হায়দরাবাদ , 6 ডিসেম্বর : হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজ়কে 6 উইকেটে হারাল ভারত । 94 রান করে ভারতকে জয় এনে দিলেন অধিনায়ক বিরাট কোহলি । কোহলি ছাড়াও 62 রান করেন লোকেশ রাহুল । 208 রান তাড়া করে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। মাত্র 8 রান করে প্যাভেলিয়নে ফেরেন হিটম্যান । এর পর লোকেশ রাহুলকে সঙ্গী করে লড়াই শুরু করেন ভারত অধিনায়ক ।
কোহলি-রাহুলের 100 রানের পার্টনারশিপই ভারতকে জয় এনে দেয় । ব্যক্তিগত 62 রানে আউট হন রাহুল । সেই সময় ভারতের জয় বেশ কঠিনই মনে হচ্ছিল । কিন্তু ভারত অধিনায়কের আগ্রাসী ব্যাটিং ভারতের জয়ের পথ সহজ করে দেয়। 6 টি বাউন্ডারি ও 6টি ওভার বাউন্ডারির দিয়ে সাজানো 94 রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠে ছাড়েন ম্যাচের সেরা বিরাট। এদিকে ফের একবার নজর কাড়তে ব্যর্থ ঋষভ পন্থ । ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়ারও ।
টসে জিতে ক্যারিবিয়ানদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক । প্রথমে ব্যাট করে ভারতকে 208 রানের লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ় । 20 ওভারে 5 উইকেট হারিয়ে 207 রান তোলে ক্যারিবিয়ানরা । 41 বলে 56 রানকরেন শিমরন হেটমেয়ার । শুরুতেই লেন্ডল সিমন্সকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন দীপক চাহার । এরপর এভিন লেউইস ও ব্র্যান্ডন কিং জুটি 50 রান যোগ করে । লেউইস ফিরে যাওয়ার পর কিংয়ের সঙ্গে জুটি বাধেন শিমরন হেটমেয়ার। জুটিতে 37 রান যোগ করে ফেরেন কিং । তাঁর ব্যক্তিগত সংগ্রহ 40 ।
হেটমেয়ারের সঙ্গে এর পর যোগ দেন অধিনায়ক কিয়েরন পোলার্ড । জুটিতে 71 রান করে ক্যারিবিয়ানদের বড় রানের দিকে এগিয়ে দেন পোলার্ড ও হেটমেয়ার । পর পর হেটমেয়ার ও পোলার্ডকে প্যাভিলিয়নে ফেরান যুজবেন্দ্র চহাল । কিন্তু T-20 বিশ্বচ্যাম্পিয়নদের রানের গতি কমেনি । শেষ দিকে জ্যাসন হোল্ডার ও দীনেশ রামদিনের ঝোড়ো ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের স্কোর পৌঁছে দেয় 207-এ।
তিন ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গেল মেন ইন ব্লুরা । পরবর্তী ম্যাচ 8 ডিসেম্বর ত্রিবান্দ্রমে ।