মুম্বই, 15 এপ্রিল: দেশজুড়ে দাপট দেখাচ্ছে কোরোনা । দেশে লকডাউনর মেয়াদও বাড়ানো হয়েছে । এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল IPL । বুধবার এই সিদ্ধান্তের কথা সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হল । দেশজুড়ে লকডাউনের মেয়াদ বেড়েছে 3 মে পর্যন্ত । ফলে এই সময় IPL করা অসম্ভব । তাই দুই বা তিন মাস পরে পরিস্থিতি বিচার করে ফের IPL-এর কথা ভাবতে পারে BCCI ।
মঙ্গলবার সন্ধ্যায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন বোর্ডের শীর্ষকর্তারা । বৈঠকে ছিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, IPL চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, IPL-এর চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ পাটিল । বৈঠকেই ঠিক হয় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হবে এই কোটিপতি লিগ ।
গতমাসে 15 এপ্রিল পর্যন্ত IPL পিছিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । কিন্তু ফের বাড়ে লকডাউনের মেয়াদ । ফলে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঘরোয়া ও আন্তর্জাতিক সমস্ত বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে । তাই এই পরিস্থিতিতে কোনওমতেই IPLআয়োজন করা সম্ভব নয় ।
জুনের প্রথম সপ্তাহে ফাইনাল ধরে একমাসে IPL করার কথা চিন্তা করে বোর্ড । কয়েকটি গ্যালারি ফাঁকা রেখেই ম্যাচ আয়োজন করার কথাও ভাবা হয় । কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা প্রায় অসম্ভবই বলা চলে । একই সঙ্গে বড়ো ধাক্কা খেল সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলিই । একান্তই যদি IPL না হয় তাহলে বড়সড় ক্ষতির মুখে পড়বে তারা ।