ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লার ছেলে - corona virus '

বাংলার প্রাক্তন অধিনায়কের স্ত্রী স্মিতা স্যানাল শুক্লা কোরোনা আক্রান্ত হয়েছিলেন । পেশাগতভাবে লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী রাজ্য সরকারের পদস্থ আধিকারিক । যদিও বর্তমানে যাবতীয় সংকট কাটিয়ে তিনি সুস্থ ৷

image
লক্ষ্মীরতন শুক্লা
author img

By

Published : Jul 27, 2020, 6:54 PM IST

কলকাতা, 27 জুলাই : কোরোনা আক্রান্ত নন লক্ষ্মীরতন শুক্লা। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁর বড় ছেলে ৷ তাই সপরিবারের কোয়ারানটিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা ।

কয়েকদিন আগে বাংলার প্রাক্তন অধিনায়কের স্ত্রী স্মিতা স্যানাল শুক্লা কোরোনা আক্রান্ত হয়েছিলেন । পেশাগতভাবে লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী রাজ্য সরকারের পদস্থ আধিকারিক । যদিও বর্তমানে যাবতীয় সংকট কাটিয়ে তিনি সুস্থ ৷ তারই মধ্যে বড় ছেলের কোরোনা রিপোর্ট পজ়িটিভ হওয়ায় সমস্যায় শুক্লা পরিবার ৷

লক্ষ্মীরতন জানিয়েছেন, কোরোনা আক্রান্ত হলেও ছেলের অবস্থা স্থিতিশীল । তবে কোরোনা ভাইরাসের প্রকোপ যেভাবে বেড়ে চলেছে তাতে সচেতনতা বৃদ্ধি জরুরি । একই সঙ্গে কোরোনা সংক্রান্ত মানসিকতার বদল আনার দরকার বলে মনে করেন তিনি। ইতিমধ্যে খেলার দুনিয়াতেও থাবা বসিয়েছে কোরোনা । প্রাক্তন ক্রিকেটার, প্রশাসক, সাঁতারুরা আক্রান্ত হয়েছেন । এখনও বন্ধ ক্রীড়া দুনিয়া ৷ বল গড়ানো নিয়ে জল্পনা চলছে । কবে অবস্থা স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। তারই মধ্যে সৌরভ গাঙ্গুলি, লক্ষ্মীরতন শুক্লার পরিবারে কোরোনার থাবা ।

কলকাতা, 27 জুলাই : কোরোনা আক্রান্ত নন লক্ষ্মীরতন শুক্লা। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁর বড় ছেলে ৷ তাই সপরিবারের কোয়ারানটিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা ।

কয়েকদিন আগে বাংলার প্রাক্তন অধিনায়কের স্ত্রী স্মিতা স্যানাল শুক্লা কোরোনা আক্রান্ত হয়েছিলেন । পেশাগতভাবে লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী রাজ্য সরকারের পদস্থ আধিকারিক । যদিও বর্তমানে যাবতীয় সংকট কাটিয়ে তিনি সুস্থ ৷ তারই মধ্যে বড় ছেলের কোরোনা রিপোর্ট পজ়িটিভ হওয়ায় সমস্যায় শুক্লা পরিবার ৷

লক্ষ্মীরতন জানিয়েছেন, কোরোনা আক্রান্ত হলেও ছেলের অবস্থা স্থিতিশীল । তবে কোরোনা ভাইরাসের প্রকোপ যেভাবে বেড়ে চলেছে তাতে সচেতনতা বৃদ্ধি জরুরি । একই সঙ্গে কোরোনা সংক্রান্ত মানসিকতার বদল আনার দরকার বলে মনে করেন তিনি। ইতিমধ্যে খেলার দুনিয়াতেও থাবা বসিয়েছে কোরোনা । প্রাক্তন ক্রিকেটার, প্রশাসক, সাঁতারুরা আক্রান্ত হয়েছেন । এখনও বন্ধ ক্রীড়া দুনিয়া ৷ বল গড়ানো নিয়ে জল্পনা চলছে । কবে অবস্থা স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। তারই মধ্যে সৌরভ গাঙ্গুলি, লক্ষ্মীরতন শুক্লার পরিবারে কোরোনার থাবা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.