ETV Bharat / sports

কোহলির 94, রাহুল 62; ওয়েস্ট ইন্ডিজ়কে 6 উইকেটে হারাল ভারত

প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেট খুইয়ে 207 রান তুলল ক্যারিবিয়ানরা । 41 বলে 56 রান শিমরন হেটমেয়ারের । 2 উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চহ্বাল ।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
INDIA VS WEST INDIES
author img

By

Published : Dec 6, 2019, 9:03 PM IST

Updated : Dec 6, 2019, 11:38 PM IST

হায়দরাবাদ , 6 ডিসেম্বর : হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজ়কে 6 উইকেটে হারাল ভারত । 94 রান করে ভারতকে জয় এনে দিলেন অধিনায়ক বিরাট কোহলি । কোহলি ছাড়াও 62 রান করেন লোকেশ রাহুল । 208 রান তাড়া করে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। মাত্র 8 রান করে প্যাভেলিয়নে ফেরেন হিটম্যান । এর পর লোকেশ রাহুলকে সঙ্গী করে লড়াই শুরু করেন ভারত অধিনায়ক ।

কোহলি-রাহুলের 100 রানের পার্টনারশিপই ভারতকে জয় এনে দেয় । ব্যক্তিগত 62 রানে আউট হন রাহুল । সেই সময় ভারতের জয় বেশ কঠিনই মনে হচ্ছিল । কিন্তু ভারত অধিনায়কের আগ্রাসী ব্যাটিং ভারতের জয়ের পথ সহজ করে দেয়। 6 টি বাউন্ডারি ও 6টি ওভার বাউন্ডারির দিয়ে সাজানো 94 রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠে ছাড়েন ম্যাচের সেরা বিরাট। এদিকে ফের একবার নজর কাড়তে ব্যর্থ ঋষভ পন্থ । ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়ারও ।

টসে জিতে ক্যারিবিয়ানদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক । প্রথমে ব্যাট করে ভারতকে 208 রানের লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ় । 20 ওভারে 5 উইকেট হারিয়ে 207 রান তোলে ক্যারিবিয়ানরা । 41 বলে 56 রানকরেন শিমরন হেটমেয়ার । শুরুতেই লেন্ডল সিমন্সকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন দীপক চাহার । এরপর এভিন লেউইস ও ব্র্যান্ডন কিং জুটি 50 রান যোগ করে । লেউইস ফিরে যাওয়ার পর কিংয়ের সঙ্গে জুটি বাধেন শিমরন হেটমেয়ার। জুটিতে 37 রান যোগ করে ফেরেন কিং । তাঁর ব্যক্তিগত সংগ্রহ 40 ।

হেটমেয়ারের সঙ্গে এর পর যোগ দেন অধিনায়ক কিয়েরন পোলার্ড । জুটিতে 71 রান করে ক্যারিবিয়ানদের বড় রানের দিকে এগিয়ে দেন পোলার্ড ও হেটমেয়ার । পর পর হেটমেয়ার ও পোলার্ডকে প্যাভিলিয়নে ফেরান যুজবেন্দ্র চহাল । কিন্তু T-20 বিশ্বচ্যাম্পিয়নদের রানের গতি কমেনি । শেষ দিকে জ্যাসন হোল্ডার ও দীনেশ রামদিনের ঝোড়ো ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের স্কোর পৌঁছে দেয় 207-এ।

তিন ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গেল মেন ইন ব্লুরা । পরবর্তী ম্যাচ 8 ডিসেম্বর ত্রিবান্দ্রমে ।

হায়দরাবাদ , 6 ডিসেম্বর : হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজ়কে 6 উইকেটে হারাল ভারত । 94 রান করে ভারতকে জয় এনে দিলেন অধিনায়ক বিরাট কোহলি । কোহলি ছাড়াও 62 রান করেন লোকেশ রাহুল । 208 রান তাড়া করে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। মাত্র 8 রান করে প্যাভেলিয়নে ফেরেন হিটম্যান । এর পর লোকেশ রাহুলকে সঙ্গী করে লড়াই শুরু করেন ভারত অধিনায়ক ।

কোহলি-রাহুলের 100 রানের পার্টনারশিপই ভারতকে জয় এনে দেয় । ব্যক্তিগত 62 রানে আউট হন রাহুল । সেই সময় ভারতের জয় বেশ কঠিনই মনে হচ্ছিল । কিন্তু ভারত অধিনায়কের আগ্রাসী ব্যাটিং ভারতের জয়ের পথ সহজ করে দেয়। 6 টি বাউন্ডারি ও 6টি ওভার বাউন্ডারির দিয়ে সাজানো 94 রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠে ছাড়েন ম্যাচের সেরা বিরাট। এদিকে ফের একবার নজর কাড়তে ব্যর্থ ঋষভ পন্থ । ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়ারও ।

টসে জিতে ক্যারিবিয়ানদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক । প্রথমে ব্যাট করে ভারতকে 208 রানের লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ় । 20 ওভারে 5 উইকেট হারিয়ে 207 রান তোলে ক্যারিবিয়ানরা । 41 বলে 56 রানকরেন শিমরন হেটমেয়ার । শুরুতেই লেন্ডল সিমন্সকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন দীপক চাহার । এরপর এভিন লেউইস ও ব্র্যান্ডন কিং জুটি 50 রান যোগ করে । লেউইস ফিরে যাওয়ার পর কিংয়ের সঙ্গে জুটি বাধেন শিমরন হেটমেয়ার। জুটিতে 37 রান যোগ করে ফেরেন কিং । তাঁর ব্যক্তিগত সংগ্রহ 40 ।

হেটমেয়ারের সঙ্গে এর পর যোগ দেন অধিনায়ক কিয়েরন পোলার্ড । জুটিতে 71 রান করে ক্যারিবিয়ানদের বড় রানের দিকে এগিয়ে দেন পোলার্ড ও হেটমেয়ার । পর পর হেটমেয়ার ও পোলার্ডকে প্যাভিলিয়নে ফেরান যুজবেন্দ্র চহাল । কিন্তু T-20 বিশ্বচ্যাম্পিয়নদের রানের গতি কমেনি । শেষ দিকে জ্যাসন হোল্ডার ও দীনেশ রামদিনের ঝোড়ো ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের স্কোর পৌঁছে দেয় 207-এ।

তিন ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গেল মেন ইন ব্লুরা । পরবর্তী ম্যাচ 8 ডিসেম্বর ত্রিবান্দ্রমে ।

Lucknow (UP), Dec 06 (ANI): Inspector General (Law and Order) of Uttar Pradesh Police, Praveen Kumar, on incident in which a woman was set ablaze in Bihar area of Unnao, stated that one sub inspector and two constables have been deployed at victim's residence. "A police contingent including one Sub inspector and two constables have been deployed at her (victim's) residence as a precautionary measure," he said.

Last Updated : Dec 6, 2019, 11:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.