ETV Bharat / sports

বিতর্কিত TV শো নিয়ে মুখ খুললেন হার্দিক - the ball was not in his hand, hardik

অবশেষে বিতর্কিত TV শো নিয়ে মুখ খুললেন হার্দিক পাণ্ডিয়া ৷ শোয়ের সময় তাঁর কোর্টে বল ছিল না বলেই তাঁর মত ৷

image
হার্দিক পাণ্ডিয়া
author img

By

Published : Jan 9, 2020, 12:39 PM IST

হায়দরাবাদ, 9 জানুয়ারি : বিতর্কিত TV শো নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ একটি TV শো-তে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ তারপরই তাঁকে এবং ওপেনার লোকেশ রাহুলকে কয়েকটি ম্যাচ নির্বাসন দেয় BCCI ৷

নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফেরেন হার্দিক ৷ বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার ৷ কিন্তু বেশ ফের চোট পান তিনি ৷ তারপর হাঁটুর অস্ত্রপ্রচারের জন্য কয়েকমাস দলের বাইরে তিনি ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় A দলে ফিরছেন হার্দিক ৷

image
বিতর্কিত শোয়ে হার্দিক ও রাহুল

বিতর্কিত TV শো নিয়ে এদিন মুখ খুললেন তিনি ৷ হার্দিক বলেন,‘‘ আমরা বুঝতে পারি না কী ঘটতে চলেছে, আমার কোর্টে বল থাকেনি ৷ সে যেমন ভাবে চালনা করে সেই ভাবেই চলতে হয় ৷ এটা খুবই দুর্বল জায়গা, তুমি কখনওই এটায় ফিরে যেতে চাইবে না ৷’’

2020 বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল ৷ এই দলে গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পাণ্ডিয়া ৷ যদিও তাঁর জায়গায় বর্তমানে দু’জন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবের দিকে তাকিয়ে আছে দল ৷

হায়দরাবাদ, 9 জানুয়ারি : বিতর্কিত TV শো নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ একটি TV শো-তে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ তারপরই তাঁকে এবং ওপেনার লোকেশ রাহুলকে কয়েকটি ম্যাচ নির্বাসন দেয় BCCI ৷

নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফেরেন হার্দিক ৷ বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার ৷ কিন্তু বেশ ফের চোট পান তিনি ৷ তারপর হাঁটুর অস্ত্রপ্রচারের জন্য কয়েকমাস দলের বাইরে তিনি ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় A দলে ফিরছেন হার্দিক ৷

image
বিতর্কিত শোয়ে হার্দিক ও রাহুল

বিতর্কিত TV শো নিয়ে এদিন মুখ খুললেন তিনি ৷ হার্দিক বলেন,‘‘ আমরা বুঝতে পারি না কী ঘটতে চলেছে, আমার কোর্টে বল থাকেনি ৷ সে যেমন ভাবে চালনা করে সেই ভাবেই চলতে হয় ৷ এটা খুবই দুর্বল জায়গা, তুমি কখনওই এটায় ফিরে যেতে চাইবে না ৷’’

2020 বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল ৷ এই দলে গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পাণ্ডিয়া ৷ যদিও তাঁর জায়গায় বর্তমানে দু’জন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবের দিকে তাকিয়ে আছে দল ৷

Ambala (Haryana), Jan 09 (ANI): Haryana Home Minister Anil Vij talked on the reports that Chief Minister Manohar Lal Khattar has taken away charge of Criminal Investigation Department (CID) from him. He said that Chief Minister can take away the charge but it has to be approved in cabinet and then in Vidhan Sabha. "Chief Minister is supreme. He can take charge of the CID if he wants to. But, for that it has to be approved in cabinet then in Vidhan Sabha," said Anil Vij.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.