শুধরে ইডেনে নতুন ভাবে ফিরে আসার অঙ্গীকার বাংলাদেশ অধিনায়ক মমিনূল হকের । তবে গোলাপি বলের থেকেও ভারতীয় বোলারদের সামলানোই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের কাছে ৷

রাতে গোলাপি বলে টেস্ট খেলার সুযোগ । প্রতিপক্ষ ভারত । ইডেনে এই ম্যাচের আয়োজন ঘিরে এখন সাজসাজ রব । তবে ক্রিকেটিয় আলোচনা ছাপিয়ে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দু এখন গোলাপি বল ।

বাংলাদেশ অধিনায়ক বলছেন সবার কাছেই এই অভিজ্ঞতা নতুন । প্রস্তুতিতে খুশি ওপার বাংলার অধিনায়কের গলায় ফিরে আসার অঙ্গীকার। দলের প্রত্যেকে এই সুযোগ কাজে লাগাতে চায় বলে জানান মমিনূল । দেশের হয়ে প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামার জন্য টিম বাংলাদেশ মুখিয়ে ।

সাম্প্রতিক কালে তিনটে টেস্ট ম্যাচে ওপার বাংলার পারফরম্যান্স তলানিতে। গোলাপি বলের ক্রিকেট ঘিরে উন্মাদনা থাকলেও মমিনূল হকের কাছে ক্রিকেটিয় প্রতিদ্বন্দ্বিতা সবার আগে । কলকাতায় পা দেওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবার ফ্লাড লাইটে অনুশীলন করল বাংলাদেশ । ইডেনে সবুজ পিচে চার পেসার খেলানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশের । ইন্দোরে তিন দিনের কম সময়ে হারতে হয়েছিল । সেই ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়ানোর চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বেঙ্গল টাইগাররা । ইডেনের উইকেটে শট নির্বাচনের ক্ষেত্রে আরও সংযত হওয়ার কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক । কোহলির মত তিনিও মনে করেন ইডেনের ফ্লাড লাইটে গোলাপি বলে ফিল্ডিং করা সমস্যা হতে পারে । তবে সেসব নিয়ে ভাবতে রাজি নন বাংলাদেশি অধিনায়ক ৷

কলকাতা, 21 নভেম্বর : ভুল শুধরে ইডেনে নতুন ভাবে ফিরে আসার অঙ্গীকার বাংলাদেশ অধিনায়ক মমিনূল হকের । তবে গোলাপি বলের থেকেও ভারতীয় বোলারদের সামলানোই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের কাছে ৷

রাতে গোলাপি বলে টেস্ট খেলার সুযোগ । প্রতিপক্ষ ভারত । ইডেনে এই ম্যাচের আয়োজন ঘিরে এখন সাজসাজ রব । তবে ক্রিকেটিয় আলোচনা ছাপিয়ে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দু এখন গোলাপি বল ।

বাংলাদেশ অধিনায়ক বলছেন সবার কাছেই এই অভিজ্ঞতা নতুন । প্রস্তুতিতে খুশি ওপার বাংলার অধিনায়কের গলায় ফিরে আসার অঙ্গীকার। দলের প্রত্যেকে এই সুযোগ কাজে লাগাতে চায় বলে জানান মমিনূল । দেশের হয়ে প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামার জন্য টিম বাংলাদেশ মুখিয়ে ।

সাম্প্রতিক কালে তিনটে টেস্ট ম্যাচে ওপার বাংলার পারফরম্যান্স তলানিতে। গোলাপি বলের ক্রিকেট ঘিরে উন্মাদনা থাকলেও মমিনূল হকের কাছে ক্রিকেটিয় প্রতিদ্বন্দ্বিতা সবার আগে । কলকাতায় পা দেওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবার ফ্লাড লাইটে অনুশীলন করল বাংলাদেশ । ইডেনে সবুজ পিচে চার পেসার খেলানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশের । ইন্দোরে তিন দিনের কম সময়ে হারতে হয়েছিল । সেই ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়ানোর চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বেঙ্গল টাইগাররা । ইডেনের উইকেটে শট নির্বাচনের ক্ষেত্রে আরও সংযত হওয়ার কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক । কোহলির মত তিনিও মনে করেন ইডেনের ফ্লাড লাইটে গোলাপি বলে ফিল্ডিং করা সমস্যা হতে পারে । তবে সেসব নিয়ে ভাবতে রাজি নন বাংলাদেশি অধিনায়ক ৷

Intro:ভুল শুধরে ইডেনে নতুন স্ট্যান্স নেওয়ার কথা শোনালেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। নৈশালোকে গোলাপি বলে টেস্ট খেলার সুযোগ। প্রতিপক্ষ ভারত। ইডেনে এই ম্যাচের আয়োজন ঘিরে সাজোসাজো রব। ক্রিকেটীয় আলোচনা ছাপিয়ে যাবতীয়র কেন্দ্রে গোলাপি বল।বাংলাদেশ অধিনায়ক বলছেন সবার কাছেই এই অভিঞ্জতা নতুন।প্রস্তুতিতে খুশি ওপার বাংলার অধিনায়ক পাল্টা দেওয়ার কথা শোনালেন।দলের প্রত্যেকে এই সুযোগ কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন মমিনুল হক।দেশের হয়ে প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচে মাঠে নামতে বাংলাদেশের সকলে মুখিয়ে।টেস্ট ম্যাচ ঘিরে বহিরঙ্গের নানান আয়োজনের ঝলকানি তে প্রস্তুতি তে ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকলেও তা ফুতকারে উড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।সাম্প্রতিক কালে তিনটে টেস্ট ম্যাচে ওপার বাংলার পারফরম্যান্স তলানিতে। গোলাপি বলের ক্রিকেট ঘিরে উন্মাদনা থাকলেও মমিনুল হকের কাছে ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা সবার আগে।কলকাতায় পা দেওয়ার পরে বৃহস্পতিবারই প্রথমবার নৈশালোকে অনুশীলন করল বাংলাদেশ।ইডেনে বাজি মারতে চার পেসার খেলানোর পরিকল্পনা।ইন্দোরে তিন দিনের কম সময়ে হারতে হয়েছিল।সেই ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়ানোর চ্যালেঞ্জ।বিশেষ টরে ধৈর্য্য দেখাতে হবে।ইডেনের উইকেটে শট বাছার ক্ষেত্রে আরও সংযত হতে থাকার কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক। কোহলির মত তিনিও মনে করেন নৈশালোকে গোলাপি বলে ফিল্ডিং করা সমস্যা হতে পারে।তবে আসার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে সুবিধা হত বল মনে করেন।


Body:মমিনুল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.