হায়দরাবাদ, 9 জানুয়ারি : বিতর্কিত TV শো নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ একটি TV শো-তে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ তারপরই তাঁকে এবং ওপেনার লোকেশ রাহুলকে কয়েকটি ম্যাচ নির্বাসন দেয় BCCI ৷
নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফেরেন হার্দিক ৷ বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার ৷ কিন্তু বেশ ফের চোট পান তিনি ৷ তারপর হাঁটুর অস্ত্রপ্রচারের জন্য কয়েকমাস দলের বাইরে তিনি ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় A দলে ফিরছেন হার্দিক ৷
বিতর্কিত TV শো নিয়ে এদিন মুখ খুললেন তিনি ৷ হার্দিক বলেন,‘‘ আমরা বুঝতে পারি না কী ঘটতে চলেছে, আমার কোর্টে বল থাকেনি ৷ সে যেমন ভাবে চালনা করে সেই ভাবেই চলতে হয় ৷ এটা খুবই দুর্বল জায়গা, তুমি কখনওই এটায় ফিরে যেতে চাইবে না ৷’’
2020 বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল ৷ এই দলে গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পাণ্ডিয়া ৷ যদিও তাঁর জায়গায় বর্তমানে দু’জন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবের দিকে তাকিয়ে আছে দল ৷