জামাইকা, 2 জুন : শুধু ফুটবল নয়, ক্রিকেটের মতো জেন্টেলসম্যান গেম-এও বর্ণবিদ্বেষ রয়েছে ৷ সোশাল মিডিয়ায় জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ করতে গিয়ে এমনই মন্তব্য করলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ৷ ইউনিভার্সাল বসের মতে, বর্ণবিদ্বেষ এখন আর শুধু ফুটবলেই আটকে নেই ৷ ক্রিকেটের আঙিনাতেও এর প্রবেশ ঘটেছে ৷
শ্বেতাঙ্গ পুলিশ হাঁটু দিয়ে গলায় চেপে ধরায় মৃত্যু হয় আফ্রিকান-অ্যামেরিকান যুবক জর্জ ফ্লয়েডের ৷ এই নিষ্ঠুর হত্যার প্রতিবাদে জ্বলে উঠেছে ক্রীড়া জগত ৷ ফুটবল জগতের পাশাপাশি প্রতিবাদের সুর তুলছেন ক্রিকেটাররাও ৷ "ব্ল্যাক লাইভস ম্যাটার" হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা ৷ এই বিষয়ে ক্রিস গেইল লিখেছেন, "আর পাঁচজনের মতো কালো মানুষদেরও বাঁচার অধিকার আছে ৷ কৃষ্ণাঙ্গদের বোকা ভাবা বন্ধ করুন ৷ আর কৃষ্ণাঙ্গদেরও বলছি, নিজেদের নীচে নামানো বন্ধ করো ৷"
-
✊🏿🇯🇲✊🏿 pic.twitter.com/kyJP7GxnlK
— Chris Gayle (@henrygayle) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">✊🏿🇯🇲✊🏿 pic.twitter.com/kyJP7GxnlK
— Chris Gayle (@henrygayle) June 1, 2020✊🏿🇯🇲✊🏿 pic.twitter.com/kyJP7GxnlK
— Chris Gayle (@henrygayle) June 1, 2020
ক্যারিবিয়ান ব্যাটিং তারকা আরও লেখেন, "বর্ণবিদ্বেষ এখন শুধু ফুটবলে আটকে নেই ৷ ক্রিকেটেও এর অস্তিত্ব রয়েছে ৷ আমি সারা বিশ্ব ঘুরেছি ৷ কালো বলে আমার দিকেও বর্ণবিদ্বেষী মন্তব্য উড়ে এসেছে ৷ এমনকী দলের মধ্যেও আমাকে এর শিকার হতে হয়েছে ৷ কৃষ্ণাঙ্গ হিসেবে আমি গর্ব অনুভব করি ৷ কৃষ্ণাঙ্গ বলেই আমি এত শক্তিশালী ৷"